Tag Archives: Actor Death

Actor Death: ৪৯-এ শেষ জীবন, মর্মান্তিক মৃত্যু হলিউডের জনপ্রিয় অভিনেতার, উদ্ধার হল ছিন্নভিন্ন দেহ

আবারও দুঃসংবাদ৷ মারা গেলেন হলিউডের জনপ্রিয় অভিনেতা৷ হাওয়াই দ্বীপে উদ্ধার হল হলিউড অভিনেতার ছিন্নভিন্ন দেহ৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৯ বছর৷ কীভাবে তাঁর মৃত্যু হল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে৷

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হাঙরের হামলায় তাঁর মৃত্যু হয়েছে৷ হাওয়াই দ্বীপে উদ্ধার হল হলিউড অভিনেতা টামায়ো পেরির ছিন্নভিন্ন দেহ৷ হাওয়াইয়ের গোট দ্বীপে সার্ফিং করছিলেন তিনি৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সার্ফিং করার সময়েই টামায়োর দেহ দেখতে পান অন্য কয়েকজন সার্ফার৷ তাঁর দেহ থেকে বিচ্ছিন্ন ছিল হাত-পা৷ বাকি অঙ্গের খোঁজ পাওয়া যায়নি৷

আরও পড়ুন-    বলুন তো, পৃথিবীর কোন দেশে Jeans পরা নিষেধ? ৯০% মানুষই জানেন না সঠিক উত্তর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

অভিনেতার শরীরে একাধিক ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে৷ প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, হাঙরের হামলাতেই মৃত্যু হয়েছে অভিনেতার৷ তাঁর মৃত্যুর খবর পেয়ে আত্মীয়রা এসে দেহ শনাক্ত করেন৷ তারপরই হনলুলুর জরুরি পরিষেবা বিভাগের তরফ থেকে টামায়োর মৃত্যুর খবর জানানো হয়৷

আরও পড়ুন-    গরমে গোলাপ গাছ শুকিয়ে কাঠ হচ্ছে? এই ৬ জিনিস ‘ধন্বন্তরি’! গোড়ায় দিলেই থোকা থোকা ফুলে ভরবে গাছ, গ্যারান্টি!

উল্লেখ্য, রবিবার বিকেল হাওয়াইয়ের গোট দ্বীপে সার্ফিং করছিলেন টামায়ো পেরি৷ সার্ফিংয়ের জন্য বিখ্যাত ছিলেন তিনি৷ এবং এর দক্ষতার জেরেই একাধিক ছবিতেও অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি৷ ‘পাইরেটস অফ দি ক্যারিবিয়ান’-ছবিতে অভিনয় করে নজর কেড়েছিলেন টামায়ো। এ ছাড়াও ‘লস্ট’, ‘ব্লু ক্রাশ’, ‘চার্লি’স এঞ্জেলস ২’, ‘হাওয়াই ফাইভ-০’-এ অভিনয় করেছেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছ পরিবারে৷

Popular Actor Death: মাত্র ৩২-এ মর্মান্তিক মৃত্যু, অকালে চলে গেলেন জনপ্রিয় তরুণ অভিনেতা, শোক-হাহাকার পরিবারে

মাত্র ৩২ বছর থামল পথচলা৷ বিনোদন জগতে ফের দুঃসংবাদ৷ সময়টা যেন একেবারেই ভাল নয়, তা বেশ ভালই বোঝা যাচ্ছে৷ একে একে ছেড়ে চলে যাচ্ছেন প্রিয় তারকারা৷ প্রয়াত হলেন পাঞ্জাবি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা রণদীপ সিং ভাঙুর৷

রণদীপের মৃত্যুর খবর প্রথম প্রকাশ্যে আনেন তাঁর সহ অভিনেতা করমজিৎ আনমোল৷ মৃত্যুর খবর জানিয়ে অভিনেতা লেখেন- ঠিক কী কারণে রণদীপ ভাঙুরের মৃত্যু হল তা জানা যায়নি, তবে ঈশ্বর তাঁর পরিবারকে এই ক্ষতি সহ্য করার শক্তি দিন৷ তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকপ্রকাশ করেছেন পাঞ্জাবি ইন্ডাস্ট্রির অসংখ্য তারকারা৷

