কলকাতা: ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওষুধের দাম বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী এর দৃষ্টি আকর্ষণ করে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। চিঠিতে জীবন দায়ী ওষুধের দাম ৫০ শতাংশের কাছাকাছি বেড়েছে। প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে সংশ্লিষ্ট মন্ত্রককে তা বিবেচনা করা ও দাম কমানোর দাবি রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দীর্ঘ চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, আগামী ১৪ অক্টোবর ন্যাশানাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথোরিটি অফ ইন্ডিয়ার (এনপিপিএ) জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী দাম বাড়তে চলেছে একাধিক রোগের ওষুধের।মুখ্যমন্ত্রী চিঠিতে জানিয়েছেন, টিউবারকুলেসিস, অ্যাজমা, থ্যালাসেমিয়, সাইক্রিটিক কন্ডিশন (মানসিক রোগ), চোখের সমস্যা এবং অন্যান্য বেশ কিছু সংক্রমণের ক্ষেত্রেও প্রায় ৫০% বাড়তে চলেছে ওষুধের দাম।
আরও পড়ুন: বলুন তো বাথরুম এবং ওয়াশরুমের মধ্যে পার্থক্য কী? এক নয় কিন্ত মোটেই…৯৯%ই ভুল উত্তর দিয়েছেন
মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, ডায়াবেটিস, ব্লাড প্রেসার এবং অ্যান্টিবায়োটিকের-সহ বেশ কিছু ওষুধের দাম আগেই বেড়েছে। ফলে বার বার ওষুধের দাম বৃদ্ধির কারণে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। পাশপাশি ওষুধের দাম বৃদ্ধির ফলে রাজ্যের বাজেটেও এর প্রভাব পড়তে পারে বলে উল্লেখ্য করেছেন মুখ্যমন্ত্রী।
চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘ বলা বাহুল্য ওষুধের দাম বৃদ্ধি করলে পশ্চিমবঙ্গের মতো রাজ্য, যা রোগীদের বিনামূল্যে চিকিত্সা প্রদান করে, তাদের বাজেটের উপর বিশেষ প্রভাব পড়বে।’’ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উপরেও সরাসরি প্রভাব ফেলতে পারে ওষুধের দাম বৃদ্ধি, তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।