Tag Archives: Civic volunteer

Crime News: রক্তারক্তি কাণ্ড! কুপিয়ে খুন সিভিক ভলান্টিয়ারকে, হাড়হিম ঘটনায় আতঙ্ক

মালদহ: পারিবারিক জমি নিয়ে বিবাদের জেরে খুন এক সিভিক ভলান্টিয়ার। লাঠি ও শাবল দিয়ে পিটিয়ে মারার অভিযোগ। অভিযুক্ত মৃতের কাকু ও তার দুই কাকাতো ভাই। মালদহের সামসির ঘটনায় উত্তেজনা। মৃতের নাম রুহুল আমিন (৩৩) ।

পরিবার সূত্রে জানা গিয়েছে , সামসি গ্রামীণ হাসপাতালের পেছনে রুহুল আমিনদের পারিবারিক একটি জমি রয়েছে। সেই জমি নিয়ে কাকা আব্দুল রহমানের সঙ্গে তাঁদের বিবাদ চলছিল । ওই জমিতে আব্দুল রহমানরা এদিন বাড়ির কাজ শুরু করতে যায় । কিন্তু , জায়গার মাপ নিয়ে তৈরি হয় সমস্যা। বাড়তি জমি নেওয়ার অভিযোগ ওঠে কাকার বিরুদ্ধে । রুহুল আমিনরা তা নিয়ে  প্রতিবাদ করেন। এর জেরেই বচসা থেকে বিবাদের সূত্রপাত।

আরও পড়ুন-   শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

অভিযোগ , এরপরেই রুহুল আমিন ও তাঁর পরিবারের ওপর হামলা চালায় কাকা ও কাকাতো ভাইয়েরা। রুহুল আমিনকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে তাঁর কাকু এবং দুই ছেলের বিরুদ্ধে। ঘটনায় আহত  হয়ে চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন মৃতের বাবা হাবিবুর রহমান ও মেজো ভাই আলতাব হোসেন। বেলার দিকে তাঁদের দু’জনকেই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা।

জানা গিয়েছে, এই খুনের ঘটনার পর থেকেই অভিযুক্ত কাকা আব্দুর রহমান এবং তাঁর কোনও দুই ছেলে কাবাতুল্লাহ ও আব্দুল মোমিন পলাতক। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। খুনের ঘটনা চাউর হতেই এলাকায় ভিড় করেন পাড়া প্রতিবেশীরা। ঘটনায় হইচই পড়ে যায় এলাকায়। কান্নায় ভেঙে পড়েন নিহতের স্ত্রী হাবিবা খাতুন-সহ পরিবারের লোকজন । অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি ওঠে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ । পুলিশ জানিয়েছে , নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে । দোষীরা কেউই রেহাই পাবে না।

Local Sports: সিভিক ভলেন্টিয়ারের দারুণ কীর্তি! হাত ধরে ১০ পদক এল বাংলায়

মালদহ: সিভিক ভলেন্টিয়ারের দুর্দান্ত কীর্তি। তাইকোন্ড প্রশিক্ষণ দিয়ে রাজ্যকে এনে দিলেন বিরাট সাফল্য। তাঁর কাছে প্রশিক্ষণ নিয়ে জাতীয় তাইকোন্ড প্রতিযোগিতায় পদক জিতল মালদহের ১০ খুদে খেলোয়াড়। তাদের মধ্যে ছয় জন সোনা, তিনজন রুপো ও একজন ব্রোঞ্জ পদক পেয়েছে।

আরও পড়ুন: ভেটকি-ইলিশকে দামে টেক্কা দিচ্ছে কই! বাড়ির চৌবাচ্চায় চাষ করে মালামাল হয়ে যান

