Tag Archives: CSK vs MI

MS Dhoni: আইপিএল থেকে ছিটকে গেলেন এমএস ধোনি? ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

মুম্বই: বয়স বাড়লেও তাঁর ছয় মারার খিদে যে এতটুকু কমনে তা আইপিএল ২০২৪-এ একাধিক প্রমাণ করে দিয়েছেন এমএস ধোনি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ ম্যাচে ধোনির ৪ বলে ২০ রানের ইনিংসটাই পার্থক্য গড়ে দিয়েছিল। ইতিমধ্যেই অনেক ফ্যানেরা বিসিসিআইকে ধোনির অবসর ভাঙিয়ে টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে কামব্যাক করানোর আবদারও করেছেন। যদিও এবারের আইপিএলের পরই ধোনি অবসর নেবে বলে মনে করা হচ্ছে।

কিন্তু এরই মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। যেখানে দেখা গিয়ে খোঁড়াচ্ছেন ধোনি। মুম্বই ম্যাচ শেষে টিম বাসে ওঠার আগে সিঁড়ি দিয়ে নামার সময় রায়নার হাত ধরে নামতে দেখা যায় ধোনিকে। খুঁড়িয়ে হাঁটতেও দেখা যায়। মুম্বই ম্যাচের সময় মাঠেও খোঁড়াতে দেখা গিয়েছিল। এই ভিডিও উদ্বেগ তৈরি করেছে ধোনি ফ্যানেদের মধ্যে। ধেনির কী ফের হাঁটুর ব্যথায় কাবু? আইপিএলের আগামী ম্যাচগুলি কী আর খেলতে পারবেন না? উঠছে নানা প্রশ্ন।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলের ওপেনিংয়ে বড় চমক! রোহিতের পার্টনার কে? জেনে নিন বিস্তারিত

তবে চেন্নাই সুপার কিংসের তরফে এখনও ধোনির চোট নিয়ে তেমন কোনও আপডেট দেওয়া হয়নি। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে। ধোনি ও রায়নার বন্ধুত্ব আরও একবার সকলের মন জিতে নিয়েছে ঠিকই। কিন্তু ধোনির হাঁটুর পরিস্থিতি নিয়ে সিএসকেক দলের তরফ থেকে কোনও সরকারি বিবৃতি আসে কিনা সেই অপেক্ষাতেই রয়েছেন কোটি কোটি ফ্যানেরা।

MS Dhoni: হার্দিককে ৩টি ছয় মেরে ধোনি গড়লেন এমন রেকর্ড, যা আইপিএলে কোনও ভারতীয়র নেই

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ২০ রানে হারিয়ে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। ম্যাচে ৪ বলে ২০ রান করে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন এমএস ধোনি।
আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ২০ রানে হারিয়ে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। ম্যাচে ৪ বলে ২০ রান করে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন এমএস ধোনি।
সিএসকের ইনিংসের যখন মাত্র ৪ বল বাকি তখন মাঠে নামেন এমএস ধোনি। সেই সময় বোলিং করছিলেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তারপর যা হল তা ইতিহাস।
সিএসকের ইনিংসের যখন মাত্র ৪ বল বাকি তখন মাঠে নামেন এমএস ধোনি। সেই সময় বোলিং করছিলেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তারপর যা হল তা ইতিহাস।
হার্দিককে পরপর ৩ বলে ৩টি ছয় মারেন ধোনি। একটি লং অফ, একটি লং অন ও শেষটি স্কোয়ার লেগের উপর দিয়ে। শেষ বলে নেন ২ রান। ৪ বলের ধোনি ঝড়ে তখন লণ্ডভণ্ড হার্দিক।
হার্দিককে পরপর ৩ বলে ৩টি ছয় মারেন ধোনি। একটি লং অফ, একটি লং অন ও শেষটি স্কোয়ার লেগের উপর দিয়ে। শেষ বলে নেন ২ রান। ৪ বলের ধোনি ঝড়ে তখন লণ্ডভণ্ড হার্দিক।
এই ম্যাচটি ছিল সিএসকের জার্সিতে ধোনির ২৫০তম ম্যাচ। আর সেই ম্যাচ রেকর্ড গড়ে স্মরণীয় করে রাখলেন এমএস ধোনি। যা আইপিএলের ইতিহাসে কোনও ভারতীয়র নেই।
এই ম্যাচটি ছিল সিএসকের জার্সিতে ধোনির ২৫০তম ম্যাচ। আর সেই ম্যাচ রেকর্ড গড়ে স্মরণীয় করে রাখলেন এমএস ধোনি। যা আইপিএলের ইতিহাসে কোনও ভারতীয়র নেই।
প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে আইপিএলে ব্যাট করতে নেমে প্রথম তিনটি বলেই ছক্কা হাঁকিয়ে হ্যাটট্রিক করলেন এমএস ধোনি। ৪২-এও সকলের মন জিতে নিলেম মাহি।
প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে আইপিএলে ব্যাট করতে নেমে প্রথম তিনটি বলেই ছক্কা হাঁকিয়ে হ্যাটট্রিক করলেন এমএস ধোনি। ৪২-এও সকলের মন জিতে নিলেম মাহি।

