কমল হাসান এবং রাহুল গান্ধি৷ ছবি- কমল হাসানের এক্স হ্যান্ডেল থেকে নেওয়া

Lok Sabha elections 2024: অন্ধ্রে বন্ধু পেল বিজেপি, তামিলনাড়ুতে পাল্টা দিল কংগ্রেস! পদ্মের চিন্তা বাড়ালেন কমল

চেন্নাই: প্রত্যাশিত ভাবেই অন্ধ্রপ্রদেশে জোট বেঁধে লোকসভা নির্বাচনে লড়ার কথা ঘোষণা করল টিডিপি এবং বিজেপি৷ তবে অন্ধ্রপ্রদেশে যেদিন বিজেপি নিজেদের শক্তি বৃদ্ধি করল, সেদিনই তামিলনা়ড়ু নিয়ে অনেকটা নিশ্চিন্ত হয়ে গেল কংগ্রেসও৷ কারণ আগামী লোকসভা নির্বাচনের জন্য তামিলনাড়ুতে ডিএমকে-র সঙ্গে কংগ্রেসের আসন রফা চূড়ান্ত হয়ে গেল৷ তামিলনাড়ু বিরোধী দল এআইডিএমকে অবশ্য বিজেপির জোটসঙ্গী হিসেবেই পরিচিত৷

শুধু ডিএমকে নয়, তামিলনাড়ুতে কংগ্রেসের সঙ্গে কমল হাসানের দল এমএনএম-এর সঙ্গেও কংগ্রেসের  জোট রফা চূড়ান্ত হয়ে গিয়েছে৷ সূত্রের খবর, লোকসভা নির্বাচনে তামিলনাড়ুর দশটি আসনে লড়বে কংগ্রেস৷

আরও পড়ুন: নতুন ব্রিগেড! র‍্যাম্পে হেঁটে জনতার মাঝে যাবেন মমতা-অভিষেক… রবিবার শহর জুড়ে কড়া নিরাপত্তা

তবে কমল হাসান জানিয়েছেন, আগামী লোকসভা নির্বাচনে তাঁর দল প্রতিদ্বন্দ্বিতা করবে না৷ কিন্তু তামিলনাড়ুর ৩৯টি আসনেই কংগ্রেস-ডিএমকে জোটের সমর্থনে প্রচার করবেন তিনি৷ সূত্রের খবর, এই সমর্থনের বিনিময়ে ২০২৫ সালের রাজ্যসভা নির্বাচনে তামিলনাড়ু থেকে রাজ্যসভার একটি আসন পাবে কমল হাসানের দল এমএনএম৷

ডিএমকে ইতিমধ্যেই সিপিআই এবং সিপিএমকে দুটি করে আসন ছেড়েছে৷ একটি করে আসন ছাড়া হয়েছে ইন্ডিয়ান মুসলিম লিগ এবং কোঙ্গু দেসা মক্কল কাটচি-কে একটি করে আসন ছাড়া হয়েছে৷ এ ছাড়াও ভিদুথালাই চিরুথাইগল কাটচি দলকেও দুটি আসন ছেড়েছে ডিএমকে৷

২০১৯ সালের লোকসভা নির্বাচন এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে দুর্দান্ত ফল করেছিল ডিএমকে-কংগ্রেস জোট৷ এবারেও সেই লক্ষ্যেই কংগ্রেসের হাত ধরলেন ইন্ডিয়া জোটের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা এম কে স্ট্যালিন৷