ছবি প্রতীকী 

Child Care: মোবাইল, কম্পিউটারেই সারাক্ষণ বুঁদ শিশু! মানসিক বিকাশ হবে কী ভাবে, জেনে নিন

উত্তর ২৪ পরগণা: শিশুর মানসিক বিকাশে শুরু করান চাইল্ড ডেভেলপমেন্ট নিউরোসায়েন্সে। একটি শিশুর শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক বিকাশে শুধু মাত্র পুষ্টিকর খাবার নয়, প্রয়োজন সঠিক মূল্যায়নও। এক্ষেত্রে ভাল উপায় হতে পারে চাইল্ড ডেভেলপমেন্ট নিউরোসায়েন্স। বিকাশগত বিলম্ব বলতে বোঝায় একটি শিশুর শারীরিক, জ্ঞানীয়, যোগাযোগ, সামাজিক, মানসিক বা অভিযোজিত বিকাশে তাদের সমবয়সীদের তুলনায় উল্লেখযোগ্য ব্যবধান। প্রাথমিক ক্ষেত্রে বেশ কিছু ভুলের কারণে শিশুদের বিকাশগত বিলম্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি কারণ। সেই জন্য প্রয়োজন প্রথমাবস্থায় বিকাশগত বিলম্বগুলির কারণ শনাক্ত করা এবং সেটি সমাধান করতে কী ভাবে শিশুদের প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবে তা প্রশিক্ষণ দেওয়া।

আদতে নিউরো সায়েন্স কথাটি শুনলেই আমাদের চিকিৎসাশাস্ত্রের কথা মনে আসলেও শিশুদের জন্য এই পদ্ধতি আসলে চিকিৎসা শাস্ত্র নয়। শিশুদের মানষিক বিকাশ, শিশুর শক্তি এবং দুর্বলতাগুলি বিলোপের পাশাপাশি প্রতিভা ফুটিয়ে তুলতে সাহায্য করে এই শিক্ষা ব্যবস্থা। বর্তমান প্রজন্মে ইলেকট্রনিক গ্যাজেট মোবাইল, কম্পিউটারের বাড়বাড়ান্তে শিশুরাও মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। কথা বলার প্রবণতা এবং কার্যক্ষমতা হারাচ্ছে মস্তিষ্কও। এমন পরিস্থিতিতে বর্তমানে শিশুদের মানসিক চিন্তন এবং প্রতিভাকে বিকশিত করতে অনেক বাবা মা-ই শিশুদের জন্য নিউরোসায়েন্স ও ডেভেলপমেন্ট বিষয়টি গ্রহণের জন্য গুরুত্ব দিচ্ছে। বহির্বিশ্বের পাশাপাশি দেশ তথা বড় বড় শহরের এই প্রশিক্ষণ শুরু হয়েছে। বর্হিবিশ্বে শিশুদের মেধা বিকাশে এই প্রশিক্ষণ বহুল প্রচলিত হলেও আমাদের দেশে ধীরে ধীরে শুরু হয়েছে।

নিউরো কোচ ভাস্কর মিত্র জানান, “শিশুদের সামাজিক, জ্ঞানীয়, মানসিক এবং শিক্ষাগত বিকাশ বোঝা গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে কৌশল উদ্ভূত এমন অনুশীলনের ক্ষেত্রে যা শিক্ষা ক্ষেত্রে বিকাশকে উন্নীত করে। আবার অনেক ক্ষেত্রে জেনেটিক ব্যাধি অথবা শিশুর জড়তা কাটিয়ে সাবলীলভাবে গড়ে তুলতে সাহায্য করে।”

বর্তমানে অনলাইনে শিশু প্রশিক্ষণে বাবা-মা নিজের শিশুকে কী ভাবে সঠিক মূল্যায়ন এবং প্রশিক্ষণের মাধ্যমে মানসিক বিকাশে গড়ে উঠতে সাহায্য করবে তা জানতে পারবে। তবে একটি শিশুর গড়ে উঠতে শুধুমাত্র পুষ্টিকর খাবার নয়, প্রয়োজন সঠিক প্রশিক্ষণ এবং মূল্যায়ন।

জুলফিকার মোল্যা