Tag Archives: Baba Ramdev

14 Patanjali Products’ License Cancelled: পতঞ্জলির ১৪টি পণ্যের লাইসেন্স বাতিল, রামদেবের বিরুদ্ধে ফৌজদারি মামলা, বাতিলের তালিকায় কী কী?

উত্তরাখণ্ড: পতঞ্জলির ১৪টি পণ্যের লাইসেন্স বাতিল করল উত্তরাখণ্ড সরকার। শুধু তাই নয়, পতঞ্জলির দুই কর্তা রামদেব এবং আচার্য বালকৃষ্ণের বিরুদ্ধে দায়ের হয়েছে ফৌজদারি অভিযোগ। বাতিল হওয়া ১৪টি পণ্যের মধ্যে ১৩টি পণ্যই পতঞ্জলির দিব্য যোগ ফার্মেসির।

আরও পড়ুন: বৌদিকে ধর্ষণ দেওরের, শুনে স্ত্রীকে দুষে স্বামী বললেন, ‘তুমি আমার বৌ না’

বাতিল হওয়া পণ্যগুলির তালিকায় রয়েছে দৃষ্টি আই ড্রপ, শ্বাসারি গোল্ড, শ্বাসারী ভাটি, দিব্য ব্রঙ্কম, শ্বাসারি প্রবাহী, শ্বাসারি আভালেহ, মুক্ত ভাটি এক্সট্রা পাওয়ার, লিপিডম, বিপি গ্রিট, মধুগ্রিত, মধুনাশিনী ভাটি এক্সট্রা পাওয়ার, লিভামৃত অ্যাডভান্স এবং লিভোগ্রিট গোল্ড। এছাড়াও বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জন্য উত্তরাখণ্ডের লাইসেন্সিং অথারিটি ড্রাগস অ্যান্ড ম্যাজিক রেমেডিস অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে পতঞ্জলির বিরুদ্ধে দায়ের হয়েছে ফৌজদারি মামালা।

আরও পড়ুন: অমিত শাহের ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ, তেলঙ্গনার মুখ্যমন্ত্রীকে তলব করল দিল্লি পুলিশ

পতঞ্জলির বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিয়ে এমনিতেই চাপে রয়েছেন পতঞ্জলির দুই কর্তা বাবা রামদেব এবং বালকৃষ্ণ। সুপ্রিম কোর্টে এই বিষয়ে একটি মামলা চলছে যেখানে বার বার ভর্ৎসনা করে হয়েছে পতঞ্জিলকে, আদালতে রামদেব এবং বালকৃষ্ণ নিঃশর্ত ভাবে ক্ষমা চেয়েও রেহাই পাননি। ২৪ এপ্রিল সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জনগণের কাছে ক্ষমা চান রামদেব এবং বালকৃষ্ণ। শুধু তাই নয়, আদালতে সমালোচিত হয় উত্তরাখণ্ডের লাইসেন্সিং কর্তৃপক্ষও। এর মধ্যেই উত্তরাখণ্ড সরকারের এই পদক্ষেপ আরও চাপে ফেলল পতঞ্জলিকে।

Patanjali Ayurved: পণ্যের বড় বিজ্ঞাপনের মতোই কি ক্ষমাপত্রের বিজ্ঞাপন? রামদেবকে ভর্ৎসনা করল আদালত

নয়াদিল্লি: পণ্যের বিজ্ঞাপনে মিথ্যে বলে সাধারণ মানুষকে ভুল পথে চালিত করার অভিযোগ উঠেছিল অনেকদিন আগেই৷ সেই নিয়ে রামদেবের সংস্থা পতঞ্জলিকে একাধিক কড়া কথা শুনিয়েছে আদালত৷ তবে এ বার আদালতে প্রশ্ন উঠল, যত বড় বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, তত বড় ক্ষমাপত্র কী ছাপা হয়েছে?আদালত এ বার প্রশ্ন করল পতঞ্জলিকে৷