পদক প্রাপকদের মধ্যে কেউ পঞ্চম শ্রেণির পড়ুয়া আবার কেউ দশম শ্রেণিতে পড়ে। তাদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিচ্ছেন পেশায় সিভিক ভলেন্টিয়ার অমিত কুমার ঘোষ। ইংরেজবাজার থানায় কর্তব্যরত তিনি। কাজের ফাঁকে নিয়মিত সকালে এলাকার খুদেদের প্রশিক্ষণ দেন। কোচ অমিত কুমার ঘোষ বলেন, ডিউটির ফাঁকে যেটুকু সময় পাই এলাকার খুদেদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিয়ে তাইকোন্ড শেখাই। জাতীয় স্তরে প্রতিযোগিতায় আমার ক্যাম্প থেকে ১০ জন অংশগ্রহণ করেছিল। প্রত্যেকেই সাফল্য পেয়েছে, পদক জিতেছে। আগামীতে আরও ভাল ফলাফল কামনা করছি।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

গত ১৬ ও ১৭ মার্চ দুর্গাপুরে অনুষ্ঠিত হয় জাতীয় স্তরের তাইকোন্ড প্রতিযোগিতা। ওপেন ন্যাশনাল তাইকোন্ড চ্যাম্পিয়নশিপে মালদহের মাধবনগর তাইকোন্ড ইনস্টিটিউটের খেলোয়াড়েরা অংশগ্রহণ করে। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগিরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিভিন্ন ক্যাটাগরিতে মালদহের খেলোয়াড়েরা অংশগ্রহণ করে মোট ১০ টি পদক জিতেছে। তাদের মধ্যে সোনা জিতেছে সুইটি সাহা, সোনাশ্রী মণ্ডল, অদৈত পাল, ঋদ্ধিমা দাস, সোনাক্ষি মণ্ডল ও ঋত্বিকা মণ্ডল। রুপো পেয়েছেন রনি দাস, চিন্ময়ী পাল ও রীমিতা পাল। ব্রোঞ্জ জিতেছে সৃষ্টি মহন্ত। সিভিক ভলেন্টিয়ার কোচের এই সাফল্য বেশ সাড়া ফেলেছে জেলায়।

হরষিত সিংহ

West Bengal Government: সিভিক ভলেন্টিয়ারদের জন্য বিশাল খবর, বেতন বৃদ্ধির ঘোষণা করল স্বরাষ্ট্র দফতর

ভোটের মুখে সিভিক ভলেন্টিয়ারদের বড় খবর দিল রাজ্য সরকার৷ রাজ্যে সিভিক ভলেন্টিয়ারদের সংখ্যা খুব একটা কম নয়৷ আর তাঁদের জন্যই আগামী আর্থিক বর্ষে আসছে বিশাল এক খবর৷ সে কথাই জানাল রাজ্যের স্বরাষ্ট্র দফতর৷
ভোটের মুখে সিভিক ভলেন্টিয়ারদের বড় খবর দিল রাজ্য সরকার৷ রাজ্যে সিভিক ভলেন্টিয়ারদের সংখ্যা খুব একটা কম নয়৷ আর তাঁদের জন্যই আগামী আর্থিক বর্ষে আসছে বিশাল এক খবর৷ সে কথাই জানাল রাজ্যের স্বরাষ্ট্র দফতর৷
এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে আর্থিক সাহায্যের পরিমাণ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন৷ তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার অন্যতম৷ সেখানে আর্থিক সাহায্য অনেকটাই বেড়েছিল৷
এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে আর্থিক সাহায্যের পরিমাণ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন৷ তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার অন্যতম৷ সেখানে আর্থিক সাহায্য অনেকটাই বেড়েছিল৷
এ ছাড়াও এ বছরের রাজ্য বাজেটে সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘভাতা বৃদ্ধির কথাও ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী৷ সেই কারণে খুশির আমেজ ছড়িয়েছিল সরকারি কর্মীদের মধ্যে৷ এ বার সিভিক ভলেন্টিয়ারদের জন্যও বড় ঘোষণা করল রাজ্য সরকার৷
এ ছাড়াও এ বছরের রাজ্য বাজেটে সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘভাতা বৃদ্ধির কথাও ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী৷ সেই কারণে খুশির আমেজ ছড়িয়েছিল সরকারি কর্মীদের মধ্যে৷ এ বার সিভিক ভলেন্টিয়ারদের জন্যও বড় ঘোষণা করল রাজ্য সরকার৷
রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতরের তরফ থেকে ঘোষণা করে বলা হয়েছে, ‘সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়বে । ১ এপ্রিল থেকে আরও ১ হাজার টাকা বেতন বাড়বে সিভিক ভলেন্টিয়ারদের। এই মর্মে নির্দেশিকা জারি করল স্বরাষ্ট্র দফতর।
রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতরের তরফ থেকে ঘোষণা করে বলা হয়েছে, ‘সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়বে । ১ এপ্রিল থেকে আরও ১ হাজার টাকা বেতন বাড়বে সিভিক ভলেন্টিয়ারদের। এই মর্মে নির্দেশিকা জারি করল স্বরাষ্ট্র দফতর।
রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে, বিভিন্ন সময়ে ট্রাফিক নিয়ন্ত্রণ বা অন্য অনেক কাজে সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার করে পুলিশ৷ তাঁদের কাজকে স্বীকৃতি দিয়ে আরও এক হাজার টাকা বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হল৷
রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে, বিভিন্ন সময়ে ট্রাফিক নিয়ন্ত্রণ বা অন্য অনেক কাজে সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার করে পুলিশ৷ তাঁদের কাজকে স্বীকৃতি দিয়ে আরও এক হাজার টাকা বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হল৷

