মেসির ছবির সামনে গিয়ে রোনাল্ডোর সেলিব্রেশন! কাটা ঘায়ে নুনের ছিটে পর্তুগিজ অধিনায়কের

#দোহা: ঘানার বিরুদ্ধে লড়াইটা কঠিন হবে পর্তুগালের জানা ছিল। কিন্তু এতটা রক্তচাপ বাড়িয়ে জয় পেতে হবে সেটা কেউ কল্পনা করেননি। ৩-২ গোলে পর্তুগালের জয় প্রমাণ করেছে কতটা লড়াই করেছে আফ্রিকার দলটি। ভাগ্য ভালো পর্তুগালের, শেষে গোল হজম করতে হয়নি। কিন্তু রোনাল্ডো যেমন প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি বিশ্বকাপে গোল করার রেকর্ড করেছেন, দেশের জার্সিতে ১১৮ আন্তর্জাতিক গোল করার জায়গায় গিয়েছেন, তেমনই একটি অদ্ভুত কান্ড ঘটিয়েছেন তিনি।

ঘানার বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করার পর মাঠের ধারেই ছিল লিওনেল মেসির একটি বিশাল আকার ছবি। সেখানে গিয়েই নিজের বিখ্যাত সিউ সেলিব্রেশন করেন রোনাল্ডো। বুঝিয়ে দেন তিনি আন্তর্জাতিক আঙ্গিনায় এগিয়ে চির প্রতিদ্বন্দ্বী মেসির থেকে। অনেকে বলছেন এটা স্বতঃস্ফূর্ত সেলিব্রেশন, রোনাল্ডো নাকি খেয়াল করেননি।

তবে অনেকেই মনে করছেন মাঠে এত জায়গা থাকতে ঠিক মেসির ছবির সামনেই সেলিব্রেশন করার জায়গা কেন বেছে নিলেন পর্তুগিজ তারকা? আসলে আর্জেন্টিনার হারে এবং মেসির পরাজয় রোনাল্ডো খুশি হন এটা নতুন নয়। পেশাদার ফুটবলার হিসেবে মুখে সেটা স্বীকার করেন না বুদ্ধিমান বলে।

তবে এরপর মেসির সমর্থকরা কি বলবেন জানা নেই। কিন্তু দুই মহারথীর মধ্যে ক্লাব ফুটবলের লড়াই অতীত হয়ে গেলেও, দেশের জার্সিতে বিশ্বকাপের মহামঞ্চেও যে এই লড়াই বিদ্যমান সেটা প্রমাণিত কাতারে। তবে রোনাল্ডো জানিয়েছেন পর্তুগালকে এই বিশ্বকাপে ভাল কিছু করতে হলে নিজেদের খেলার মান বাড়াতে হবে।

বিশেষ করে প্রথমার্ধ যে পর্তুগাল একেবারেই নিজেদের তুলে ধরতে পারেনি স্বীকার করে নিয়েছেন রোনাল্ডো। তবে অধিনায়ক হিসেবে তিনি আশাবাদী দক্ষিণ কোরিয়া এবং উরুগুয়ের বিরুদ্ধে তারা নিজেদের উন্নত করে নেবেন। টুর্নামেন্টের প্রথম ম্যাচ সব সময় কঠিন হয় মনে করিয়ে দিয়েছেন সিআর সেভেন।