রেল পুলিশের তৎপরতায় প্রাণে বাঁচল বৃদ্ধ

Viral Video: রেল পুলিশের তৎপরতায় প্রাণে বাঁচল ৬৭ বছরের বৃদ্ধ , ভাইরাল ভিডিও!

পুরুলিয়া : চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ঘটে যাচ্ছিল বিরাট বিপত্তি। বড়সড় রেল দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এক  যাত্রী। অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিনি। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া রেল স্টেশনের। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা হড়কে যায় ৬৭ বছরের এক বৃদ্ধের। রেল পুলিশের  তৎপরতায় এড়ানো গিয়েছে বিপদ । ভাইরাল হয়েছে সেই সিসিটিভি ফুটেজ।

আরও পড়ুন: ঘণ্টা তিনেকেই ঝেঁপে আসছে …! ২ জেলায় মুষলধারে বৃষ্টি, বজ্রপাতে ফালাফালা আকাশ

সূত্র মারফত জানা গিয়েছে , বৃদ্ধের নাম রুদ্র সিং বাড়ি ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার গোলমুড়ি থানার নামদা বস্তিতে। তিনি তার স্ত্রীকে নিয়ে টাটা আসানসোল যাচ্ছিলেন। শুক্রবার সন্ধ্যে ৬ টা ১৫ নাগাদ ১৩৫১১ টাটানগর-আসানসোল ট্রেন, পুরুলিয়া স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে দাঁড়ালে ওই বৃদ্ধ ট্রেন থেকে নেমে কিছু খাবার কিনতে যান।

এর মধ্যেই ট্রেন ছেড়ে দেওয়ায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে তিনি ট্রেন ও প্লাটফর্মের পড়ে যান। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে পুরুলিয়া স্টেশনের রেল পুলিশ। তাকে উদ্ধার করার পর কিছুক্ষণ পর্যবেক্ষণে রেখে কাউন্সেলিং করা হয় ওই বৃদ্ধের। এরপর তাকে তার স্ত্রীর সঙ্গে অন্য ট্রেনে উঠিয়ে আসানসোল পাঠানো হয় রেল পুলিশের সহযোগিতায়।

আরও পড়ুন: গুরুতর অসুস্থ ষাঁড়, নিজের হাতে চিকিৎসা করছেন থানার আইসি, দেখলে বিশ্বাসই হবে না!

এ বিষয়ে এক রেল আধিকারিক জানান , চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ওই বৃদ্ধ পড়ে যাচ্ছিল। তৎক্ষণাৎ তাকে রেল পুলিশ উদ্ধার করে। তাকে প্রাথমিক সেবা করা হয়। ট্রেনে তার স্ত্রী ছিল তাকেও ট্রেন থেকে নামানো হয়। ‌ বৃদ্ধের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ার পর তাকে অন্য ট্রেনে আসানসোলে পাঠানো হয়।

চলন্ত ট্রেনে না ওঠার জন্য বারংবার সতর্ক করা হয় রেলের পক্ষ থেকে। তারপরেও মানুষের মধ্যে সচেতনতা অভাব পড়ছে। আর তাতেই এই ধরনের বিপদের সম্মুখীন হতে হচ্ছে। যদিও রেল পুলিশের তৎপরতায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল ওই রেলযাত্রী।

শর্মিষ্ঠা ব্যানার্জি