Sachin Tendulkar: ম্যাচের মাঝেই ভিডিও বার্তা! সকলকে ভোটদানে উৎসাহিত করলেন সচিন তেন্ডুলকর

মুম্বই: গত বছরই কিংবদন্তী সচিন তেন্ডুলকরকে ভারতের নির্বাচন কমিশনের প্রচার মুখ করা হয়েছিল। ভারতের প্রাক্তন ক্রিকেটারকে ‘ন্যাশানল আইকন’ হিসেবে ঘোষণা করেছিল ইসিআই। সচিনকে সামনে রেখেই প্রচার করার লক্ষ্য ছিল ভারতের নির্বাচন কমিশনের। সেই লক্ষ্যে এবার আইপিএল ম্যাচ চলা কালীন মাঠে উপস্থিত দর্শকদের ভোটদানে উৎসাহিত করলেন মাস্টার ব্লাস্টার।

রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ চলছিল। মাঝে বিরতির সময় ভিডিও বার্তার মাধ্যমে স্টেডিয়ামে উপস্থিত সকলকে ও গোটা দেশবাসীকে আসন্ন লোকসভা নির্বাচনে ভোটদান করার জন্য উৎসাহ দেন সচিন তেন্ডুলকর। সকলকে নির্ভয়ে, উৎসবে মেজাজে ভোটদানে অংশ নেওয়া জন্য আহ্বান জানান কিংবদন্তী ক্রিকেটার।

সচিন তেন্ডুলকরের ওয়াংখেড়ে স্টেডিয়ামের ভিডিও বার্তা ভারতের জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। যা মুহূর্তে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। নির্বাচন কমিশনের তরফে সচিন তেন্ডুলকরকে ধন্যবাদও জানানো হয় এই মহৎ কাজে অংশ হওয়ার জন্য।

আরও পড়ুনঃ KKR News: সফল গৌতম গম্ভীরের মাস্টার প্ল্যান! কেকেআর পেল আরও এক নতুন ম্যাচ উইনার

প্রসঙ্গত, ভোটারদের আগ্রহ বৃদ্ধি করার জন্যই জনপ্রিয় মুখদের প্রচারের জন্য ব্যবহার করে জাতীয় নির্বাচন কমিশন। ৩ বছরের জন্য নির্বাচন কমিশনেপ ন্যাশানাল আইকন হিসেবে চুক্তি করেছেন সচিন তেন্ডুলকর। লোকসভা ভোটের আগে এমন কর্মকাণ্ডে আরও দেখা যাবে মাস্টার ব্লাস্টারকে।

IPL 2024 CSK vs MI: কাজে এল না রোহিতের সেঞ্চুরি, পার্থক্য গড়ে দিল ধোনির ২০ রান! মুম্বইকে ২০ রানে হারাল সিএসকে

মুম্বই: ফারাক গড়ে দিল এমএস ধোনির ৪ বলে ২০ রানের ইনিংসটাই। আর সেই ২০ রানেই হাড্ডাহাড্ডি ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে জয় পেল চেন্নাই সুপার কিংস। ধোনির ২০ রানের ইনিংসের কারণে কাজে এল না রোহিত শর্মার সেঞ্চুরিও। তবে পারফেক্ট ডুয়েল দেখল ক্রিকেট প্রেমিরা। প্রথমে ঋতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবের অনবদ্য ইনিংস। শেষে ৪ বলের ধোনি ধামাকা। পরে রোহিতের শতরান ও মাথিসা পাথিরানার দুরন্ত বোলিং। আইপিএলের ইতিহাসে সবথেকে সফলতম দুই দলের লড়াই এবারের মত শেষ হাসি হাসল সিএসকে।

