ভাইরাল ভিডিওর একটি দৃশ্য।- ছবি- এক্স

Crocodile in Street: প্রকাশ্য দিবালোকে রাস্তায় হেঁটে বেড়াচ্ছে আস্ত কুমির! তারপরই… হাড়হিম করা ভিডিও ভাইরাল

লখনউ: রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সাবধান! আপনার সামনে কিন্তু চলে আসতে পারে প্রকাণ্ড এক কুমির! কি? অবাক হচ্ছেন? এমনই এক হাড়হিম করা দৃশ্যের সাক্ষী রইল উত্তরপ্রদেশের বীজনুর জেলার নাঙ্গেল সতি গ্রামে। এই দৃশ্য দেখা মাত্রই স্থানীয়রা তা দেখার জন্য ভিড় জমান। একটা সময় প্রায় গোটা গ্রাম ভেঙে পড়ে এই অবাক করা দৃশ্য দেখতে।
এই কুমিরটিকে স্থানীয়রা প্রথম দেখতে পান গত ৮ই অগাস্ট সকালে। এই অতিকায় প্রাণীর দেখা পাওয়া মাত্রই খবর যায় বন দফতরের কাছে।

কিন্তু, বাসিন্দাদের অভিযোগ সঙ্গে সঙ্গে খবর পাঠানোর পরেও বন আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছান দুই ঘণ্টা বাদে। ততক্ষণে কুমিরটি সারা গ্রামেই অবাধে ঘোরাফেরা করতে শুরু করে দিয়েছে।
এর মধ্যেই এক ব্যক্তি এই দৃশ্য ক্যামেরাবন্দি করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। এবং তা মুহূর্তেই ভাইরাল হয়। সোশ্যাল মিডিয়ার এক্সে এই ভিডিও ভাইরাল হয়েছে।

এই ভিডিওতে দেখা যায়, কুমিরটি বিনা বাধায় গোটা গ্রামের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। অনেকেই ওই কুমিরকে দেখে ভয় পালিয়ে যাচ্ছে। একটি কুকুর ওই প্রাণীটির দিকে সোজা এগিয়ে যায়। আবার এক ব্যক্তিকে দেখা যায় ওই কুমিরটিকে লাথি মারতে। কুমিরটিকে লাথি মেরে ওই ব্যক্তিকে উস্কানি দিতেও দেখা যায়। অনেককে আবার এই ঘটনার ভিডিও করতেও দেখা যায়।

আরও পড়ুন:  ‘বাথরুম পরিষ্কার কর’, ৬ বছরের দলিত শিশুকে ক্লাসে তালা দিয়ে চম্পট স্কুল শিক্ষিকা
সৌভাগ্যবশত, কিছুক্ষণ পরে বন দফতরের আধিকারিকরা ওই কুমিরটিকে পাকড়াও করে নিয়ে গেছে। এই ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা ছড়ায়। মন্তব্যের বন্যা বয়ে যায়।

সামাজিক মাধ্যম এক্সে একের পর এক মন্তব্যের ঝড় ওঠে। এক নেটাগরিক মন্তব্য করেন, “মানুষই আসল বন্য পশু, যারা এই কুমিরটিকে অযথা আঘাত করছে। এঁদের আইনের আওতায় আনা উচিত।” আর একজন লেখেন, “যিনি ওই কুমিরটিকে লাথি মারলেন তিনি যেন একদিন ওই কুমিরটির পেটে যান।”