‘পুলিশ রক্ত দিয়েছে, রক্ত নেয়নি’! আরজি কর কাণ্ডে পুলিশের ভূয়সী প্রংশসা করলেন মমতা

Mamata Banerjee: ‘পুলিশ রক্ত দিয়েছে, রক্ত নেয়নি’! আরজি কর কাণ্ডে পুলিশের ভূয়সী প্রংশসা করলেন মমতা

কলকাতা: সোমবার প্রশাসনিক বৈঠক করলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। বৈঠকে পুলিশ কর্তাদের একাধিক নির্দেশ দিলেন মুখ‍্যমন্ত্রী। পাশাপাশি, এদিনের বৈঠকে আরজি করের ঘটনায় পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।

আরজি কর কাণ্ডে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। এবার সেই প্রসঙ্গে মুখ‍্যমন্ত্রী বলেন, ‘‘ওইটুকু সময়ের মধ্যে পুলিশ যা তদন্ত করার করেছে। সব তদন্ত রিপোর্ট বলা যায় না।’’ মুখ‍্যমন্ত্রীর কথায়, ‘‘আমি খুশি বাংলার পুলিশ আন্দোলনে কিছু করেনি। এখানে যত আন্দোলন হয়েছে অনুমতি নেওয়া হয়নি। সুপ্রিম কোর্ট বলেছে আমিও বলছি আপনারা কাজে যোগ দিন। আপনারা যদি কথা বলতে চান ৫-১০ জন আসুন আসতেই পারেন। আপনারা স্বাস্থ্য ভবনে গিয়েছিলেন, আপনাদের যে দাবি ছিল সব পূরণ করা হয়েছে।’’

আরও পড়ুন: ‘সোশ‍্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলতে হবে নির্যাতিতার সব ছবি’! কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

বৈঠকে মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বলেন, ‘‘আমাদের পুলিশ তো একজনকে ফাঁসির সাজা দিয়েছে। আমার কাছে আজ ও একটা মকুবের আবেদন এসেছিল। আমি না করে দিয়েছি। পুলিশের কাছে কোনও আবেদন আসছে না। পুলিশ রক্ত দিয়েছে কিন্তু কারও রক্ত নেয়নি। আমি তার জন্য পুলিশের প্রশংসা করি।’’

আরও পড়ুন:  ব্লাড সুগার কমাবে বাসি রুটি? সঙ্গে খেতে হবে এই জিনিস, পুরনো রুটিতেই কীভাবে কমবে ওজন? বাড়বে হজম? জেনে নিন

মুখ‍্যমন্ত্রী আরও জানান, ‘‘কলকাতা পুলিশ কমিশনার নিজের আমার কাছে ৭ দিন আগে পদত্যাগ করার জন্য এসেছিলো। আপনারা বলুন পুজোর সময়। এখন আইন শৃঙ্খলাকে দেখবে। একটু ধৈর্য ধরুন। আপনারা আমাকে ১০ টা দাবি করতে পারেন। ৫ টা হ‍্যাঁ করতে পারি, ৫ টা না করতে পারি।’’