ম্যাচে টস জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেয় মুম্বই ইন্ডিয়ান্স। শুরুটা ভাল হয়নি সিএসকের। রান পাননি অজিঙ্কে রাহানে। তারপর অর্ধশতরানের পার্টনারশিপ করেন রাচিন রবীন্দ্র ও ঋতুরাজ গায়কোয়াড়। রাচিন রবীন্দ্র ফেরেন ২১ রান করে। এরপর দলের হয়ে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেন ঋতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবে। দুজন মিলে আক্রমণাত্মক ব্যাটিং করে শক্ত ভিত রচনা করে দেয় চেন্নাইয়ের।

অর্ধশতরান করেন ঋতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবে। ৯০ রান জুটিতে যোগ করেন দুজনে। ১৫০ রানে সিএসকের তৃতীয় উইকেট পড়ে। ৪০ বলে ৬৯ রান করে আউট হন ঋতুরাজ গায়কোয়াড়। ড্যারিল মিচেল ১৭ রান করে আউট হওয়ার পর মাঠে আসেন এমএস ধোনি। ৪ বল ব্যাট করে পরপর ৩ বলে ৩টি ছয় মারেন ধোনি। শেষ বলে নেন ২ রান। ৪ বলে ২০ রানের ধোনি ঝড়ে তখন লণ্ডভণ্ড হার্দিক। শিবম দুবে অপরাজিত থাকেন ৬৬ রানে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেটে ২০৬ রান করে সিএসকে।

রান তাড়া করতে নেমে শুরুটা দুরন্ত করেন মুম্বই ইন্ডিয়ান্সের দুই ওপেনার রোহিত শর্মা ও ঈশান কিশান। একের পর এক মারকাটারি শট খেলেন দুই তারকা। ঝড়ের গতিতে অর্ধশতরানের পার্টনারশিপ করে রোহিত-ঈশান জুটি। ৭০ রানে পরপর জোড়া ঝটকা লাগে মুম্বইয়ের। ২৩ রান করে ঈশান কিশান ও খাতা না খুলেই আউট হন সূর্যকুমার যাদব। দুটি উইকেটই নেন মাথিসা পাথিরানা।

আরও পড়ুনঃ KKR News: সফল গৌতম গম্ভীরের মাস্টার প্ল্যান! কেকেআর পেল আরও এক নতুন ম্যাচ উইনার

এরপর একদিক থেকে রোহিত শর্মা নিজের ইনিংস চালিয়ে যান। মাঝে তিলক বর্মা ৩১ রান করে রোহিতকে কিছুটা সঙ্গ দিলেও অন্যান্য ব্যাটাররা কেউ বড় স্কোর করতে পারেননি। শেষ পর্যন্ত রোহিত নিজের শতরানও পূরণ করেন। কিন্তু দলকে ম্যাচ জেতাতে না পারায় সেঞ্চুরি করেও সেলিব্রেট করেননি হিটম্যান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৬ রান করে মুম্বই। ১০৫ রান করে অপরাজিত থাকেন রোহিত শর্মা। ২০ রানে ম্যাচ জেতে সিএসকে। ৪ উইকেট নেন চেন্নাইয়ের মাথিসা পাথিরানা।

MS Dhoni: ৪ বলের ধোনি ঝড়ে খড়কুটোর মত উড়ে গেল হার্দিক! বুঝিয়ে দিলেন..বাঘ বুড়ো হলেও শিকার করতে ভোলে না

মুম্বই: ওয়াংখেড়েতেই ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে ৬ মেরে ম্যাচ ফিনিশ করেছিলেন এমএস ধোনি। সেই মুহূর্তটা ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থেকে গিয়েছে। মাঝে কেটে গিয়েছে এক যুগের বেশি সময়। এবারই হয়তো শেষবারের মত ওয়াংখেড়েতে ব্যাট হাতে নেমেছিলেন ধোনি। সিএসকের ইনিংসের শেষ চার বল বাকি থাকতে যখন মাঠে পা পড়ে মাহির, তখন সাউন্ড মিটার বলছে ওয়াংখেড়ের শব্দব্রহ্ম ১২৫ ডেসিবেল ছাড়িয়েছে। আর তারপর যেটা ঘটালেন বছর ৪২-এর বুড়ো লোকটা তা ২০১১-র মতই বহুকাল হৃদয়ে থেকে যাবে বাণিজ্যনগরী তথা ক্রিকেট বিশ্বের।