পতঞ্জলির বিরুদ্ধে মামলা হওয়ার পর ভুয়ো বিজ্ঞাপন দেওয়া নিয়ে নতুন আর একটি বিজ্ঞাপন দিয়ে বিষয়টি স্পষ্ট করার কথা বলেছিল আদালত৷ মঙ্গলবার সেই বিজ্ঞাপন দেওয়া হয়৷ মঙ্গলবার বাবা রামদেব ও সেই সংস্থার প্রধান বালাকৃষ্ণের আদালতে হাজির হওয়ারও কথা ছিল৷ সেখানেই আদালত এই প্রশ্ন তোলে যে সাধারণ বিজ্ঞাপনের মতো ক্ষমাপ্রার্থনাও কী পাতাজোড়া বিজ্ঞাপন দিয়ে করা হয়েছে৷

আরও পড়ুন –  এ যুগের নস্ত্রাদামুস, ব্রাজিলের জ্যোতিষির কথা ফলে অক্ষরে অক্ষরে, ২০২৪ নিয়ে দিলেন চরম বার্তা

আদালতে পতঞ্জলির পক্ষ থেকে বলা হয়েছে, আরও একটি বিজ্ঞাপন প্রকাশ করা হবে, সেটি আরও বড় আকারে ক্ষমাপ্রার্থনার জন্যই প্রকাশ করা হবে৷ সেই সময়েই বিচারপতি কোহলি বলেন, ‘আমি এই ক্ষমাপ্রার্থনার বিজ্ঞাপনের সাইজ বা আকারটি দেখতে চাই৷ দেখতে চাই দ্রব্যের বিজ্ঞাপনের আকারের মতোই এই বিজ্ঞাপনের আকার কি না৷’ পাশাপাশি এদিন আদালত আশঙ্কা প্রকাশ করে বলে, ‘এই সমস্ত বিষয়গুলির মধ্যে জড়িয়ে রয়েছে শিশু, সদ্যোজাত, মহিলাদের স্বাস্থ্যের প্রসঙ্গ৷ কেন্দ্রীয় সরকারের উচিত এই বিষয়ে বক্তব্য স্পষ্ট করা৷’

Patanjali Misleading Ads Case: পতঞ্জলির ‘মিথ্যে বিজ্ঞাপন’ মামলায় আরও চাপে রামদেব, ক্ষমাপ্রার্থনায় সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: পতঞ্জলি আয়ুর্বেদ সংস্থার ‘বিভ্রান্তিকর এবং মিথ্যা’ বিজ্ঞাপনী মামলায় আরও চাপে যোগগুরু রামদেব। মঙ্গলবার সুপ্রিম কোর্টের কাছে হলফনামা দাখিল করে নিঃশর্ত ক্ষমা চান যোগগুরু রামদেব। কিন্তু ক্ষমাপ্রার্থনায় সন্তুষ্ট নন, জানিয়েছে বিচারপতি হিমা কোহলি এবং আহসানউদ্দিন আমানুল্লাহর বেঞ্চ। এই হলফনামাকে শুধু কাগজের টুকরো বলে মন্তব্য করেন বিচারপতি হিমা কোহলি।

মঙ্গলবার ক্ষমাপ্রার্থনা করেন রামদেবের সহযোগী, পতঞ্জলির ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালকৃষ্ণও। কিন্তু সেই ক্ষমা চাওয়াকে প্রচার পাওয়ার চেষ্টা বলে পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। শীর্ষ আদালতে দাখিল করা দুটি পৃথক হলফনামায়, রামদেব এবং বালকৃষ্ণ গত বছরের ২১ নভেম্বর সুপ্রিম কোর্টের আদেশে রেকর্ড করা ‘বিবৃতি লঙ্ঘনের’ জন্য ক্ষমাপ্রার্থনা করেছেন।

আরও পড়ুন: ১২৪ বছরের জন্মদিন পালন, ১৯০০ সালে জন্ম বিশ্বের প্রবীণতম নাগরিক কি ইনি? বিশ্বজুড়ে শোরগোল