Bengali News: চলন্ত গাড়ির সামনে মরণঝাঁপ, দুই সিভিকের কাণ্ডে তারপরেও বেঁচে গেল যুবক!

মালদহ: ডিউটি শেষে থানা থেকে বাড়ি ফিরছিলেন দুই সিভিক ভলেন্টিয়ার। গভীর রাত, তখন চারিপাশ অন্ধকারে ঢাকা। এরই মধ্যে তাঁদের নজরে আসে জাতীয় সড়কের মাঝে এক যুবক ঘোরাঘুরি করছে। কিন্তু কিছু বোঝার আগেই ওই যুবক একটি চলন্ত পিক আপ ভ্যানের সামনে মরণঝাঁপ দেয়। সঙ্গে সঙ্গে ওই দুই সিভিক ভলেন্টিয়ার চিৎকার করে ওঠেন। তাই শুনে পিক আপ ভ্যানের চালক ব্রেক মারেন। ওমনি ওই দুই সিভিক ভলেন্টিয়ার নিজেদের জীবনের পরোয়া না করে ঝাঁপ দিয়ে পিক আপ ভ্যানের চাকার সামনে থেকে ওই যুবককে টেনে সরিয়ে দেন।

আরও পড়ুন: টোটোয় পড়ে দেড় লক্ষ টাকার আইফোন, দেখতে পেয়ে এ কী কাণ্ড চালকের!

ঘটনাটি কালিয়াচক থানার বালিয়াডাঙা মোড়ের। কালিয়াচক থানায় কর্মরত ওই দুই সিভিক ভলেন্টিয়ারের নাম মহম্মদ সাদ্দাম হোসেন ও মহম্মদ সানাউল্লাহ শেখ। এই দুজনের তৎপরতাতেই প্রাণে বেঁচে গিয়েছেন ওই যুবক। যুবকটিকে উদ্ধার করার পর ওই সিভিক ভলেন্টিয়াররা কালিয়াচক থানায় ফোন করে বিষয়টি জানান। তারপর সেখান থেকে পুলিশ এসে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।

এই রোমহর্ষক অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে সিভিক ভলেন্টিয়ার মহম্মদ সাদ্দাম হোসেন বলেন, অন্ধকারে জাতীয় সড়কের ওপর ওই যুবককে ঘোরাঘুরি করতে দেখি সন্দেহ হয়। বেশ কয়েকবার রাস্তার মাঝে চলে আসছিলেন। হঠাৎ একটি চলন্ত পিক আপ ভ্যানের সামনে ঝাঁপ দেয়। আমরা চিৎকার করি। প্রথমে রাস্তার দুই দিকে ট্রাফিক নিয়ন্ত্রণ করি। তারপর চাকার সামনে থেকে তাকে উদ্ধার করি। এই কাজের জন্য আমাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে, আমরা খুশি।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