শেষ ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বোলিং করছিলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ধোনিকে গুরু মানলেও মাঠের লড়াইতে এক ইঞ্চিও জমি ছাড়তে চাননি পান্ডিয়া। কিন্তু তিনি হয়তো ভুলে গিয়েছিলেন অপর দিকে ব্যাট হাতে লোকটার নাম এমএস ধোনি। বাঘ বুড়ো হলেও যে রক্তের স্বাদ পেলে শিকার করতে এতটুকু ভুল করে না। কিছু বুঝে ওঠার আগেই ওয়াংখেড়েতে ধোনি ঝড়ে খুড়কুটোর মত উড়ে গিয়েছেন হার্দিক। গুরুমারা বিদ্যা যে এখনও তিনি শিষ্যকে শেখাননি তা ওই ৪টে বলেই বুঝিয়ে দিলেন মহেন্দ্র ‘বাহুবলী’ ধোনি।

শেষ ওভারে তৃতীয় বলে ধোনিকে স্লোয়ার করেন হার্দিক। নিজের পেশি শক্তির পরিচয় দিয়ে সেই বল লং অফের উপর দিয়ে স্টেডিয়ামে ফেলেন ধোনি। তারপরের বল কিছুটা ধোনির ট্রেডমার্ক হেলিকপ্টার শটের মত খেলে লং অনের উপর দিয়ে বাউন্ডারি পার। হার্দিকের চোখ-মুখ তখন সাফ বলে দিচ্ছিল এমনটা তিনি কল্পনাও করতে পারছেন না। তৃতীয় বলে নার্ভাস হার্দিক ধোনির পায়ে ফুলটস দেন। স্কোয়ার লেগের উপর দিয়ে তাও মাঠের বাইরে। শেষ বলে ২ রান করেন ধোনি।

আরও পড়ুনঃ KKR News: সফল গৌতম গম্ভীরের মাস্টার প্ল্যান! কেকেআর পেল আরও এক নতুন ম্যাচ উইনার

মাত্র ৪ বলে ২০ রান করেন ধোনি। স্ট্রাইক রেট ৫০০। ধোনির এই ব্যাটিং তাণ্ডবের ভিডিও ঝড় তুলেছে নেট দুনিয়ায়। এমন ঝলক দেখে তখন গোটা ওয়াংখেড়ে স্টেডিয়াম কুর্নিশ জানায় এমএসধোনি। ২০১১-র স্মৃতিও যেন আরও একবার উস্কে দিলেন মাহি। একইসঙ্গে এই ইনিংস বুঝিয়ে দিলেন এমএস ধোনিরা কোনওদিন ফুরিয়ে যায় না। ফুরিয়ে যেতে পারে না।

CSK vs MI: ঋতুরাজ ও দুবের মারকাটারি ব্যাটিং, শেষে ধোনি ধামাকা, মুম্বইকে ২০৭ টার্গেট দিল চেন্নাই

মুম্বই: আইপিএলের ইতিহাসে দুই সফলতম দলের লড়াই বলে কথা। ম্যাচের প্রথমার্ধেই বোঝা গেল কতটা হাড্ডাহাড্ডি সেই দ্বৈরথ। ঋতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবের অনবদ্য় ব্যাটিংয়ে ভর করে মুম্বউ ইন্ডিয়ান্সকে চ্যালেঞ্জিং টার্গেট দিল চেন্নাই সুপার কিংস। শেষে মাত্র ৪ বলের জন্য হলেও ধোনি ধামাকা দেখল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৬ করল চেন্নাই সুপার কিংস।

ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ইনিংসের শুরুটা ভাল হয়নি সিএসকের। ৮ রানে প্রথম উইকেট পড়ে। ৫ রান করে আউট হন ওপেনিংয়ে প্রমোট করা অজিঙ্কা রাহানে। এরপর দলের ইনিংসের রাশ ধরেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ও রাচিন রবীন্দ্রা। ঠান্ডা মাথায় ব্যাটিং করে অর্ধশতরানের পার্টনারশিপ করেন তারা। ৬০ রানে দ্বিতীয় উইকেট পড়ে সিএসকের। ২১ রান করে আউট হন রাচিন রবীন্দ্র।

