প্রতীকী ছবি

Harassment: লিফট দেওয়ার নাম করে ছাত্রীর সর্বনাশ, বেঙ্গালুরুতে পুলিশের জালে কোরিওগ্রাফার

বেঙ্গালুরু: আবারও ধর্ষণের ঘটনা ঘটল বেঙ্গালুরুতে। ২১ বছরের এক তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার হলেন এক ২৪ বছর বয়সী যুবক। রবিবার, মধ্যরাতে বাইকে করে আসার পথে এক তরুণীকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ।
বেঙ্গালুরু পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মুকেশ্বরন শহরের একজন  কোরিওগ্রাফার। রবিবার গভীর রাতে ওই তরুণী তাঁকে বাইকে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করেন। সেই সময়েই তিনি ওই তরুণীকে যৌন হেনস্থা করেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, মুকেশ্বরনের এর আগে কোনও পুলিশি রেকর্ড ছিল না। ওইদিন রাতে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত ১৫০টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। খতিয়ে দেখা হয় প্রায় ১ হাজারের উপর মোবাইল নম্বর। এরপরের ঘটনার অকুস্থলে পৌঁছায় পুলিশ।
পুলিশ সূত্রে খবর, রবিবার বন্ধুদের সঙ্গে গভীর রাত পর্যন্ত পার্টি করে মুকেশ্বরন। এরপর স্কুটার করে সিগারেটের খোঁজে বের হয় মুকেশ্বরন। রাস্তায় ওই তরুণী সাহায্যের আর্জি জানালে তরুণীকে সঙ্গে নিয়ে এক নির্জন স্থানে নিয়ে গিয়ে তাঁকে সঙ্গে যৌন নিগ্রহ করে অভিযুক্ত।
সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই ব্যক্তি তাঁর মা এবং চার দিদির সঙ্গে থাকেন। মুকেশ্বরনের বাবা কিছু বছর আগে মারা গিয়েছেন।

আরও পড়ুন: চিকিৎসক সুরক্ষা নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের, আরও আঁটোসাঁটো হবে হাসপাতালের নিরাপত্তা
পুলিশ আরও জানিয়েছে, ঘটনা ঘটার পর অভিযুক্ত কিছুক্ষণ এদিক ওদিক ঘোরা ফেরাও করে। পুলিশি জিজ্ঞাসাবাদের সময় সে নিজেকে নির্দোষ বলেও দাবি করছিলেন। কিন্তু, তাঁর গালে আঁচড়ের দাগই তাঁকে ধরিয়ে দেয়।
এছাড়াও এই ঘটনায় প্রায় ১৫০টি সিসিটিভি ফুটেজের সাহায্য নিয়েছে পুলিশ। এছাড়াও ১ হাজারের উপর মোবাইল নম্বর খতিয়ে দেখার পর ওই স্থানে পৌঁছায় পুলিশ। এই প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানান, “আমাদের টেকনিক্যাল টিম সেখানে উপস্থিত ১ হাজার জনের মোবাইল নম্বর খতিয়ে দেখে ওই স্থানে পৌঁছাই।”