আবহবিদেরা জানিয়েছেন, ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে আছড়ে পড়তে পারে এই সিভিয়ার সাইক্লোন ‘দানা’৷ স্থলভাগে প্রবেশ করার সময় ঝড়ের সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার৷

Cyclone Dana: ‘দানা’র আতঙ্ক, পুরী ছাড়ছেন পর্যটকরা, ত্রাণ শিবিরে উপকূল এলাকার বাসিন্দারা

‘দানা’র আতঙ্ক, পুরী ছাড়ছেন পর্যটকরা, ত্রাণ শিবিরে উপকূল এলাকার বাসিন্দারা। শক্তি বাড়াচ্ছে সাইক্লোন ‘দানা’। এই মুহূর্তে পারাদীপ থেকে ৪৯০ কিলোমিটার, ধামরা থেকে ৫২০ কিমি এবং সাগরদ্বীপ থেকে ৫৭০ কিমি দূরে রয়েছে। বুধবার মধ্যরাত্রি থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে গতিবেগ আরও বাড়বে। এখনও পর্যন্ত যা পূর্বাভাস, তাতে পুরী এবং সাগরদ্বীপের মধ্যে ভিতরকণিকা এবং ধামরা পোর্ট এলাকায় ল্যান্ডফল হতে পারে। ঝড়ের গতিবেগ সর্বোচ্চ হতে পারে ১২০ কিমি প্রতি ঘণ্টা। পশ্চিমবঙ্গের সমুদ্র তীরবর্তী জেলা, হাওড়া, হুগলীতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনায় ভরা কোটালের জেরে প্রবল জলোচ্ছ্বাস।সাইক্লোন যখন আসবে তখন হাওড়া, হুগলিতে বাতাসের গতিবেগ হতে পারে ৭০-৭৫ কিমি।