আরও পড়ুন-     বলুন তো, পৃথিবীর কোন দেশে Jeans পরা নিষেধ? ৯০% মানুষই জানেন না সঠিক উত্তর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল মাত্র ৩২ বছর৷ এত কম বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন তরুণ অভিনেতা৷ অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া পড়েছে পরিবারে৷

আরও পড়ুন-     বলুন তো, পৃথিবীর কোন দেশে Jeans পরা নিষেধ? ৯০% মানুষই জানেন না সঠিক উত্তর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

অনুরাগীরাও অভিনেতার অকালে চলে যাওয়ার খবর শুনে ভেঙে পড়েছেন৷ সকলেই তাঁর আত্মার শান্তি কামনা করেছেন৷

Popular Actor Death: অকালে থেমে গেল প্রাণখোলা হাসি, প্রয়াত জনপ্রিয় কমেডিয়ান,অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া

বিনোদন জগতে ফের দুঃসংবাদ৷ বছরের শুরু থেকেই সময়টা ভাল যাচ্ছে না টিনসেল টাউনের৷ একের পর এক তারকারা সকলেই ছেড়ে চলে যাচ্ছেন৷ প্রয়াত হলেন জনপ্রিয় কৌতুকশিল্পী অভিনেতা হিরাম কেস্টেন৷ তাঁর আচমকা এভাবে ছেড়ে চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না ভক্তরা৷ শোকের ছায়া পড়েছে বিনোদন জগতে৷

কৌতুকশিল্পী হিসেবে দর্শকদের মন খুব তাড়াতাড়ি জিতে নিয়েছিলেন অভিনেতা৷ একাধিক চরিত্রে অভিনয় করে খুব সহজেই সকলের মনে দাগ কেটে নিয়েছিলেন তিনি৷ তবে এবার আর শেষরক্ষা হল না৷ ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন অভিনেতা৷

আরও পড়ুন-   বলুন তো, পৃথিবীর কোন দেশে Jeans পরা নিষেধ? ৯০% মানুষই জানেন না সঠিক উত্তর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

দীর্ঘদিন ধরেই প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন অভিনেতা৷ অবশেষে থেমে গেল দীর্ঘদিনের জীবন-মৃত্যুর লড়াই৷ মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭১ বছর৷ তাঁর মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন ভক্তরা৷

আরও পড়ুন-   গরমে গোলাপ গাছ শুকিয়ে কাঠ হচ্ছে? এই ৬ জিনিস ‘ধন্বন্তরি’! গোড়ায় দিলেই থোকা থোকা ফুলে ভরবে গাছ, গ্যারান্টি!

দীর্ঘ ৭ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন অভিনেতা৷ নিজের বাড়িতেই মৃত্যু হয়েছে স্ট্যান্ড আপ কমেডিয়ানের৷ ১৬ জুন সমস্ত লড়াইকে হারিয়ে না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা৷

Death News: বিরাট দুঃসংবাদ! সিনেমা রিলিজের আগেই বাথরুম থেকে উদ্ধার জনপ্রিয় অভিনেতার দেহ…

কন্নড়: ফের বিনোদন দুনিয়ায় শোকের ছায়া। বাথরুম থেকে উদ্ধার জনপ্রিয় অভিনেতা প্রদীপ কে বিজয়নের দেহ।

সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাগ করে নেন সৌন্দর্য বালা নন্দকুমার। পাপ্পু নামেই জনপ্রিয় ছিলেন প্রদীপ। শেষ তাঁকে দেখা গেছে ‘রুদ্রান’ ছবিতে। বিজয় সেতুপতির ‘মহারাজা’ ছবিতেও অভিনয় করেছেন তিনি, এটি মুক্তি পাওয়ার কথা ১৪ জুন। গত ১২ তারিখ চেন্নাইয়ে নিজের বাড়িতেই প্রয়াত হন বিজয়ন। গত কয়েক দিন ধরে তিনি ফোন ধরছিলেন না বা যোগাযোগ করা যাচ্ছিল না বলে জানিয়েছেন তাঁর বন্ধুরা।

অভিনেতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। বাড়িতে একাই থাকতেন অভিনেতা। গোটা ঘটনার তদন্ত চলছে। কয়েকদিন আগেই নূর মালবিকা দাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, ৬ জুন গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন ৩৭ বছরের নায়িকা। ৩ দিন পর তাঁর দেহ উদ্ধার হয়। প্রাথমিক ভাবে এই ঘটনাকে আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। তদন্ত শুরু করা হয়েছে।

Actor Death: ৪৫-এ শেষ! অকালে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা, বাথরুম থেকে উদ্ধার নিথর দেহ, মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া

বিনোদন জগতে ফের দুঃসংবাদ৷ অকালে চলে গেলেন ‘থেগিডি’-খ্যাত জনপ্রিয় তামিল অভিনেতা প্রদীপ কে বিজয়ন ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন অভিনেতা৷ সূত্রের খবর, মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৫ বছর৷

চেন্নাইয়ের পালাভাক্কামে বাড়িতেই রহস্যজনকভাবে তাঁর মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। গতকাল থেকে অভিনেতার বন্ধুরা তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে, তিনি কোনও ফোনের উত্তর দেননি। একাধিকবার ফোন না ধরার পরই তড়িঘড়ি তার বন্ধুরা পুলিশে খবর দেন৷ খবর পেয়ে পুলিশ তাঁর বাড়িতে পৌঁছায়৷ তারপরই দরজা ভেঙে বাথরুম থেকে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

আরও পড়ুন-  বলুন তো, পৃথিবীর কোন দেশে Jeans পরা নিষেধ? ৯০% মানুষই জানেন না সঠিক উত্তর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

সূত্রের খবর,অভিনেতা প্রদীপ একাই থাকতেন৷ প্রায়শই শ্বাসকষ্ট এবং মাথা ঘোরার মতো সমস্যায় ভুগতেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। অভিনেতার মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়পেট্টা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুরো বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।

আরও পড়ুন-  গরমে গোলাপ গাছ শুকিয়ে কাঠ হচ্ছে? এই ৬ জিনিস ‘ধন্বন্তরি’! গোড়ায় দিলেই থোকা থোকা ফুলে ভরবে গাছ, গ্যারান্টি!

উল্লেখ্য, ‘টেডি’, ‘ইরুম্বু থিরাই’ এবং ‘রুধরান’-এর মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি সকলের কাছে পরিচিত ছিলেন । তাঁর মৃত্যুতে শোকের ছায়া পড়েছে বিনোদন জগতে৷

Actor Death: বিরাট দুঃসংবাদ! প্রয়াত হলেন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা, শোকের ছায়া বিনোদন জগতে

কোঝিকোড়: ফের দুঃসংবাদ৷ বিনোদন জগতের সময়টা মোটেই ভাল যাচ্ছে না৷ একের পর এক তারকারা একে একে সকলেই ছেড়ে চলে যাচ্ছেন৷ ২০২৪ সালের শুরু থেকেই শুরু হয়েছে খারাপ সময়৷ প্রয়াত হলেন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা এবং লেখক চেলাভুর ভেনু ।

চলচ্চিত্র সমালোচক হিসেবে চলচ্চিত্র জগতে তাঁর যাত্রা শুরু হয়। চন্দ্রিকা সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত ‘উম্মা’ চলচ্চিত্রেরজন্য একটি পর্যালোচনা লিখেছিলেন।

আরও পড়ুন-  গরমে গোলাপ গাছ শুকিয়ে কাঠ হচ্ছে? এই ৬ জিনিস ‘ধন্বন্তরি’! গোড়ায় দিলেই থোকা থোকা ফুলে ভরবে গাছ, গ্যারান্টি!