এরপর শিবম দুবে এসে শুরু থেকেই মারকাটারি ব্যাটিং শুরু করেন। উল্টোদিকে সেট হয়ে যাওয়ার পর রানের গতিবেগ বাড়ান ঋতুরাজ গায়কোয়াড়। এই দুই ব্যাটারের কাঁধে ভর করেই পাল্টা মুম্বই ইন্ডিয়ান্সের উপর চাপ বাড়ায়। অর্ধশতরান পূরণ করেই দুই তারকা ব্যাটারই। জুটিতে ঝড়ের গতিতে ৯০ রানের পার্টনারশিপ গড়েন ঋতুরাজ-দুবে জুটি। ১৫০ রানে সিএসকের তৃতীয় উইকেট পড়ে। ৪০ বলে ৬৯ রান করে আউট হন ঋতুরাজ গায়কোয়াড়।

আরও পড়ুনঃ KKR News: সফল গৌতম গম্ভীরের মাস্টার প্ল্যান! কেকেআর পেল আরও এক নতুন ম্যাচ উইনার

এরপর ড্যারিল মিচেল ক্রিজে আসেন। কিন্তু স্লগ ওভারে জসপ্রীত বুমরাহের দুই ওভারে বেশি রান করতে না পারায় সিএসকের রানের গতি কিছুটা কমে। কিন্তু শেষ ওভারে ড্যারিল মিচেল ১৭ রান করে আউট হওয়ার পর মাঠে আসেন এমএস ধোনি। ৪ বল বাকি থাকতে মাঠে নেমে পরপর ৩ বলে ৩টি ছয় মারেন ধোনি। শেষ বলে নেন ২ রান। ৪ বলে ২০ রানের ধোনি ঝড়ে তখন লণ্ডভণ্ড ওয়াংখেড়ে। শিবম দুবে অপরাজিত থাকেন ৬৬ রানে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেটে ২০৬ রান করে সিএসকে।

CSK vs MI: ধোনির আজ ইজ্জতের লড়াই! মুম্বইকে হারাতে মরিয়া চেন্নাই এক্সপ্রেস

চেন্নাই: পাঁচবারের আইপিএলজয়ী বনাম চারবারের চ্যাম্পিয়ন! শনিবার চিপকে ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস। যা রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনি, আইপিএলের সফলতম দুই অধিনায়কের টক্কর হিসেবেও চিহ্নিত হচ্ছে। ১০ ম্যাচে চেন্নাইয়ের পয়েন্ট ১১। তবে শেষ তিনটি ম্যাচে জেতেনি ধোনির দল। দুটোতে হেরেছে তারা। বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি হয়েছে একটি ম্যাচে।

স্বাভাবিকভাবেই জয়ের সরণিতে ফিরতে মরিয়া হলুদ ব্রিগেড। তবে চিপকে মুম্বইয়ের বিরুদ্ধে তাদের রেকর্ড খুব একটা ভালো নয়। চার বছর আগে, ২০১৯ সালে শেষবার এই মাঠে ইন্ডিয়ান্সদের সঙ্গে খেলেছিল তারা। এই মাঠে শেষ দুই সাক্ষাতেই নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজি হারিয়েছে চেন্নাইকে। চলতি আসরের প্রথম সাক্ষাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে অবশ্য সিএসকে ৭ উইকেটে বশ মানিয়েছিল এমআই’কে।

 মুম্বই ধীরে ধীরে ছন্দে ফিরছে। শুরুতে আগোছালো দেখাচ্ছিল তাদের। কিন্তু তা কাটিয়ে উঠেছে তারা। শেষ দুই ম্যাচেই জিতে আত্মবিশ্বাসের তুঙ্গেও রয়েছেন রোহিতরা। ৯ ম্যাচে তাদের সংগ্রহে ১০ পয়েন্ট। বড় রান তাড়া করার ক্ষমতা দেখিয়েছেন ব্যাটাররা। ঈশান কিষান ও সূর্যকুমার যাদব ফিরেছেন মেজাজে। ক্যামেরন গ্রিন, তিলক ভার্মা, টিম ডেভিডরাও অবদান রাখছেন।

অধিনায়ক রোহিতের ব্যাটে যদিও বড় রান আসেনি। হিটম্যানের ব্যাটে-বলে হলে মুম্বই ব্যাটিংকে অপ্রতিরোধ্য দেখাবে। বোলিং নিয়ে যদিও কিছুটা উদ্বেগ রয়েছে মুম্বইয়ের। প্রায় প্রতি ম্যাচেই দুশোর বেশি রান দিচ্ছেন বোলাররা। জোফ্রা আর্চার চোট সারিয়ে ফিরলেও পুরনো ফর্ম ফিরে পাননি এখনও। তবে মিডল ওভারে মুম্বই বোলিংকে ভরসা জোগাচ্ছেন অভিজ্ঞ লেগস্পিনার পীযূষ চাওলা।

