Tag Archives: Bangladesh MP Murder Update

Bangladesh MP Death Update: নিউ মার্কেট থেকে ২২০০ টাকায় কেনা কিমা করার মেশিনেই টুকরো বাংলাদেশের সাংসদের দেহ, বিস্ফোরক স্বীকারোক্তি

উত্তর ২৪ পরগনা: অনলাইনে দেখে পছন্দ করা মাংসের কিমা করার মেশিন নিউ মার্কেটের দোকান থেকে কিনে, তাতেই ছোট ছোট টুকরো করা হয়েছিল বাংলাদেশের সাংসদের দেহ। এমনই বিস্ফোরক স্বীকারোক্তি অভিযুক্ত সিয়ামের বলে সিআইডি সূত্রে দাবি।

নিউটাউনের বহুতল আবাসনে বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমকে খুন করার পর প্রথম অবস্থাতে তার দেহ টুকরো করার সময় বেশ কিছুটা দেহাংশ বড় আকারের হয়ে গিয়েছিল। ফলে পুলিশের হাত থেকে বাঁচার জন্য সেই বড় টুকরোগুলোকেই নিউটাউনের ওই ফ্ল্যাটের সেপটিক ট্যাংকে ফেলে ফ্ল্যাশ করে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: ‘বিশ্বের সেরা স্কুলের পুরস্কার’-এ সেরা ১০-এ জায়গা পেল ভারতের এই ৫ স্কুল, তালিকায় কোন কোন স্কুল জানেন?

অবশিষ্ট দেহের বাকি খণ্ডগুলি তাই একেবারে ছোট ছোট করে কাটতেই ব্যবহার করা হয় মাংসের কিমা করা মেশিনের বলেই জেরাই জানিয়েছে অভিযুক্ত সিয়াম। যদিও কিমা করার সেই মেশিন এখনও উদ্ধার হয়েছে কিনা এ বিষয়ে প্রকাশে কোনও রকম মন্তব্য করতে চাননি সিআইডির তদন্তকারীরা। তবে অনলাইনে কোন প্ল্যাটফর্ম থেকে এমন যন্ত্রের খোঁজ পেল অভিযুক্ত সে বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারীরা। পাশাপাশি কোন দোকান থেকে এই মেশিন কেনা হয়েছিল সেই দোকানটিকেও চিহ্নিত করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: CAT ছাড়াই MBA! রইল ১৫ পরীক্ষার নাম-পরীক্ষার সময়-কোর্স-কলেজের খোঁজ, জানুন

সিআইডি সূত্রে জানা যায়, জেরায় সিয়াম দাবি করে টম্যাটো ও মাংস কিমা করার মেশিন সে অনলাইনে দেখে পছন্দ করে৷ এরপর সেই মেশিন নিউ মার্কেটের একটি দোকান থেকে ২২০০ টাকায় কেনে। সিয়ামের এই স্বীকারোক্তির পরই কতটা ঠান্ডা মাথায় খুন করে দেহ লেপাট করা হয়েছিল বাংলাদেশী সাংসদের তা একপ্রকার পরিষ্কার হয় তদন্তকারী গোয়েন্দাদের কাছে। অভিযুক্ত সিয়াম আরও জানায়, খুন করার পর দেহ মেঝেতে রেখে ওই মাংসের কিমা করার মেশিন দিয়ে কাটা হয়েছিল।

এরপর একপ্রকার পেস্ট হয়ে যাওয়া দেহাংশ ভাঙরের খালে ফেলা হয়। যদিও সেপটিক ট্যাংক থেকে দেহাংশ উদ্ধার হলেও বারংবার তল্লাশি চালিয়েও ভাঙরের চিহ্নিত করা জলাশয় থেকে এখনও উদ্ধার করা যায়নি কোন দেহাংশ বলেই জানা গিয়েছে। সিয়ামের দেওয়া এই বিস্ফোরক তথ্যের সত্যতাই এখন যাচাই করছেন গোয়েন্দারা। প্রয়োজনে কথা বলা হবে অন্যান্য অভিযুক্তদের সঙ্গে বলেও জানা গিয়েছে সিআইডি সূত্রে।

Rudra Narayan Roy

বাংলাদেশের সাংসদ খুনের কিনারা, গ্রেফতার অন্যতম অভিযুক্ত, সিআইডির বড় সাফল্য

উত্তর ২৪ পরগনা: অবশেষে সিআইডির হাতে গ্রেফতার বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় জড়িত থাকা অন্যতম অভিযুক্ত সিয়াম হোসেন।

সাংসদ খুনের পর দেহ লোপাট-সহ তথ্যপ্রমাণ গায়েবের ঘটনায় যুক্ত ছিল সিয়াম হোসেন। এমনটাই জেনেছেন তদন্তকারী অফিসাররা। এর আগে সিআইডির হাতে গ্রেফতার হয়েছিল কসাই জাহিদ হাওলাদার।

তাকে বারবার জিজ্ঞাসাবাদের পর বনগাঁ থেকে গ্রেফতার করা হয় এই সিয়ামকে। মনে করা হচ্ছে, খুন করে সীমান্ত এলাকা বনগাঁয় আত্মগোপন করেছিল এই অভিযুক্ত। সুযোগ বুঝেই বাংলাদেশে পালিয়ে যাওয়ার প্ল্যান ছিল তার।

আরও পড়ুন- কলকাতায় বর্ষা নিয়ে বিশাল আপডেট! রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা

