দক্ষিণবঙ্গ Weather Update: নিম্নচাপ পরিণত গভীর নিম্নচাপে! ‘দানা’র দাপটে কখন থেকে শুরু প্রবল বৃষ্টি… কলকাতায় কত বেগে বইতে পারে ঘূর্ণিঝড় Gallery October 22, 2024 Bangla Digital Desk পূর্ব পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। সাগরদ্বীপ থেকে প্রায় ৭৫০ কিলোমিটার দূরে রয়েছে। বুধবার সকালেই দানা বাঁধবে ঘূর্ণিঝড় ‘দানা’। তেমনই জানাল আবহাওয়া দফতর। তারপর এটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে দিকে যাবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। ২৪ তারিখ তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তবে ঝড়ের দাপটে প্রবল বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। ২৩ তারিখ সন্ধ্যা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টিপাত হবে। ২৪ তারিখ দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতায় অতিভারী বৃষ্টিপাত হবে । ২৫ তারিখ বাঁকুড়া, হাওড়া, হুগলি অতিভারী বৃষ্টিপাত হবে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকাতে ২৪ তারিখ সন্ধ্যা পর হাওয়ার গতিবেগ ১১০ কিলোমিটার থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ঝড়ের গতিবেগ প্রায় ৮০ কিলোমিটার হওয়ার সম্ভাবনা। এছাড়াও কলকাতা, ঝাড়গ্ৰাম, হুগলিতেও বইবে ছোড়ো হাওয়া।সুন্দরবন ও সাগর দ্বীপ এলাকা বেশি ক্ষতিগ্রস্থ হবে। ঝুপড়ি, কাঁচা ঘর, ইলেকট্রিক খুঁটি, গাছ ভাঙার সম্ভবনা রয়েছে। বৃষ্টির সময় দৃশ্যমান হারাবে। ২৪ ও ২৫ তারিখ আবহাওয়ার সব থেকে বেশি থাকবে। মৎস্যজীবীদের ২২ থেকে ২৫ তারিখের মধ্যে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।