১৯৭১ সাল থেকে, তিনি কোঝিকোড়ে ‘আশ্বিনী ফিল্ম সোসাইটি’-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ‘সাইকো’ পত্রিকার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন-  বলুন তো, পৃথিবীর কোন দেশে Jeans পরা নিষেধ? ৯০% মানুষই জানেন না সঠিক উত্তর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

ভেনুর সাহিত্যিক প্রচেষ্টার মধ্যে রয়েছে ‘মানস ওরু সামস্য’ এবং ‘মানসিন্তে ভাজিকাল’-এর মতো কাজ। চলচ্চিত্র সমালোচক প্রেমচাঁদ পরিচালিত চলচ্চিত্র ‘জন’-এ অভিনয়ের জগতে পা রেখে তিনি তার বহুমুখিতা প্রদর্শন করেছিলেন এবং কিংবদন্তি পরিচালক জন আব্রাহামের জীবনকে অন্বেষণ করেছিল।

Actor Passes Away: এক গুলিতেই ঝাঁঝরা…খুন জনপ্রিয় অভিনেতা! ৩৭ বছরেই থেমে গেল জীবন, হলিউডে শোকের ছায়া

হলিউড অভিনেতাকে গুলি করে হত‍্যার অভিযোগ। জনপ্রিয় আমেরিকান শো ‘জেনারেল হসপিটাল’-এর অভিনেতা জনি ওয়াক্টরের মর্মান্তিক মৃত‍্যুতে শোকস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি। জানা গিয়েছে মৃত‍্যুকালে অভিনেতার বয়স ছিল ৩৭ বছর। সূত্রের খবর অনুযায়ী, চোরেরা চুরি করতে অভিনেতাকে খুন করেছে বলে জানা গিয়েছে।

কীভাবে খুন হলেন অভিনেতা? কারা খুন করল তাঁকে? অভিনেতার মৃত‍্যুর কারণ হিসেবে উঠে ভয়ঙ্কর কাণ্ড। একটি সাক্ষাত্‍কারে জনি ওয়াক্টরের মা স্কারলেট ওয়াক্টর জানিয়েছেন, তাঁর সন্তানকে হত‍্যা করেছে ৩ দুষ্কৃতি।

আরও পড়ুন: মে শেষ, জুনের শুরু, এই সপ্তাহেই স্থান বদল একাধিক গ্রহের! ৩ রাশি সোনায় সোহাগা, ধন সম্পদের বন‍্যা

জনপ্রিয় অভিনেতাকে খুনের ঘটনা ঘটেছে ২৫ মে। জানা গিয়েছে, শনিবার ভোর ৩টায় বন্ধুদের সঙ্গে বেড়াতে যাচ্ছিলেন জনি ওয়াক্টর। সময় তার এক বন্ধুর নজর যায় অভিনেতার গাড়ির দিকে। নজন অজানা ব্যক্তি গাড়ির কাছে পিঠে ঘোরাঘুরি করছিল। ভিনেতার গাড়ি থেকে ক্যাটালিটিক কনভার্টার চুরি করার চেষ্টা করছিল। সেই মুহূর্তেই দুষ্কৃতিরা অভিনেতাকে গুলি করে বলে অভিযোগ।

আরও পড়ুন: ছোট্ট ছোট্ট দানাই ইউরিক অ‍্যাসিডের মহাশত্রু! খালি পেটে এই বীজের এক গ্লাস জল খেলেই কেল্লাফতে

অভিনেতার মায়ের অভিযোগ, চোরদের চুরি করতে দেখেও তাঁর ছেলে কিছুই বলেননি। কিন্তু তাও তাঁকে হত‍্যা করা হয় বলেই অভিযোগ করেছেন তাঁর মা। অভিনেতাকে গুলি করার পর তিনজন দুষ্কৃতি সেখান থেকে পালিয়ে যায়। জনপ্রিয় অভিনেতার মর্মান্তিক মৃত‍্যুকে হলিউডের বহু অভিনেতা শোক প্রকাশ করেছেন।

Popular Actor Death: বিরাট দুঃসংবাদ! প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা, আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি

করাচি: বিনোজন জগতের সময়টা মোটেই ভাল যাচ্ছে না৷ বছরের শুরু থেকেই একের পর এক খারাপ খবর৷ ফের নক্ষত্রপতন৷ প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা তালাত হুসেন৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া পড়েছে বিনোদন জগতে৷

দীর্ঘদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন বর্ষীয়ান অভিনেতা৷ অনেকদিন ধরেই করাচির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি৷ তবে এবার আর শেষরক্ষা হল না৷ অকালেই না ফেরার দেশে চলে গেলেন তিনি৷