১৫ উইকেট পেয়ে তিনিই এখন দলের সফলতম বোলার। চেন্নাইয়ের বোলিং আবার দীপক চাহারের প্রত্যাবর্তনে সমৃদ্ধ হয়েছে। বেড়েছে অভিজ্ঞতা। তুষার দেশপাণ্ডের মতো তরুণ তুর্কি ১৭ উইকেট নিলেও রান আটকাতে পারছেন না। তাঁর ইকনমি রেট ১২.১১! সেজন্যই দীপক চাহারের উপস্থিতি হয়ে উঠছে গুরুত্বপূর্ণ। ১৪ উইকেট নেওয়া রবীন্দ্র জাদেজা অবশ্য মিডল ওভারে আটকে রাখছেন বিপক্ষ ব্যাটারদের। জাড্ডুর সঙ্গে আরও দুই স্পিনার মঈন আলি ও মাথিশা থিকশানাকে ব্যবহার করছেন ধোনি।

IPL 2021: CSK vs MI: হেভিওয়েটদের ফ্লপ শো -র দিনে, Ruturaj-র ধামাকা, CSK স্কোর ১৫৬/৬

#চেন্নাই : হেভিওয়েটরা যখন একের পর এক প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন , যখন মনে হচ্ছে চেন্নাই সুপার কিংস (CSK) আইপিএলের দ্বিতীয়পর্বে বেশ হতশ্রী পারফরম্যান্স করতে শুরু করল, তখন এক তরুণের ব্যাট বদলে দিল ম্যাচের ধারা৷ আইপিএলের মঞ্চে একাধিকবার তরুণরা উঠে এসে নিজেদের প্রমাণ করেন আইপিএল ২০২১ -এ (IPL 2021) সিএসকে বনাম মুম্বই ইন্ডিয়ান্স (CSK vs MI) ম্যাচে রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) তাই প্রমাণ করলেন৷

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই সুপার কিংস  অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷  কিন্তু তার টপ অর্ডার ব্যাটসম্যানরা অর্থাৎ ফ্যাফ ডু প্লেসি, মইন আলি, অম্বাতি রায়ডু তিন জনেই তিনটি করে মাত্র বল খেলে ০ রান করে প্যাভিলিয়নে ফিরে যান৷

আরও পড়ুন – Narendra Modi-র ‘One nation one card’ প্রকল্পে নয়া চমক, Ration Card সমস্যা চুটকিতে মিটবে

মহেন্দ্র সিং ধোনি দুবাইতে প্রথম ম্যাচে ফ্লপ৷ তিনি ফ্লপ আইপিএলের অন্যতম সেরা পরিগণিত সুরেশ রায়না৷ ধোনি করেন ৫ বলে ৩ রান, আর রায়না করেন ৬ বলে ৪ রান৷

আরও পড়ুন – বাঙালি Parambrata না বলিউড স্টার Ranbir Kapoor দাদা-র বায়োপিক নিয়ে সরগরম!

একদিকে রুতুরাজ ইনিংস ধরে রেখে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ৷ এরপর তাঁর উল্টোদিকে কিছুক্ষণ থেকে ইনিংসকে কিছুটা স্থিতিশীলতা দেন রবীন্দ্র জাদেজা৷ ৩৩ বলে ২৬ করেন তিনি৷ কিন্তু এরপর আবার ডয়েন ব্র্যাভো ৮ বলে ২৩ রান করেন৷ অন্যদিকে রুতুরাজ এই দুই পার্টনারের সঙ্গে নিজের স্বচ্ছন্দ ইনিংস জারি রাখেন৷ তিনি ৫৮ বলে ৮৮ রান করেন৷ তাঁর ইনিংস এদিন সাজানো ৯ টি চার ও ৪ টি ছয় দিয়ে৷

এদিকে এদিনের ইনিংসে সাবলীল ভাবে জসপ্রীত বুমরাহ ও অন্য বোলারদের বিরুদ্ধে নিজের সহজাত ইনিংস বজায় রাখেন৷ এদিনের ম্যাচে রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব করেননি৷ ওভাল টেস্টের সময়ের চোটের কারণে এই ম্যাচে খেলেননি তিনি৷ এদিনের ম্যাচে কাইরন পোলার্ড মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অধিনায়কত্ব করেন৷