FIFA World Cup 2022: ‘বুড়ো’ রোনাল্ডো হোক বা ‘খোকা’ রিচার্লসন -কথা নয় কাজেই জাত চেনান

#দোহা:  একজনের বয়স ৩৭, আরেক জনের বয়স ২৫৷ একজনের শেষ বিশ্বকাপ আরেক জনের সামনে অনেক পথ চলার বাকি৷ একজন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যজন রিচার্লসন ৷ গোটা ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে তুলে না নেওয়া অবধি হয়ত একটা পেনাল্টি অফিসিয়াল রেকর্ডে লেখা রয়েছে৷ কিন্তু সারা ম্যাচে তাঁর যে চেষ্টা তা কিন্তু মাঠে হাজির দর্শক থেকে টিভি -র দর্শক সকলেই মর্মে মর্মে বুঝেছেন৷

বিপক্ষের বক্সে গিয়ে একের পর এক হেডার৷ ৩৭ -এও তরুণ প্রতিপক্ষদের উঁচুতে লাফিয়ে উঠে বলে মাথা ঠেকানো যেন এক ফুটবল রূপকথাকে সামনে থেকে দেখা৷

 

আরও পড়ুন –  IND vs NZ: শ্রেয়সের ব্যাটে ঝকঝকে ৮০, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩০৬ রান ভারতের

 

সোশ্যাল মিডিয়ায় তাই ভাইরাল হতে সময় নেয়নি মোটেই৷

 

 

এদিকে সাঁয়তিরিশের মাঠে এখন বল দখলের খিদে যখন সকলের নজর কাড়ল ঠিক সেই সময়েই ব্রাজিলের তরুণ তুর্কি  রিচার্লসনের দুরন্ত গোল কেড়ে নিল লাইমলাইট৷ টটেনহ্যাম হস্পারের ফরোয়ার্ড ব্রাজিলের সম্প্রচারকারী চ্যানেলকে জানিয়েছে আমরা ভাল খেলেছি৷

 

আরও পড়ুন –  Neymar Injury: পায়ের চোট ‘ডিরেক্ট ট্রমা’ জানালেন ব্রাজিলের চিকিৎসক, নেইমারের চোট নিয়ে মুখ খুললেন তিতেও

 

এদিন তাঁর দুরন্ত গোল যাঁরা মিস করেছেন তাঁদের জন্য এই ভাইরাল ভিডিও রইল ৷

এখন সামনে আরও অনেক খেলা বাকি৷ অনেক তারকা ঝকঝক করবেন, কোনও তারকা হারিয়ে যাবেন, কোনও অনামী ফুটবলার তারকা হয়ে উঠবেন৷ এটাই ফুটবল বিশ্বকাপের সবচেয়ে মজা৷

এই মজার জন্যেই চার বছরের অপেক্ষা করতেও অসুবিধা হয় না সকলেরই ৷