সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ ফাইল ছবি, পিটিআই

Sitaram Yechury health update: ভেন্টিলেশনেই রয়েছেন সীতারাম ইয়েচুরি, সিপিএম সাধারণ সম্পাদকের শারীরিক অবস্থা উদ্বেগজনক

নয়াদিল্লি: আশঙ্কাজনক অবস্থাতেই রয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ দিল্লির এইমস-এর আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন তিনি৷ ফুসফুসে সংক্রমণ নিয়ে গত বেশ কিছু দিন ধরেই এইমস-এ ভর্তি রয়েছেন ইয়েচুরি৷ কয়েকদিব চিকিৎসার পর ভেন্টিলেশনেই রাখতে হয়েছে তাঁকে৷

গত ১৯ অগাস্ট ফুসফুসের সংক্রমণ এবং জ্বর নিয়ে এইমসে ভর্তি করা হয় ইয়েচুরিকে৷ তার পর থেকে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি৷ যদিও অবস্থার অবনতি হওয়ায় গত কয়েকদিন ধরেই ভেন্টিলেশন সাপোর্টে রাখতে হয়েছে প্রবীণ ওই সিপিএম নেতাকে৷

আরও পড়ুন: শুক্র নয়, সোমবারই সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি! জানিয়ে দিল শীর্ষ আদালত

তবে সিপিএম সূত্রে খবর,  বৃহস্পতিবার সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থার সামান্য হলেও উন্নতি হয়েছে৷ এতদিন তাঁর ১০০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্ট প্রয়োজন হলেও বৃহস্পতিবার থেকে তার ভেন্টিলেশন সাপোর্ট কমিয়ে ৫০ শতাংশ করা হয়েছে৷

হাসপাতাল সূত্রে খবর, সিনিয়র চিকিৎসকদের একটি বিশেষ দল সীতারাম ইয়েচুরির চিকিৎসার দায়িত্বে রয়েছে৷ তবে সিপিএমের সাধারণ সম্পাদকের শারীরিক অবস্থা নিয়ে হাসপাতালের পক্ষ থেকে সরকারি ভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি৷