সুপ্রিম কোর্টের কড়া বার্তা বাবা রামদেবকে৷

Patanjali Ayurved: পণ্যের বড় বিজ্ঞাপনের মতোই কি ক্ষমাপত্রের বিজ্ঞাপন? রামদেবকে ভর্ৎসনা করল আদালত

নয়াদিল্লি: পণ্যের বিজ্ঞাপনে মিথ্যে বলে সাধারণ মানুষকে ভুল পথে চালিত করার অভিযোগ উঠেছিল অনেকদিন আগেই৷ সেই নিয়ে রামদেবের সংস্থা পতঞ্জলিকে একাধিক কড়া কথা শুনিয়েছে আদালত৷ তবে এ বার আদালতে প্রশ্ন উঠল, যত বড় বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, তত বড় ক্ষমাপত্র কী ছাপা হয়েছে?আদালত এ বার প্রশ্ন করল পতঞ্জলিকে৷

পতঞ্জলির বিরুদ্ধে মামলা হওয়ার পর ভুয়ো বিজ্ঞাপন দেওয়া নিয়ে নতুন আর একটি বিজ্ঞাপন দিয়ে বিষয়টি স্পষ্ট করার কথা বলেছিল আদালত৷ মঙ্গলবার সেই বিজ্ঞাপন দেওয়া হয়৷ মঙ্গলবার বাবা রামদেব ও সেই সংস্থার প্রধান বালাকৃষ্ণের আদালতে হাজির হওয়ারও কথা ছিল৷ সেখানেই আদালত এই প্রশ্ন তোলে যে সাধারণ বিজ্ঞাপনের মতো ক্ষমাপ্রার্থনাও কী পাতাজোড়া বিজ্ঞাপন দিয়ে করা হয়েছে৷

আরও পড়ুন –  এ যুগের নস্ত্রাদামুস, ব্রাজিলের জ্যোতিষির কথা ফলে অক্ষরে অক্ষরে, ২০২৪ নিয়ে দিলেন চরম বার্তা

আদালতে পতঞ্জলির পক্ষ থেকে বলা হয়েছে, আরও একটি বিজ্ঞাপন প্রকাশ করা হবে, সেটি আরও বড় আকারে ক্ষমাপ্রার্থনার জন্যই প্রকাশ করা হবে৷ সেই সময়েই বিচারপতি কোহলি বলেন, ‘আমি এই ক্ষমাপ্রার্থনার বিজ্ঞাপনের সাইজ বা আকারটি দেখতে চাই৷ দেখতে চাই দ্রব্যের বিজ্ঞাপনের আকারের মতোই এই বিজ্ঞাপনের আকার কি না৷’ পাশাপাশি এদিন আদালত আশঙ্কা প্রকাশ করে বলে, ‘এই সমস্ত বিষয়গুলির মধ্যে জড়িয়ে রয়েছে শিশু, সদ্যোজাত, মহিলাদের স্বাস্থ্যের প্রসঙ্গ৷ কেন্দ্রীয় সরকারের উচিত এই বিষয়ে বক্তব্য স্পষ্ট করা৷’