২০ লক্ষ কোটির প্যাকেজের হিসেব এমনই, মজার ভিডিও-তে বোঝালেন কংগ্রেস নেতা

#নয়াদিল্লি: কুড়ি লক্ষ কোটির আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী৷ কিন্তু বিপুল অঙ্কের এই আর্থিক প্যাকেজের সরাসরি প্রভাব আমজনতার জীবনে কতখানি পড়বে, তা নিয়েই প্রশ্ন তুলছেন বিরোধীরা৷ এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা রকম ট্রোল, বিদ্রুপও নেহাত কম হচ্ছে না৷ অনেকেরই অভিযোগ, কুড়ি লক্ষ কোটির এই প্যাকেজ আসলে এক গোলকধাঁধার মতো৷ দিনের শেষে পরিযায়ী শ্রমিক এবং সাধারণ মানুষের প্রাপ্তি শূন্য৷ এরই মধ্যে সরকারের আর্থিক প্যাকেজকে ব্যঙ্গ করে একটি ট্যুইট করেছেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা৷

কংগ্রেস নেতা যে ট্যুইট করেছেন, তাতে একটি কাল্পনিক ভিডিও দেখানো হয়েছে৷ সেখানে দেখা যাচ্ছে, শিক্ষক ছাত্রীকে ২৮-কে ৭ দিয়ে ভাগ করতে বলছেন৷ হিসেব মতো এর ফল হওয়ার কথা ৪৷ কিন্তু ওই ছাত্রী ভাগ ফল বের করে ১৩৷ এর পর ছাত্রীকে ১৩-কে ৭ দিয়ে গুন করতে বলেন ওই শিক্ষক৷ তার ফলও ওই ছাত্রী বের করে ২৮৷ শেষ পর্যন্ত ৭ বার ১৩-কে যোগ করতে বলেন ওই শিক্ষক৷ তারও যোগ ফল ২৮ বের করে ওই ছাত্রী!

মজা করে রণদীপ সিং সুরজেওয়ালা ট্যুইটারে লিখেছেন, ‘প্রিয় দেশবাসী, আপনাদের জন্য আমাদের প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ২০ লক্ষ কোটির আর্থিক প্যাকেজ অনেকটাই এভাবেই বানিয়েছেন! তাই নয় কি? দেখুন আর জানুন!’