কলকাতা Cyclone Dana update: বাতিল ১৬০টি লোকাল! ঘূর্ণিঝড় দানার ভয়ে শিয়ালদহ থেকে ছাড়বে না ট্রেন, বড় ঘোষণা রেলের Gallery October 22, 2024 Bangla Digital Desk ঘূর্ণিঝড় দানার জেরে বড়সড় প্রভাব পড়তে চলেছে শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেন চলাচলে৷ ঘূর্ণিঝড়ের সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা মাথায় রেখে প্রায় ১৬০টি লোকাল ট্রেন বাতিল করার ঘোষণা করল পূর্ব রেল৷ পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, শিয়ালদহ দক্ষিণ শাখায় শিয়ালদহ স্টেশন থেকে ২৪.১০.২৪ (বৃহস্পতিবার) রাত থেকে পরের দিন ২৫ তারিখ সকাল ১০টা পর্যন্ত কোনও লোকাল ট্রেন ছাড়বে না৷ একই ভাবে দক্ষিণ শাখায় শিয়ালদহ মুখী ট্রেন চলাচলও ২৪ তারিখ সন্ধে ৭টা পর বন্ধ হয়ে যাবে৷ পরের দিন, শুক্রবার ২৫ অক্টোবর সকাল ৯টা পর্যন্ত শিয়ালদহমুখী ট্রেন চলাচল বন্ধ থাকবে৷ এ ছাড়াও শিয়ালদহ মেন লাইনের বারাসত-হাসনাবাদ শাখাতেও ২৪ অক্টোবর, বৃহস্পতিবার রাত ৮টা থেকে পরের দিন শুক্রবার, ২৫ অক্টোবর সকাল ১০টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে৷ শুধু লোকাল ট্রেনই নয়, দানা জেরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাওড়া, শিয়ালদহ, শালিমার, সাঁতরাগাছির মতো স্টেশন থেকে ২৩, ২৪ এবং ২৫ অক্টোবর বহু এক্সপ্রেস এবং মেল ট্রেনও বাতিল করা হয়েছে৷