আরও পড়ুন-    চরম আর্থিক অনটন! দিনে মাত্র ৫০ টাকা আয়, খরচ বাঁচাতে যা করতেন নায়িকা…! বিখ্যাত পরিচালকের মেয়ের রোজগার শুনলে আঁতকে উঠবেন

আর্টস কাউন্সিল অফ পাকিস্তান (এসিপি) করাচির সভাপতি আহমেদ শাহও হুসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন৷ একটি বিবৃতিতে, আহমেদ শাহ স্মরণ করে বলেছিলেন যে অভিনেতার এসিপি-র সঙ্গে একটি গভীর সংযোগ ছিল কারণ তিনি এর গভর্নিং বডির অংশ ছিলেন। তিনি বলেন, তালাত হোসেনের মতো একজন প্রশংসিত অভিনেতা বহু শতাব্দী পর জন্মগ্রহণ করেন।

আরও পড়ুন-  শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে সাইক্লোন রিমল! ভয়ঙ্কর দুর্যোগের আশঙ্কা বাড়ছে দক্ষিণবঙ্গে, উত্তরেও কি চলবে তাণ্ডব? আবহাওয়ার বিরাট আপডেট

পিটিভির মতে , হোসেন তার কর্মজীবন শুরু করেন ১৯৬০-এর দশকে। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তার দক্ষতা আরও বাড়াতে হবে এবং ১৯৭২সালে লন্ডন অ্যাকাডেমি অফ মিউজিক অ্যান্ড ড্রামাটিক আর্ট-এ অভিনয় শিখতে ইংল্যান্ডে যান । তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলির মধ্যে রয়েছে বন্দিশ , কারওয়ান , হাওয়াইন এবং পরচাইয়ান ৷ এবং তাঁর চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে চিরাঘ জলতা রাহা , গুমনাম এবং আইন অভিনেতা । হুসেনের কাজ আন্তর্জাতিক চলচ্চিত্র এবং টেলিভিশন নাটকের সিরিয়ালেও বিস্তৃত। ২০০৬ সালে, তিনি নরওয়েজিয়ান চলচ্চিত্র Import-Export-এর জন্য আমান্ডা পুরস্কার পান , যা স্ক্যান্ডিনেভিয়ান অস্কার নামেও পরিচিত । তিনি প্রাইড অফ পারফরম্যান্স পুরস্কারেও ভূষিত হয়েছিলেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ পুরো ইন্ডাস্ট্রি৷

Popular Actor Death: বিরাট দুঃসংবাদ! অকালে প্রয়াত হলেন অমিতাভের ‘ডুপ্লিকেট’, জনপ্রিয় অভিনেতার মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া

বিনোজন জগতে ফের দুঃসংবাদ৷ বছরের শুরু থেকেই একের পর এক খারাপ খবর৷ প্রয়াত হলেন হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা৷ কমেডি ধারাবাহিকে অন্যতম সেরা অভিনেতা ফিরোজ আর নেই৷ যার অভিনয় আজও দর্শকদের মনে গাঁতা৷

২৩ মে বৃহস্পতিবার সকালেই হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ফিরোজ খান৷ ২০১৫-২০২১ সালে পর্যন্ত ‘ভাবিজি ঘর পর হ্যায়’ ধারাবাহিকে একটানা অভিনয় করে বিনোদনের রসদ জুগিয়েছেন তিনি৷ তবে তিনি শুধু জনপ্রিয় অভিনেতা হিসেবেই পরিচিত নন বরং অমিতাভের ডুপ্লিকেট হিসেবেও তাঁর সুখ্যাতি রয়েছে৷

আরও পড়ুন- চরম আর্থিক অনটন! দিনে মাত্র ৫০ টাকা আয়, খরচ বাঁচাতে যা করতেন নায়িকা…! বিখ্যাত পরিচালকের মেয়ের রোজগার শুনলে আঁতকে উঠবেন

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের স্টাইল থেকে কথা বলার ধরনের জন্য তিনি যথেষ্ঠ জনপ্রিয় ছিলেন৷ এই কারণের জন্যই তাকে ডুপ্লিকেট বলা হত৷ একাধিক জনপ্রিয় হিন্দি ধারাবাহিকের পাশাপাশি বেশ কিছু হিন্দি ছবিতেও কাজ করেছেন তিনি৷

আরও পড়ুন- বঙ্গোপসাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত…! ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের প্রবল আশঙ্কা! টানা ৩ দিন ভারী বৃষ্টি-ঝড়-বজ্রপাতে ফালাফালা উত্তর ভারত, কী হবে বাংলায়?