সুপ্রিম কোর্টে দাখিল করা হলফনামায়, রামদেব জানিয়েছেন, “আমি বিজ্ঞাপনের ইস্যুতে আমার নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা করছি ৷ পতঞ্জলির আইনজীবীর বক্তব্যের পরে ঘটেছিল যা নভেম্বরের আদেশে রেকর্ড করা হয়েছিল। আমাকে জানানো হয়েছে এক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে।” তিনি আরও বলেন, “আমি এই ত্রুটির জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং আমি আদালতকে আশ্বস্ত করতে চাইছি, এর পুনরাবৃত্তি হবে না৷” এরপরই রামদেব লিখেছেন, “আমি রেকর্ড করা বিবৃতি লঙ্ঘনের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি।”

আরও পড়ুন: ‘তোর দ্বারা কিচ্ছু হবে না’! সন্তানকে এই কথাগুলি বলার আগে ১০০ বার ভাবুন, মারাত্মক ক্ষতি হতে পারে

বুধবার এই মামলায় আদালত স্পষ্ট জানিয়ে দেয়, এই হলফনামায় আদৌ সন্তুষ্ট নয় কোর্ট। কারণ, এটি আদালতে পেশের আগেই সংবাদমাধ্যমে প্রচার করা হয়েছে। আদালতের পর্যবেক্ষণ, রামদেবরা আসলে ক্ষমা চাওয়ার থেকে প্রচারে আগ্রহী। বিচারপতিরা উল্লেখ করেন, মঙ্গলবার সন্ধে সাড়ে ৭টা অবধি আদালতের কাছে নতুন হলফনামা পেশ করা হয়নি। বরং তা পৌঁছে গিয়েছে মিডিয়ার কাছে। এর থেকেই স্পষ্ট এঁরা প্রচারেই আগ্রহী।

Supreme court on Baba Ramdev: হাসি মুখে পতঞ্জলির প্রচার! বিরাট বিপাকে বাবা রামদেব, হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: বড়সড় বিপাকে যোগগুরু বাবা রামদেব এবং পতঞ্জলি সংস্থার ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালকৃষ্ণ৷ বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচারের অভিযোগে সুপ্রিম কোর্টে চলতে থাকা মামলায় নিঃশর্তে ক্ষমা চেয়েও সুবিধা করতে পারলেন পতঞ্জলির দুই শীর্ষ কর্তা৷ বরং সর্বোচ্চ আদালত কঠোর পদক্ষেপের জন্য দু জনকেই তৈরি থাকতে পরামর্শ দিয়েছে৷

এ দিন শীর্ষ আদালত সরাসরি জানিয়ে দিয়েছে, রামদেব এবং বালকৃষ্ণ নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলেও তাতে বিচারপতিরা সন্তুষ্ট নন৷ পতঞ্জলির বেপরোয়া মনোভাবের তীব্র সমালোচনা করে বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি এহসানুদ্দিন আমাহাদুল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, শুধু সুপ্রিম কোর্ট নয়, দেশের যে কোনও আদালতের নির্দেশকেই প্রত্যেককে সম্মান করতেই হবে৷ বাবা রামদেব এবং আচার্য বালাকৃষ্ণের বিরুদ্ধে অভিযোগ, শীর্ষ আদালত নির্দেশ দেওয়া সত্ত্বেও তাঁরা যথাযথ ভাবে আদালতে হলফনামা জমা করেননি৷

আরও পড়ুন: তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের স্বামীকে পদ থেকে সরাল কমিশন, ভোটের আগেই বড় পদক্ষেপ

মঙ্গলবার শীর্ষ আদালতে সশরীরে উপস্থিত ছিলেন বাবা রামদেব এবং তাঁর সহযোগী আচার্য বালাকৃষ্ণ৷ তাঁদের সামনেই দুই বিচারপতি প্রশ্ন তোলেন, কোভিডের সময় যখন পতঞ্জলির পক্ষ থেকে প্রচার করা হচ্ছিল যে অ্যালাপাথি চিকিৎসায় কোভি়ড সংক্রমণ সারে না, তখন কেন কেন্দ্রীয় সরকার চোখ বন্ধ করে বসেছিল?