দুই সিভিকের এই কীর্তি প্রসঙ্গে মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, কালিয়াচক থানায় কর্মরত ওই দুই সিভিক ভলেন্টিয়ার খুব ভাল কাজ করেছে। সাহসিকতার পরিচয় দিয়েছে। তাই তাদেরকে পুলিশের পক্ষ থেকে রিঅ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এদিকে উদ্ধার হ‌ওয়া যুবকের পরিবারকে খবর দেওয়া হয়। তাঁরা এলে ছেলেকে পরিবারের হাতে তুলে দেয় কালিয়াচক থানার পুলিশ।

হরষিত সিংহ

Civic Volunteer Pay Hike: সিভিক ভলান্টিয়ারদের জন্য জোড়া সুখবর! বাড়ছে ভাতা…সঙ্গে সুবিধা আরও এক! ঘোষণা রাজ্য বাজেটে

কলকাতা: চব্বিশের লোকসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটে কার্যত কল্পতরুর ভূমিকায় উত্তীর্ণ হয়েছে রাজ্যের তৃণমূল সরকার৷ ডিসেম্বরের পরে এদিন রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বাড়তি ৪ শতাংশ হারে ডিএ অর্থাৎ, মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ পাশাপাশি, মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ৫০০ থেকে বাড়িয়ে করা হয়েছে ১০০০ টাকা৷ অন্যদিকে, জনজাতি মহিলাদের জন্য ভাতা বাড়িয়ে করা হয়েছে ১২০০ টাকা।

তবে, এর মাঝেই বিরাট সুখবর এসেছে রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের জন্যেও৷ বৃহস্পতিবার রাজ্য বাজেট ঘোষণার সময় সিভিক ভলান্টিয়ারদের ভাতা বাড়ানো হয়েছে ১০০০টাকা৷

আরও পড়ুন: ফের ৪ শতাংশ DA বাড়ালেন মমতা..রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর! কবে থেকে নতুন বেতন?

এই ভাতা বৃদ্ধির জন্য ১৮০ কোটি টাকা বরাদ্দ করা হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। পাশাপাশি,  এখন থেকে রাজ্য পুলিশের ২০ শতাংশ চাকরি সংরক্ষিত থাকবে সিভিক ভলান্টিয়ারদের জন্য, যা এত দিন ১০ শতাংশ ছিল। ঘোষণা করলেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

আরও পড়ুন: ‘আমি থাকি বা না থাকি…,’ লোকসভায় দাঁড়িয়ে ফের জল্পনা উস্কে দিলেন দেব, তবে কি রাজনীতি থেকে সত্যিই বিদায়?

সূত্রের খবর, এতদিন সিভিক ভলান্টিয়ারদের জন্য ১০ শতাংশ চাকরি সংরক্ষিত ছিল। এবার তা আরও বৃদ্ধি পেল। রাজ্য পুলিশে ২০ শতাংশ চাকরি সিভিক ভলান্টিয়ারদের জন্য সংরক্ষিত থাকবে। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় বাজেটে এই ঘোষণা করা হয়৷

এদিন ডিসেম্বর মাসের পরে ফের রাজ্য বাজেট পেশের সময়েও সরকারি কর্মীদের বেতন ৪ শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করল সরকার৷ এদিন বিধানসভায় রাজ্য বাজেট পেশের সময় অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্তমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷

ঘোষণায় জানানো হয়েছে, মূল্যবৃদ্ধির হাত থেকে রেহাই দেওয়ার জন্য সরকারের সীমিত আর্থিক সামর্থের মধ্যেই আরও ৪ শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করা হচ্ছে৷ রাজ্য সরকারের এই ঘোষণা পরে রাজ্য সরকারি কর্মচারী তো বটেই, সুবিধা পেতে চলেছেন রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও৷ তবে, এর পরেও কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-র ফারাক থেকে গেল ৩২ শতাংশ৷

South 24 Parganas News: বাড়ি থেকে ঢিল ছোড়া দূরে পড়ে সিভিক ভলেন্টিয়ারের দেহ!