অভিনয়ের পাশাপাশি মিমিক্রি করতেও দারুণ দক্ষ ছিলেন তিনি৷ অমিতাভ বচ্চনের পাশাপাশি, শাহরুখ খান, ধর্মেন্দ্র, সানি দেওল, দিলীপ কুমারের -মতো তারকাদেরও নকল করার জন্য জনপ্রিয় ছিলেন৷ সোশ্যাল মিডিয়াতেও প্রচণ্ড অ্যাক্টিভ ছিলেন অভিনেতা৷ সকলে তাঁর মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন৷ আচমকা তাঁর মৃত্যুর খবরে বিরাট শোকের ছায়া নেমে এসেছে৷

Tollywood Actor Passes away: থেমে গেল যুদ্ধ! চলে গেলেন ‘ভূতের ভবিষ্যৎ’ খ্যাত অভিনেতা, উদয়শঙ্করের মৃত্যুতে শোকের ছায়া

কলকাতা: থেমে গেল লড়াই। জীবনযুদ্ধে হার মানতে হল বর্ষীয়ান অভিনেতাকে। ক্যানসার কেড়ে নিল ‘ভূতের ভবিষ্যৎ’-এর অভিনেতা উদয় শঙ্কর পালকে। আজ, সোমবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার বাঙ্গুর হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন পর্দার ‘আত্মারাম’। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৬ বছর।

বেশ কয়েকমাস ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা৷ ফুসফুসের ক্যানসার তৃতীয় ধাপে পৌঁছে গিয়েছিল। অনেকদিন ধরেই শয্যাশায়ী ছিলেন উদয় শঙ্কর পাল৷ মাঝে মধ্যে জ্ঞানও হারিয়ে ফেলছিলেন অভিনেতা। পরিবারে তাঁর নিজের বলতে কেউ-ই ছিল নেই। রয়েছে তাঁর দিদি। যিনিও খুবই অসুস্থ৷ অভিনেতার বিপদের দিনে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে ছিলেন৷ হোয়্যাটসঅ্যাপ গ্রুপ থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নানা পোস্টের মধ্য দিয়ে সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করেছিলেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা৷

আরও পড়ুন: হাসপাতালে শয্যাশায়ী বাঙালি অভিনেতা, চলছে জীবন-মরণ লড়াই! চরম সঙ্কটে ‘আত্মারাম’-এর পাশে দাঁড়ালেন কারা?

বর্ষীয়ান অভিনেতার অসুস্থতার কথা প্রথম সোশ্যাল মিডিয়ায় জানান পরিচালক অভিজিৎ পাল। বেসরকারি নার্সিংহোমে মারণরোগের চিকিৎসা করানোর খরচ দেওয়ার সামর্থ্য ছিল না তাঁর। তাই অভিনেতা দেবদূত ঘোষ এবং পরিচালক শৈবাল মিত্রের উদ্যোগে আর্টিস্ট ফোরামের সাহায্যে দক্ষিণ কলকাতার বাঙ্গুর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। শিল্পী-অভিনেতার পাশে দাঁড়িয়েছিলেন পরিচালক অনিক দত্ত, সুমিত সমাদ্দার, গায়িকা লগ্নজিতা, পরিচালক সন্দীপ রায়, নির্মল ধর-সহ আরও অনেকেই৷

থিয়েটার দিয়েই পথচলা শুরু অভিনেতার৷ একের পর এক ছবিতে একাধিক চরিত্র অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। ‘ভূতের ভবিষ্যৎ’ ছবিতে ‘আত্মারাম’-এর ভূমিকায় অভিনয় করে উচ্চ প্রশংসা পেয়েছিলেন। এছাড়াও ‘রয়েল বেঙ্গল রহস্য’, ‘চতুষ্কোণ’, ‘প্রফেসর শঙ্কু ও এল্ ডোরাডো’ প্রমুখ ছবিতে দেখা গিয়েছিল উদয় শঙ্কর পালকে।