প্রতীকী ছবি৷

Hooghly couple murder: বাবা এবং সৎ মায়ের গলা কেটে খুন! দু বছর পর ছেলেকে চরম শাস্তি দিল চুঁচুড়া আদালত

সোমনাথ ঘোষ, চুঁচুড়া: বাবা এবং সৎ মাকে খুনে অভিযুক্ত ছেলেকে ফাঁসির সাজা দিল চুঁচুড়া আদালত৷ অভিযুক্ত ওই যুবকের নাম নীলকান্ত সাহা৷ ২০২২ সালে নিজের বাবা এবং সৎ মাকে নীলকান্ত গলা কেটে খুন করে বলে অভিযোগ৷

ঘটনার প্রায় দু বছর পর গত বুধবারই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিলেন চুঁচুড়া আদালতের প্রথম অতিরিক্ত দায়রা বিশারক সঞ্জয় শর্মা। এ দিন সাজা ঘোষণা করেন তিনি৷

আরও পড়ুন: ‘বৈঠকে গিয়ে জানলাম আমি প্রাক্তন!’ ভোটে হারের পর দলেও ধাক্কা, অভিমানী অধীর

আদালত সূত্রে খবর, হুগলির বলাগড়ের জিরাট স্টেশন রোডের একটি বাড়িতে ভাড়া থাকতেন চন্দ্রকান্ত সাহা এবং অঞ্জনা সাহা নামে এক দম্পতি৷ চন্দ্রকান্ত সাহারই ছেলে নীলকান্ত৷ অঞ্জনা ছিলেন তাঁর সৎ মা৷ যদিও নীলকান্ত অন্যত্র থাকত৷

২০২২ সালের ২৩ অগাস্ট রাতে নীলকান্ত ওই ভাড়া বাড়িতে প্রথমে হানা দেয়৷ কিন্তু সেখানে তখন ছিলেন না চন্দ্রকান্ত বাবু এবং তাঁর স্ত্রী৷ এর পর বাড়ির সামনেই এই সোনার দোকানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে নীলকান্ত৷ চন্দ্রকান্ত বাবু এবং অঞ্জনাদেবী বাড়ি ফিরলে সেখানে যায় নীলকান্ত৷ এর পর ধারালো ছুরি দিয়ে নিজের বাবা এবং সৎ মায়ের গলা কেটে খুন করে নীলকান্ত৷

ওই দম্পতির চিৎকারে ছুটে আসেন বাড়ির মালিক এবং প্রতিবেশীরা৷ তাঁরা প্রত্যেকেই নীলকান্তকে ঘটনাস্থল থেকে পালাতে দেখেন৷ পরে পুলিশ তাকে গ্রেফতার করে৷ হুগলির মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় জানান, আদালতে মোট ২১ জন সাক্ষী দেন ও ঘটনাস্থলের পাশে যে গয়নার দোকানে নীলকান্ত অপেক্ষা করছিল সেই গয়নার দোকানের সিসি টিভি ফুটেজ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করতে বিশেষ সাহায্য করেছে।