দেশ Dana Cyclone Live Update: আর কয়েকঘণ্টা… শক্তি বাড়িয়ে আরও কাছে ‘দানা’, জেনে নিন এখন কোথায়? কতক্ষণে প্রবেশ করবে স্থলপথে? রইল বিরাট আপডেট Gallery October 24, 2024 Bangla Digital Desk শক্তি বাড়িয়ে ক্রমশ উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’। ২৪ অক্টোবর বৃহস্পতিবার রাত থেকে পরের দিন শুক্রবার সকালের মধ্যে তার সম্ভাব্য ‘ল্যান্ডফল’ হতে পারে। প্রতীকী ছবি ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়ার সময়ে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাস প্রবল থেকে প্রবলতর হতে পারে। সেই বিষয়েই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। ঢেউয়ের উচ্চতা পৌঁছাতে পারে সর্বোচ্চ ১৪ ফুটেরও বেশি! প্রতীকী ছবি সমুদ্রের মধ্যে প্রতি ঘণ্টায় ১৩ কিমি প্রতি ঘণ্টা বেগে উপকূলের দিকে এগোচ্ছে ‘দানা’। ঘূর্ণিঝড়ের গতিমুখ উত্তর ও উত্তর পশ্চিম দিকে৷ ২৪ অক্টোবর, বুধবার রাতেই ‘দানা’ শক্তি বৃদ্ধি করে শক্তিশালী ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে৷ প্রতীকী ছবি আবহাওয়া দফতরের পাওয়া শেষ খবর অনুযায়ী, এই মূহুর্তে ঘূর্ণিঝড় ‘দানা’ পারাদ্বীপ থেকে মাত্র ১৮০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে৷ ধামারা থেকে ২৮০ কিলোমিটার ও সাগর দ্বীপ থেকে ২৭০ কিলোমিটার দূরে এর অবস্থান৷ প্রতীকী ছবি আবহবিদেরা জানিয়েছেন, ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে আছড়ে পড়তে পারে এই সিভিয়ার সাইক্লোন ‘দানা’৷ স্থলভাগে প্রবেশ করার সময় ঝড়ের সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার৷ তুমুল ক্ষয়ক্ষতির সম্মুখে পড়তে পারে উপকূল অঞ্চলের মানুষেরা৷ ইতিমধ্যেই পুরী,গোপালপুর-সহ একাধিক সমুদ্র সৈকত ফাঁকা করে দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রতীকী ছবি। বাংলাতেও উপকূল বর্তী অঞ্চল বিশেষ করে পূর্ব মেদিনীপুরেও বিশেষ ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে৷ এই কারণে ইতিমধ্যেই বাংলায় প্রায় ১.৫ লাখ মানুষকে স্থানান্তরিত করা হয়েছে৷ কলকাতাতেও কালো মেঘে ঢেকে গিয়েছে৷ দানা স্থলভাগে প্রবেশ করার পর থেকে ক্রমশ তার শক্তি হারাবে৷ কলকাতাতে ঝড়ের সর্বোচ্চ গতি হতে পারে প্রায় প্রতি ঘণ্টায় ৮০ কিলোমিটার৷ প্রতীকী ছবি