সিভিক ভলেন্টিয়ারদের জন্য বড় খবর! পদোন্নতির দাবি, এবার কি তাঁরা ‘পুলিশ’!

কলকাতা: সিভিক ভলেন্টিয়াররা কি তবে এবার পুলিশ হয়ে যাবেন! তাঁদের পদোন্নতির দাবি তুলেছে পুলিশ ওয়েলফেয়ার কমিটি। দিঘায় পুলিশ ওয়েলফেয়ার কমিটির কর্মী সভায় এমনই দাবি উঠল।

 পুলিশ ওয়েলফেয়ার কমিটি দাবি করেছে, এই সরকারের সময়ই সিভিক ভলান্টিয়ার পদটির জন্ম হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন তাঁরা। ফলে সিভিক ভলেন্টিয়াররা পদোন্নতির দাবি করার যোগ্য।

পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কর্মী সভা আয়োজিত হয়েছিল দিঘায়। সেখানে সিভিক ভলেন্টিয়ারদের পরীক্ষার মাধ্যমে পদোন্নতির দাবি ওঠে। দাবি করা হয়, পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে সিভিক ভলেন্টিয়ারদের পদোন্নতির সুযোগ দেওয়া হোক। যাতে পুলিশ বিভাগের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে তাঁরা কাজ করতে পারেন।

আরও পড়ুন- ছয় ফুটেরও বেশি! নদিয়ায় মানব উচ্চতাকে ছাড়িয়ে গেল এই বিশেষ প্রজাতির লাউ, ভিডিও

পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি রাজ্যের পুলিশ কর্মীদের দাবি-দাওয়া ও সুযোগ সুবিধা দেওয়ার ব্যাপারে সচেষ্ট। সেই কমিটি এবার সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশদের হয়ে সওয়াল করল। ২০২০ সাল থেকে এই কমিটি কাজ করছে পুলিশদের ভাল-মন্দ দিক দেখভালের।

আরও পড়ুন- উদ্বোধন হবে রামমন্দির, পায়ে হেঁটে রওনা মুর্শিদাবাদের ভক্তের

সেই কমিটির কথা কি রাজ্য সরকার মেনে নেবে? সত্যিই কি পরীক্ষার মাধ্যমে সিভিক ভলেন্টিয়াররা এবার পুলিশ বিভাগে সরাসরি যুক্ত হতে পারবেন! সে কথার উত্তর হয়তো সময়ই দেবে।