হুগলি: ঘূর্ণিঝড়ের মত প্রাকৃতিক বিপর্যয়ে যোগাযোগ বিপর্যস্ত হলে হ্যাম রেডিও সেই কাজ করে। ওষুধ পৌঁছে দেওয়া থেকে যেকোনো প্রয়োজনে যোগাযোগ স্থাপন খুব জরুরি।টেলিফোন মোবাইল পরিষেবা থমকে যেতে পারে ঘূর্ণিঝড়ের প্রভাবে। স্যাটেলাইট ফোনও কাজ না করলে রেডিও ভরসা হয়ে দাঁড়ায়। তাই আরAএকটা সুপার সাইক্লোনের সময় প্রস্তুত হ্যাম রেডিও স্টেশন।
আরও পড়ুন: নতুন রূপে সেজে উঠছে সিউড়ি রেলস্টেশন! কত কোটি টাকা খরচ জানেন?
চুঁচুড়া কনকশালীর বাসিন্দা সৌরভ গোস্বামী তার বাড়িতে মিনি রেডিও স্টেশন তৈরি করেছেন। যেখান থেকে হ্যাম কমিউনিটির সদস্যদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন। বিপর্যয় মোকাবিকা দফতরের সঙ্গেও যোগাযোগ করেছেন। প্রশাসনের ডাক এলেই যে কোনওসময় প্রয়োজন হলেই পৌঁছে যাবেন সাহায্য করতে। পোর্টেবল রেডিও স্টেশন তৈরি করে সেখান থেকে যোগাযোগ স্থাপন করতে পারবেন।
আরও পড়ুন: না বনের ধার নয়, জলা জঙ্গলও নয়, একেবারে লোকজন সংলগ্ন এলাকায় ২০ কেজির মেগা সাপ
সৌরভ বলেন, হ্যাম রেডিওর মাধ্যমে আমরা স্বেচ্ছাসেবকের কাজ করি। সরকার প্রয়োজনে আমাদের সাহায্য নেয়। দেশের যেকোনো জায়গায় শুধু নয় পৃথিবীর যেকোনো প্রান্তে হ্যাম রেডিওর ব্যাপ্তি। প্রাকৃতিক দূর্যোগ হলে অনেক বেশি সময় ধরে আবহাওয়া খারাপ থাকে। সেই সময় হ্যাম রেডিও খুব কার্যকরী। হ্যাম রেডিও চালাতে কোনও খরচ হয়না। আমাদের যারা সহকর্মী আছেন বিভিন্ন জায়গায় তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে। প্রয়োজন হলেই সাহায্যের হাত বাড়িতে দিতে হবে তার জন্য প্রস্তুত আছি আমরা।
রাহী হালদার