মৃত সাংসদ 

বাংলাদেশের সাংসদ খুনের কিনারা, গ্রেফতার অন্যতম অভিযুক্ত, সিআইডির বড় সাফল্য

উত্তর ২৪ পরগনা: অবশেষে সিআইডির হাতে গ্রেফতার বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় জড়িত থাকা অন্যতম অভিযুক্ত সিয়াম হোসেন।

সাংসদ খুনের পর দেহ লোপাট-সহ তথ্যপ্রমাণ গায়েবের ঘটনায় যুক্ত ছিল সিয়াম হোসেন। এমনটাই জেনেছেন তদন্তকারী অফিসাররা। এর আগে সিআইডির হাতে গ্রেফতার হয়েছিল কসাই জাহিদ হাওলাদার।

তাকে বারবার জিজ্ঞাসাবাদের পর বনগাঁ থেকে গ্রেফতার করা হয় এই সিয়ামকে। মনে করা হচ্ছে, খুন করে সীমান্ত এলাকা বনগাঁয় আত্মগোপন করেছিল এই অভিযুক্ত। সুযোগ বুঝেই বাংলাদেশে পালিয়ে যাওয়ার প্ল্যান ছিল তার।

আরও পড়ুন- কলকাতায় বর্ষা নিয়ে বিশাল আপডেট! রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা

এদিন সিআইডির তরফ থেকে একটি বিবৃতি দিয়ে এ কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, সিয়ামের বাড়ি বাংলাদেশের ভোলা জেলার বুরহাদ উদ্দিন গ্রামের আট নম্বর ওয়ার্ডে। তার পিতা আলাউদ্দিন বালি।

৩৩ বছর বয়সী সিয়াম এই খুনের ঘটনায় কীভাবে যুক্ত ছিলেন, তার কী ভূমিকা ছিল, সেই বিষয়ে নিশ্চিত হতে এবং সাংসদের খুনে ব্যবহার করা অস্ত্র উদ্ধারের জন্য এদিন বারাসাত জেলা আদালতে তোলা হয় অভিযুক্ত সিয়ামকে।

সিআইডি আদালতে ১৪ দিনের হেফাজত চেয়ে আবেদন জানায়। সেই আবেদন মঞ্জুর করেছেন বিচারপতি। অভিযুক্ত সিয়ামের বিরুদ্ধে ৩৬৪, ২০১, ৩০২, ৩৪ আইপিসি ধারা দেওয়া হয়েছে বলেই জানান অ্যাসিস্ট্যান্ট পাবলিক পসিকিউটর মন্দাক্রান্তা মুখার্জি।

এবার এই সিয়ামকে নিয়ে সিআইডির তদন্তকারী আধিকারিকেরা দেহাংশের পাশাপাশি শরীরের হার ও ব্যবহার করা অস্ত্র খুঁজে বের করার চেষ্টা করবেন বলেও জানান সরকারি এই আইনজীবি।

আরও পড়ুন- শিয়ালদহে ট্রেন চলাচলের সমস্যা ঠেকাতে রাজ্যকে বিশেষ বাস চালানোর অনুরোধ রেলের

উল্লেখ্য, গত ১৩ মে কলকাতার নিউ টাউনে সঞ্জীবা গার্ডেনে বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমকে খুন করা হয়েছিল। শুধু তাই নয়, তার পর তাঁর দেহ টুকরো টুকরো করে গায়েব করে দেওয়া হয়। সিসিটিভি ফুটেজেও এই সিয়ামকে দেখা গিয়েছিল বলেই জানা গিয়েছে।

Rudra Narayan Roy