গত ১৯ মার্চ রামদেব এবং বালাকৃষ্ণকে সশরীরে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত৷ পতঞ্জলির বিভিন্ন বিজ্ঞাপনে তাদের সংস্থার বিভিন্ন পণ্যের রোগ নিরাময়ে কার্যকারিতা সম্পর্কে যে দাবি করা হয়, সেই সংক্রান্ত মামলাতেই এই নির্দেশ দিয়েছিল আদালত৷ যেহেতু পতঞ্জলির বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে বাবা রামদেবকে দেখা যায় এবং তিনি ওই সমস্ত পণ্যের হয়ে প্রচার করেন, সেই কারণে তাঁকেও নোটিস পাঠানো হয়৷ এ দিন মামলার শুনানি চলাকালীন দুই বিচারপতি পর্যবেক্ষণে জানান, পতঞ্জলির বিজ্ঞাপনগুলি দেশের আইনের পরিপন্থী৷

শেষ পর্যন্ত অবশ্য বাবা রামদেব এবং আচার্য বালাকৃষ্ণের আইনজীবীদের বারংবার অনুরোধের পর পতঞ্জলিকে যথাযথ হলফনামা জমা দেওয়ার জন্য আরও এক সপ্তাহ সময় দিয়েছে শীর্ষ আদালত৷ মামলার পরবর্তী শুনানি আগামী ১০ এপ্রিল৷ ওই দিনও বাবা রামদেব এবং আচার্য বালাকৃষ্ণকে আদালতে উপস্থিত থাকতে হবে৷

Baba Ramdev : ভাঙবেন তবু মচকাবেন না! ‘অ্যালোপাথি কাজ করলে চিকিৎসকেরা কেন অসুস্থ হন?’ ফের স্বমহিমায় রামদেব!

 

#নয়াদিল্লি : ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই অ্যাল্যোপ্যাথি (Allopathy Medicines) ওষুধের কার্যকারিতা নিয়ে আবারও প্রশ্ন তুললেন যোগগুরু রামদেব (Baba Ramdev)। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (Indian Medical Associations) (আইএমএ) এবং ওষুধ সংস্থাগুলির উদ্দেশে প্রশ্ন ছুড়লেন, ‘অ্যালোপাথি যদি সর্বশক্তিমান এবং সর্বগুণ সম্পন্ন হয়, তাহলে অ্যালোপাথির চিকিৎসকদের অসুস্থ হওয়ার কথা নয়?’ এর আগেই ‘অ্যাল্যোপ্যাথি ওষুধ’ নিয়ে বিতর্কিত মন্তব্য প্রত্যাহার করেছিলেন বাবা রামদেব।

সোমবার টুইটারে ২৫ টি প্রশ্ন পোস্ট করেন রামদেব। প্রশ্ন করেন, ‘থাইরয়েড, কোলাইটিস এবং অ্যাসমার জন্য ওষুধ সংস্থাগুলির কোনও নির্দিষ্ট চিকিৎসা আছে?’ লিভার সিরোসিসের মতো রোগের চিকিৎসা আছে কিনা, জানতে চান রামদেব। জানতে চান, অ্যালোপাথি চিকিৎসা পদ্ধতির কাছে বয়স কমানোর, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানো, বন্ধ্যাত্বের মতো বিষয়ের কোনও উত্তর আছে কিনা। বলেন, ‘যেমনভাবে আপনারা টিবি এবং চিকেন পক্স সারিয়ে তোলার উপায় বের করেছেন, পাকস্থলীর জন্য চিকিৎসারও খুঁজে বের করুন। শেষপর্যন্ত অ্যালোপাথি তো ২০০ বছরের বেশি সময় ধরে চলছে।’ সঙ্গে বলেন, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস থেকে কি মুক্তি দিতে পারে অ্যালোপাথি ওষুধ?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রামদেবের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। সেই ভিডিয়ো নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়। ভিডিয়োটি তুলে ধরে গত শনিবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (আইএমএ) তরফে অভিযোগ করা হয়, অ্যালোপাথিকে ‘বোকা বিজ্ঞান’ বলেছেন রামদেব। ভাইরাল সেই ভিডিওতে দেখা যায় অনেকের সঙ্গে যোগাসন করছেন রামদেব। আর তা করতে করতে চিকিৎসকদের নিয়ে ঠাট্টা করেছেন। বলছেন, ‘তৃতীয়জন বলল ডাক্তার হব। এক হাজার ডাক্তারতো করোনার দ্বিতীয় ডোজ নিয়ে নিয়েছে। গতকালের খবরেই তা জানতে পেরেছি। কিন্তু, যারা নিজেদেরই বাঁচাতে পারে না, তারা কেমন ডাক্তার।’

