দুর্ঘটনায় মৃত্যু হয় বিশ্বখ্যাত, জনপ্রিয় অভিনেতা ক্রিশ্চিয়ান অলিভার এবং তাঁর দুই মেয়ের।

Christian Oliver Death: বিমান ভেঙে পড়ল জলে… চলে গেল স্বামী ও দুই কন্যা! মুখ খুললেন শোকে বিধ্বস্ত নায়কের স্ত্রী

বেকিয়া: গত ৪ জানুয়ারি দুর্ঘটনায় মৃত্যু হয় বিশ্বখ্যাত, জনপ্রিয় অভিনেতা ক্রিশ্চিয়ান অলিভার এবং তাঁর দুই মেয়ের। ভয়ঙ্কর একটি বিমান দুর্ঘটনায় নিহত ‘কোবরা ১১’ ছবি খ্যাত অভিনেতা ও তাঁর পরিবার। একা রয়ে গেলেন অভিনেতার স্ত্রী জেসিকা ক্লেপসার।

ক্যারিবিয়ান দ্বীপ বেকিয়ার কাছে বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় মার্কিন অভিনেতা৷ স্বামী এবং দুই কন্যা, ১২ বছরের মাদিতা এবং ১০ বছরের অ্যানিকের মৃত্যুর পরে ক্রিশ্চিয়ানের স্ত্রী দুর্ঘটনার বিষয়ে মুখ খুলেছেন। ক্লেপসার শুক্রবার ইনস্টাগ্রামে একটি বিবৃতি শেয়ার করেছেন। ভয়াবহ দুর্ঘটনার কথা মনে করেন তিনি। জানা যায়, তিনি ছাড়া বাকিরা ক্যারিবিয়ানে ছুটি কাটিয়ে ফিরছিলেন।

জেসিকার বিবৃতি, ‘আমাদের দুই মেয়ে, মাদিতা (১২) এবং অ্যানিক (১০), তাদের বাবা ক্রিশ্চিয়ানের সঙ্গে ক্যারিবিয়ানে ছুটি কাটিয়ে ফিরছিল। তারা সিঙ্গেল ইঞ্জিনের বিমানটির ইঞ্জিনে সমস্যা দেখা দেয় এবং সমুদ্রে গিয়ে পড়ে যায়। দুর্ভাগ্যবশত, ছোট বিমানের চারজন যাত্রীই কেউ প্রাণে বাঁচেনি… মাদিতা, লুই আর্মস্ট্রং মিডল স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী ছিল, তার প্রাণবন্ত স্বভাবের জন্য জনপ্রিয় ছিল সে। পড়াশোনায় খুবই মেধাবী, নাচ, গান এবং পারফরম্যান্সেও পারদর্শী ছিল সে। অ্যানিক ওয়ান্ডারল্যান্ড এভ এলিমেন্টারি স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্রী ছিল। নরম স্বভাবের, কিন্তু দৃঢ় ব্যক্তিত্বের জন্য জনপ্রিয় ছিল সে। সবসময়ে সুন্দর করে কথা বলা এবং জড়িয়ে ধরে মন ভাল করে দিত সে। বাস্কেটবল, সাঁতার এবং বিভিন্ন ধরনের শিল্পকর্মে তার অধীর আগ্রহ ছিল।’

ঘটনার সম্পর্কে যা জানা যায়, আকাশে ওঠার কিছুক্ষণের মধ্যেই বিমানটি সমস্যার মুখে পড়ে এবং বেকিয়া সংলগ্ন ক্যারিবিয়ান জলসীমায় পড়ে যায়৷ ডুবুরিরা ঘটনাস্থলে ছুটে গেলও বাঁচানো যায়নি৷ পাইলট-সহ ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ বিধ্বংসী দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত চলছে৷ উল্লেখ্য, ক্রিশ্চিয়ান অভিলারের শেষ সিনেমা ‘ফরেভার হোল্ড ইয়োর পিস’ মুক্তি পেতে চলেছে৷