লাইফস্টাইল How to remove smell from Blanket: বাক্সবন্দি কম্বলে অদ্ভুত গন্ধ? ঘরোয়া এই কাজ করুন, ড্রাই ক্লিনিং করানোর প্রয়োজনই পড়বে না Gallery October 26, 2024 Bangla Digital Desk প্রবল গরমে বেশ কয়েকদিন ধরেই তাদের সঙ্গে কোনও সম্পর্ক নেই৷ কিন্তু শহরে হেমন্তের আমেজ এসে গিয়েছে৷ সকালে মাঝে-মাঝেই ঠান্ডার আমেজ দেখা দিচ্ছে৷ এবার আবার তাক থেকে কম্বল বের করার সময় এসে গিয়েছে৷ কিন্তু এতদিন ধরে বাক্সবন্দি হয়ে থাকার কারণে বের করলেই এক অদ্ভুত গন্ধ বের হয়৷ তখন দরকার হয় ড্রাই ক্লিনিং-এ পাঠানোর৷ কিন্তু অনেক সময় সময়ের অভাবে হয়ে ওঠে না৷ আবার তা বেশ ব্যয় সাপেক্ষও বটে৷ কিন্তু জানেন? কয়েকটা ঘরোয়া উপায় আছে, তাহলে কম্বলের সমস্ত গন্ধ একেবারেই গায়েব৷ সূর্যের আলো: কম্বল হোক বা সোয়েটার পরার কয়েকদিন আগে রোদে দিন৷ এতে আর্দ্রতা ও গন্ধ দুই-ই দূর হয়ে যাবে৷ বেকিং সোডার ব্যবহার: মেঝেতে বা সমান কোনও জায়গায় কম্বল বিছিয়ে দিন৷ এবার সামান্য বেকিং সোডা ছিটিয়ে দিন৷ তারপর কয়েক ঘণ্টা রেখে দিন৷ এবার ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ভাল করে পরিষ্কার করে নিন৷ বেকিং সোডা গন্ধ শুষে নিতে সাহায্য করবে৷ ভিনিগারের ব্যবহার: জলে সামান্য সাদা ভিনিগার মিশিয়ে নিন৷ তারপর স্প্রে বোতলে ভরে রাখুন৷ এবার কম্বলের উপর ভাল করে ছিটিয়ে দিন৷ তারপর ভাল করে রোদে ছিটিয়ে দিন৷ ভিনিগার সমস্ত দুর্গন্ধ টেনে নেবে৷ সুগন্ধির ব্যবহার: এখন বাজারে অনেক ধরনের সুগন্ধি রয়েছে৷ তা কম্বলের উপর স্প্রে করে কিছু সময় শুকিয়ে নিন৷ এতে ফ্রেশনেস পাবেন৷ অনেক সময় কম্বলের ফাইবার কৃত্রিম তুলো দিয়ে তৈরি হয়৷ তখন রোদে দিলেও গন্ধ দূর হয় না৷ সেক্ষেত্রে ওয়াশিং মেশিনে কম্বল ধুয়ে নিন৷ তবে মাথায় রাখুন মাইল্ড ডিটারজেন্ট ব্যবহার করবেন৷ তারপর রোদে শুকিয়ে নিন৷