অনেক সময়ই এমন অভিযোগ বাবা-মায়ের কাছে আসে যে, আপনার সন্তান বন্ধুর পেনসিল, রাবার বা অন্য কোনও সামগ্রী নিয়ে বাড়ি চলে গিয়েছে। অর্থাৎ, বাচ্চার 'চুরি' করার স্বভাব তৈরি হয়েছে। কী করবেন আপনার সন্তানের যদি চুরির স্বভাব তৈরি হয়? শুধু চুরি নয়, এই স্বভাবের পাশাপাশি মিথ্যে কথাও বলতে শুরু করে ছেলেমেয়েরা। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Child Care: আপনার সন্তান কি স্কুলে বন্ধুর জিনিস নিয়ে বাড়ি চলে আসে? কী করে বন্ধ করবেন চুরি করা? জানুন

অনেক সময়ই এমন অভিযোগ বাবা-মায়ের কাছে আসে যে, আপনার সন্তান বন্ধুর পেনসিল, রাবার বা অন্য কোনও সামগ্রী নিয়ে বাড়ি চলে গিয়েছে। অর্থাৎ, বাচ্চার 'চুরি' করার স্বভাব তৈরি হয়েছে। কী করবেন আপনার সন্তানের যদি চুরির স্বভাব তৈরি হয়? শুধু চুরি নয়, এই স্বভাবের পাশাপাশি মিথ্যে কথাও বলতে শুরু করে ছেলেমেয়েরা। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
অনেক সময়ই এমন অভিযোগ বাবা-মায়ের কাছে আসে যে, আপনার সন্তান বন্ধুর পেনসিল, রাবার বা অন্য কোনও সামগ্রী নিয়ে বাড়ি চলে গিয়েছে।
অর্থাৎ, বাচ্চার ‘চুরি’ করার স্বভাব তৈরি হয়েছে। কী করবেন আপনার সন্তানের যদি চুরির স্বভাব তৈরি হয়? শুধু চুরি নয়, এই স্বভাবের পাশাপাশি মিথ্যে কথাও বলতে শুরু করে ছেলেমেয়েরা। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
সন্তানদের কঠোর শাসন কিন্তু নৈব নৈব চ। কারণ, বড়দের আর বাচ্চাদের জগতের মধ্যে বিস্তর ফারাক। আমাদের কাছে মিথ্যা কথা বলা বা চুরি করা হতেই পারে গর্হিত অপরাধ। কিন্তু শিশুদের কাছে সাদাকালোর বিভাজনটা অন্য রকম।
সন্তানদের কঠোর শাসন কিন্তু নৈব নৈব চ। কারণ, বড়দের আর বাচ্চাদের জগতের মধ্যে বিস্তর ফারাক। আমাদের কাছে মিথ্যা কথা বলা বা চুরি করা হতেই পারে গর্হিত অপরাধ। কিন্তু শিশুদের কাছে সাদাকালোর বিভাজনটা অন্য রকম।
সব বয়সের শিশুর অধিকারবোধ প্রবল। বিশেষ করে এখনকার বাচ্চারা খুবই আদরে বড় হয়। তাদের কাছে মনে হতেই পারে, যা ভাল লাগছে, সবই তার।
সব বয়সের শিশুর অধিকারবোধ প্রবল। বিশেষ করে এখনকার বাচ্চারা খুবই আদরে বড় হয়। তাদের কাছে মনে হতেই পারে, যা ভাল লাগছে, সবই তার।
অনেক সময়েই হয়, বাচ্চা তার লোভ সংবরণ করতে পারে না। হয়তো ডিপার্টমেন্টাল স্টোরে নিয়ে গেলেন, আপনার অজান্তে পছন্দসই কিছু পকেটে ঢুকিয়ে নিল সে। ধরা পড়ে গিয়ে লজ্জায় লাল হয়ে গেলেন আপনি।