দক্ষিণ ২৪ পরগনা: সিভিক ভলেন্টিয়ারের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল জয়নগরে। মৃত সিভিক ভলেন্টিয়ার এর নাম উজ্জ্বল হালদার (৩৪)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ বারাসাতের খাটসারা এলাকায়।

আরও পড়ুন: টানা বৃষ্টিতে জলে ভর্তি গর্তে পড়ে শিশুর মৃত্যু

মৃত সিভিক ভলেন্টিয়ার জয়নগর থানায় কর্মরত ছিলেন। পাশাপাশি অবসর সময়ে অটোও চালাতেন বলে জানা গিয়েছে। শুক্রবার খুব সকালে বাড়ি থেকে অটো নিয়ে বেরিয়ে পড়েন ভাড়া খাটবেন বলে। এর কিছুক্ষণ পর বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাঁকে রাস্তার উপর পড়ে থাকতে দেখে। তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সিভিক ভলেন্টিয়ারের অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। সেইসঙ্গে ওই সিভিক ভলেন্টিয়ারের কীভাবে মৃত্যু হল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টি নিয়ে ধোঁয়াশায় আছে পরিবারের সদস্যরাও। উজ্জ্বলের সঙ্গে কারোর কোনও শত্রুতা ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের সদস্যরাও এই বিষয়ে কিছু জানাতে পারেননি। তাই আপাতত ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।

সুমন সাহা

সিভিক ভলেন্টিয়ারদের জন্য বড় খবর! পদোন্নতির দাবি, এবার কি তাঁরা ‘পুলিশ’!

কলকাতা: সিভিক ভলেন্টিয়াররা কি তবে এবার পুলিশ হয়ে যাবেন! তাঁদের পদোন্নতির দাবি তুলেছে পুলিশ ওয়েলফেয়ার কমিটি। দিঘায় পুলিশ ওয়েলফেয়ার কমিটির কর্মী সভায় এমনই দাবি উঠল।

 পুলিশ ওয়েলফেয়ার কমিটি দাবি করেছে, এই সরকারের সময়ই সিভিক ভলান্টিয়ার পদটির জন্ম হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন তাঁরা। ফলে সিভিক ভলেন্টিয়াররা পদোন্নতির দাবি করার যোগ্য।

পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কর্মী সভা আয়োজিত হয়েছিল দিঘায়। সেখানে সিভিক ভলেন্টিয়ারদের পরীক্ষার মাধ্যমে পদোন্নতির দাবি ওঠে। দাবি করা হয়, পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে সিভিক ভলেন্টিয়ারদের পদোন্নতির সুযোগ দেওয়া হোক। যাতে পুলিশ বিভাগের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে তাঁরা কাজ করতে পারেন।

আরও পড়ুন- ছয় ফুটেরও বেশি! নদিয়ায় মানব উচ্চতাকে ছাড়িয়ে গেল এই বিশেষ প্রজাতির লাউ, ভিডিও

পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি রাজ্যের পুলিশ কর্মীদের দাবি-দাওয়া ও সুযোগ সুবিধা দেওয়ার ব্যাপারে সচেষ্ট। সেই কমিটি এবার সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশদের হয়ে সওয়াল করল। ২০২০ সাল থেকে এই কমিটি কাজ করছে পুলিশদের ভাল-মন্দ দিক দেখভালের।

আরও পড়ুন- উদ্বোধন হবে রামমন্দির, পায়ে হেঁটে রওনা মুর্শিদাবাদের ভক্তের

সেই কমিটির কথা কি রাজ্য সরকার মেনে নেবে? সত্যিই কি পরীক্ষার মাধ্যমে সিভিক ভলেন্টিয়াররা এবার পুলিশ বিভাগে সরাসরি যুক্ত হতে পারবেন! সে কথার উত্তর হয়তো সময়ই দেবে।