ফিরতি ডার্বিতে প্রথমবার মোহনবাগানকে হারানোর প্রতিজ্ঞা ইস্টবেঙ্গলের সিলভার

#কলকাতা: ইস্টবেঙ্গল দলটার প্রধান চালিকাশক্তি তিনি। একমাত্র বিদেশি যিনি প্রতিপক্ষ শিবিরকে চিন্তায় রাখতে পারেন। ফুটবল সম্রাট পেলের শহর মিনাস গেরাইসেই জন্ম ক্লেটন সিলভার। তাই কিংবদন্তির প্রয়াণ কিছুতেই মেনে নিতে পারছেন না ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান ফুটবলার। ঘুরেফিরে বারবার তাঁর কথাবার্তায় উঠে এসেছে পেলের স্মৃতিচারণ।

পাঁচতারা হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ক্লেটন বলছিলেন, বৃহস্পতিবার রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালে দুঃসংবাদ পাই। পেলে শুধু ব্রাজিলের নয়, গোটা বিশ্বের। তাঁর দেখানো পথ ধরেই নিজেকে উন্নত করতে চাই। আইএসএলের লিগ টেবিলে আট নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল।

আরও পড়ুন – আইপিএলের অর্ধেক নয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ! মুখ ঘুরিয়ে নিচ্ছে বিদেশি ক্রিকেটাররা

আর ক্লেটনের গোলের সংখ্যা আপাতত ৭। গোলদাতার তালিকায় যুগ্মভাবে শীর্ষে রয়েছেন তিনি। যদিও তাঁর লক্ষ্য, প্রথম ছয়ে লিগ শেষ করা। তাঁর সংযোজন, সর্বাধিক গোলদাতার থেকেও সুপার সিক্সে শেষ করতে পারলে খুশি হব। আগামী দু’টি ম্যাচ আমাদের কাছে গুরুত্বপূর্ণ।

বেঙ্গালুরু এফসি থেকে আসা এই ব্রাজিলিয়ানের চোখ ২৫ ফেব্রুয়ারি আইএসএলের দ্বিতীয় ডার্বির দিকে। বললেন, ফ্র্যাঞ্চাইজি লিগে এখনও পর্যন্ত এটিকে মোহন বাগানকে হারাতে পারিনি। তাই ওদের হারিয়ে আত্মবিশ্বাস গড়ে তোলার পথে হাঁটতে হবে। আশা করি, এবার ডার্বিতে তিন পয়েন্ট পাব।

ইস্টবেঙ্গল সমর্থকরাই ক্লেটনের প্রেরণা। গত ম্যাচে ক্লেটনের দু’গোলে বেঙ্গালুরু এফসি’কে হারিয়ে অক্সিজেন পেয়েছে লাল-হলুদ ব্রিগেড। এর মধ্যে ফ্রি-কিকে তাঁর দ্বিতীয় গোলটি সেরা গোলের আর্কাইভে স্থান পেয়েছে। এই প্রসঙ্গে ৩৫ বছর বয়সি এই স্ট্রাইকার বলেন, প্র্যাকটিসেই বারবার এমন ফ্রি-কিক মেরে নিজেকে ধারালো করেছি। লেফট উইঙ্গার নাওরেম মহেশ সিংয়ের সঙ্গে আমার খুব ভালো বোঝাপড়া। ও তুখোড় ড্রিবলার।

হতাশা বড় ম্যাচ জিতে কাটাতে চান তাঁরা। দীর্ঘমেয়াদি চুক্তি হওয়া লাল-হলুদ রক্ষণের স্তম্ভ মিজোরামের লালচুননঙ্গা বলছেন, ওদের পেত্রাতোস, লিস্টন ও আশিক কুরুনিয়ন বিপজ্জনক ফুটবলার। তবে ইভান গঞ্জালেজের সঙ্গে আমার বোঝাপড়া ওদের থামানোর পক্ষে যথেষ্ট।

ইস্টবেঙ্গল কোচ স্টিফেন অবশ্য মনে করেন ছেলেদের মাঠে আরও ধারাবাহিক থাকতে হবে। হাতে রয়েছে দুদিন সময়। তারপর খেলতে হবে ওড়িশার বিরুদ্ধে। শনিবারের ওই ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে লাল হলুদ।