অভিযোগ এই ধরণের তির্যক মন্তব্যের পাশাপাশি রেমডেসিভির, ফ্যাবি ফ্লু-সহ ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার অনুমোদিত বিভিন্ন ওষুধ করোনাভাইরাসের চিকিৎসা ব্যর্থ হয়েছে বলে দাবি করেন রামদেব। ‘অ্যালোপাথি ওষুধ নিয়ে লাখ লাখ রোগী মারা যাচ্ছেন’ বলেও দাবি করেন। সেই ‘অশিক্ষিত’ মন্তব্যের জন্য রামদেবের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে আর্জি জানায় দেশের চিকিৎসকদের সর্বোচ্চ সংগঠন।b

গেরুয়া কৌপিন পরেই বিন্দাস সাইকেল চালাচ্ছিলেন রামদেব, তারপর গেলেন পড়ে, ভিডিও ভাইরাল

#নয়াদিল্লি: রামদেব- এই নাম নিয়ে সারা ভারতেই প্রচুর আলোচনা হয়৷ কেউ পছন্দ করেন আবার কেউ অপছন্দ করেন -কিন্তু কেউ অগ্রাহ্য করতে পারেন না৷ তাঁর বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ থেকে বিপনণ সামগ্রী কখনও আবার তাঁর যোগব্যায়াম৷ বিভিন্ন সময়ে বিভিন্ন ভিডিও ভাইরাল হয়৷

সম্প্রতি করোনিল নিয়েও  সংবাদ মাধ্যমের শিরোনামে এসেছে৷ রামদেবের নাম নিয়ে কিছু হওয়া মানেই তা শিরোনাম হওয়া পাক্কা৷  তারমধ্যে ভার্চুয়াল মিডিয়ামেও তার জনপ্রিয়তা তুঙ্গে৷

তবে সম্প্রতি নেটিজেনদের মধ্যে বাবা রামদেবের একটি ভিডিও ভাইরাল হয়েছে৷ সোজা কথায় আবার নেট পাড়ায় তিনি ভাইরাল৷ ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, বৃষ্টিভেজা বাগানের রাস্তায় সাইকেল চালাচ্ছেন রামদেব। সাইকেলটি বেশ আধুনিক হলেও যোগগগুরুর পরণে ছিল সেই তাঁর চেনা গেরুয়া কৌপিন ও উত্তরীয়৷ বেশ খানিকটা বিন্দাস গতিতেই সাইকেল চালাচ্ছিলেন৷ আসলে ফিটনেস ধরে রাখতে সাইক্লিং কতটা গুরুত্বপূর্ণ তা সকলেই অল্পবিস্তর জানে৷ কিন্তু বেশ খানিকটা সাবলীল সাইকেল চালানোর পর একটা বাঁকে হারিয়ে যায় নিয়ন্ত্রণ৷ এ বার সেখানেই গেলেন পড়ে গেলেন তিনি! দেখুন সেই ভিডিও

এই ঘটনাটি ঘটে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের লাইভ শো চলাকালীন৷ সাইকেল থেকে এইভাবে পড়ে যাওয়ার ভিডিও প্রকাশ্যে আসতেই তুমুল ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা  রসিকতায় ব্যস্ত হয়ে পড়েন৷