অনেক সময়েই হয়, বাচ্চা তার লোভ সংবরণ করতে পারে না। হয়তো ডিপার্টমেন্টাল স্টোরে নিয়ে গেলেন, আপনার অজান্তে পছন্দসই কিছু পকেটে ঢুকিয়ে নিল সে। ধরা পড়ে গিয়ে লজ্জায় লাল হয়ে গেলেন আপনি।
এ ধরনের ঘটনা এড়াতে আগে থেকেই সতর্ক হতে হবে। স্কুলের পাশাপাশি বাচ্চার কাছে বাড়ির সহজপাঠও খুব গুরুত্বপূর্ণ। তাই বাচ্চাকে গল্পচ্ছলে শেখান। বুঝিয়ে বলুন, কোনটা তার। কোনটা তার নয়। ছোট থেকেই শেখান, নিজের জিনিসের যত্ন নিতে।
এ ধরনের ঘটনা এড়াতে আগে থেকেই সতর্ক হতে হবে। স্কুলের পাশাপাশি বাচ্চার কাছে বাড়ির সহজপাঠও খুব গুরুত্বপূর্ণ। তাই বাচ্চাকে গল্পচ্ছলে শেখান। বুঝিয়ে বলুন, কোনটা তার। কোনটা তার নয়। ছোট থেকেই শেখান, নিজের জিনিসের যত্ন নিতে।
বন্ধুর কোনও জিনিস তার ভাল লাগতেই পারে। কিন্তু বন্ধুর অগোচরে সেটা নেওয়া যে ঠিক নয়, সেটা বুঝিয়ে বলুন। তাতেই ধীরে ধীরে লোভ সংবরণ করতে শিখবে আপনার সন্তান।
বন্ধুর কোনও জিনিস তার ভাল লাগতেই পারে। কিন্তু বন্ধুর অগোচরে সেটা নেওয়া যে ঠিক নয়, সেটা বুঝিয়ে বলুন। তাতেই ধীরে ধীরে লোভ সংবরণ করতে শিখবে আপনার সন্তান।
একটা জিনিস সব সময় মাথায় রাখুন। বকেঝকে, শাসন করে এ সব শেখাতে যাবেন না। তা হলে কিন্তু হিতে বিপরীত হবে। আর একটা বিষয়ও মনে রাখবেন, কোনও জিনিস অনেক বার চেয়েও না পেলে বাচ্চা অন্যখানে সেটা পেলে চুরি করতে চায়।
একটা জিনিস সব সময় মাথায় রাখুন। বকেঝকে, শাসন করে এ সব শেখাতে যাবেন না। তা হলে কিন্তু হিতে বিপরীত হবে। আর একটা বিষয়ও মনে রাখবেন, কোনও জিনিস অনেক বার চেয়েও না পেলে বাচ্চা অন্যখানে সেটা পেলে চুরি করতে চায়।
মনোবিজ্ঞানীদের মতে, বাচ্চাদের মধ্যে চুরি করা বা মিথ্যে বলার প্রবণতা 'বিহেভিয়ারাল প্রবলেম'। কড়া শাসন না করে সন্তানকে বরং বলুন, 'তুমি অন্যের জিনিস চুরি করলে আমি কষ্ট পাই'। বাবা-মায়ের মুখে এই কথা বাচ্চার মনে ম্যাজিকের মতো কাজ করবে। এবং ছোট থেকেই সন্তানকে ক্ষমা চাইতে, সরি বলতে শেখান। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
মনোবিজ্ঞানীদের মতে, বাচ্চাদের মধ্যে চুরি করা বা মিথ্যে বলার প্রবণতা ‘বিহেভিয়ারাল প্রবলেম’। কড়া শাসন না করে সন্তানকে বরং বলুন, ‘তুমি অন্যের জিনিস চুরি করলে আমি কষ্ট পাই’। বাবা-মায়ের মুখে এই কথা বাচ্চার মনে ম্যাজিকের মতো কাজ করবে। এবং ছোট থেকেই সন্তানকে ক্ষমা চাইতে, সরি বলতে শেখান। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)