Chiranjeet Chakraborty: টলিপাড়ায় অচলাবস্থা! ভুক্তভোগী চিরঞ্জিৎ! বাতলে দিলেন সমাধানের পথ, বিবাদ কি মিটবে

কলকাতা: ফেডারেশন বনাম প্রযোজক-পরিচালকদের দ্বন্দ্ব যেন থামছে না। বিবাদের জট আরও খুলছে না কোনও ভাবেই। সোমের পর মঙ্গলবারেও থমথমে টলিপাড়া। নেই ‘লাইট-অ্যাকশন-ক্যামেরা’-র হাঁকডাক। অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তীর একটি ছবির শ্যুটিংয়ের আর তিন দিন বাকি ছিল। সেটিও দুই পক্ষের সমস্যার কারণে বন্ধ হয়ে যায়।

টালিগঞ্জের শ্যুটিং বিভ্রাট নিয়ে একটি সমাধান সূত্র দিলেন চিরঞ্জিৎ। একটি স্ক্রুটিনি কমিটি তৈরি করার পরামর্শ দেন। ২৬টি গিল্ডের প্রত্যেকটি থেকে একজন করে সদস্য নিয়ে একটি কমিটি তৈরি করার কথা বলেন তিনি। তাঁরা সর্বত ভাবে সিদ্ধান্ত নেবেন। প্রয়োজনে ভোটিং হবে। সমস্ত অভাব অভিযোগ তাঁদের জানানো যাবে। এভাবে দু’পক্ষের ঝগড়া বা দড়ি টানাটানির মাধ্যমে কোনও সমাধান খোঁজা যাবে না বলে মনে করেন তিনি।

আরও পড়ুন: স্তদ্ধ স্টুডিও! সোমের পর মঙ্গলেও এক ছবি! কবে ছন্দে ফিরবে টলিপাড়া?

আরও পড়ুন: কবে শুরু হবে সিনেমা-সিরিয়ালের শ্যুটিং? প্রসেনজিতের ‘উৎসব’-এ বৈঠক শেষ! কী চাইছেন পরিচালকরা?

সোমবার রাতে বৈঠক করে পরিচালকরা জানান, তাঁরা নিরপেক্ষ এক তৃতীয় পক্ষ চাইছেন, যিনি বা যাঁরা মধ্যস্থতাকারী হিসাবে থাকবেন। তাঁকে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত হতে হবে এবং আইন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। মধ্যস্থতাকারীর উপস্থিতিতেই একমাত্র তাঁরা ফেডারেশনের সঙ্গে আলোচনায় বসবেন। দু’পক্ষের এই দড়ি টানাটানিতে  আপাতত স্তব্ধ টলিপাড়া। কবে থেকে আবার কাজ শুরু হয়, আপাতত তারই অপেক্ষায় সকলে