এদিন সিআইডির তরফ থেকে একটি বিবৃতি দিয়ে এ কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, সিয়ামের বাড়ি বাংলাদেশের ভোলা জেলার বুরহাদ উদ্দিন গ্রামের আট নম্বর ওয়ার্ডে। তার পিতা আলাউদ্দিন বালি।

৩৩ বছর বয়সী সিয়াম এই খুনের ঘটনায় কীভাবে যুক্ত ছিলেন, তার কী ভূমিকা ছিল, সেই বিষয়ে নিশ্চিত হতে এবং সাংসদের খুনে ব্যবহার করা অস্ত্র উদ্ধারের জন্য এদিন বারাসাত জেলা আদালতে তোলা হয় অভিযুক্ত সিয়ামকে।

সিআইডি আদালতে ১৪ দিনের হেফাজত চেয়ে আবেদন জানায়। সেই আবেদন মঞ্জুর করেছেন বিচারপতি। অভিযুক্ত সিয়ামের বিরুদ্ধে ৩৬৪, ২০১, ৩০২, ৩৪ আইপিসি ধারা দেওয়া হয়েছে বলেই জানান অ্যাসিস্ট্যান্ট পাবলিক পসিকিউটর মন্দাক্রান্তা মুখার্জি।

এবার এই সিয়ামকে নিয়ে সিআইডির তদন্তকারী আধিকারিকেরা দেহাংশের পাশাপাশি শরীরের হার ও ব্যবহার করা অস্ত্র খুঁজে বের করার চেষ্টা করবেন বলেও জানান সরকারি এই আইনজীবি।

আরও পড়ুন- শিয়ালদহে ট্রেন চলাচলের সমস্যা ঠেকাতে রাজ্যকে বিশেষ বাস চালানোর অনুরোধ রেলের

উল্লেখ্য, গত ১৩ মে কলকাতার নিউ টাউনে সঞ্জীবা গার্ডেনে বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমকে খুন করা হয়েছিল। শুধু তাই নয়, তার পর তাঁর দেহ টুকরো টুকরো করে গায়েব করে দেওয়া হয়। সিসিটিভি ফুটেজেও এই সিয়ামকে দেখা গিয়েছিল বলেই জানা গিয়েছে।

Rudra Narayan Roy

Bangladesh MP Murder Update: হাড় থেকে মাংস ছাড়িয়ে কমোডে, ট্যাঙ্কে ফেলা হয়েছিল! বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় বড় তথ্য সামনে এল

উত্তর ২৪ পরগনা: অবশেষে নিউ টাউনের বহুতল আবাসনে, যেখানে খুন হয়েছিলেন বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আজিম! সেই আবাসনের সেপটিক ট্যাঙ্ক থেকেই উদ্ধার হল দেহাংশ। টুকরো টুকরো করা প্রায় সাড়ে তিন কেজি মাংস পিণ্ড মিলেছে বলেই সিআইডি সূত্রে খবর। তবে কি এই মাংস বাংলাদেশের সাংসদদের দেহের হাড় থেকে ছাড়ানো মাংসই! তা নিশ্চিত হতে ফরেনসিক দল তদন্ত করে দেখবে বলেও জানা গিয়েছে।

প্রসঙ্গত এদিন সকালেই, সাংবাদিক বৈঠক করে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা প্রধান হারুন অল রশিদ জানিয়েছিলেন, যে ফ্ল্যাটে খুন করা হয়েছে সাংসদকে সেখানকার সেপটিক ট্যাংক খুলে দেখা হবে। তার কারণ, বারংবার দু’দেশের অভিযুক্তদের জিজ্ঞাসা বাদ করে এমনি আভাস পেয়েছিলেন গোয়েন্দারা বলে দাবি। এই হত্যাকাণ্ডে অভিযুক্ত আরও অন্তত তিন জন বাংলাদেশে পালিয়ে গিয়েও ঢাকা পুলিশের হাতে ধরা পড়েছে৷ ভিডিও কলে তাদের বয়ানও নেন তদন্তকারীরা৷

নিহত সাংসদের দেহ কোথায় গেল, তা নিয়েই এর পর সন্দেহ উঁকি দিয়ে তদন্তকারীদের মনে৷ এর পরই ধৃতদের চেপে ধরতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য৷ ধৃতরা দাবি করে, নিহত সাংসদের শরীরের হাড় খালে ফেলে আসা হলেও তাঁর শরীরের টুকরো টুকরো করা মাংস ওই ফ্ল্যাটের শৌচাগারের কমোডের ভিতরে ফেলে বার বার ফ্লাশ করে দেওয়া হয়েছিল৷

আরও পড়ুন: ঘুম থেকে ওঠার পরেও ঘুম পায়? সারাদিন ক্লান্ত লাগে? মারণ রোগের ইঙ্গিত! জানুন কী করবেন

সেই মতো এদিন নিউটাউনের আবাসনের সেফটি ট্যাঙ্কে দেহাংশের খোঁজে সন্ধান চালায় গোয়েন্দারা। অবশেষে সেখান থেকেই উদ্ধার হল দেহাংশ বলেই মনে করা হচ্ছে। তবে এখনও দেহর থেকে আলাদা করা হাড় উদ্ধার করা যায়নি। তার খুঁজেও তল্লাশি চালানো হচ্ছে নিউ টাউন সংলগ্ন খালে এমনটাই জানা গিয়েছে সিআইডি সূত্রে। নৃশংস এই ঘটনায় রীতিমতো শিউরে উঠছে মহানগর।

Rudra Narayan Roy