শিয়ালদহ দক্ষিণ শাখায় কোন ট্রেন কতক্ষণ চলবে?

Train Cancel: সাইক্লোনের জেরে বিরাট সিদ্ধান্ত! শিয়ালদহ দক্ষিণ শাখায় একাধিক ট্রেন বাতিল, কোন ট্রেন কতক্ষণ চলবে? রইল বিস্তারিত তালিকা

কলকাতা: ঘূর্ণিঝড় ‘দানা’র আশঙ্কায় রেল চলাচলের ওপর জারি করা হল নিষেধাজ্ঞা। শিয়ালদহ ডিভিশনের নিম্নলিখিত শাখাগুলিতে ১৯০টি লোকাল ট্রেন আজ ২৪ তারিখ রাত ৮টা থেকে আগামিকাল ২৫ তারিখ সকাল ১০টা পর্যন্ত  বাতিল থাকবে।

একনজরে…

 শিয়ালদহ–ক্যানিং – ১৩টি আপ ও ১১টি ডাউন লোকাল বাতিল

সোনারপুর – ক্যানিং – ৩টি আপ ও ৪টি ডাউন লোকাল বাতিল

শিয়ালদহ – লক্ষ্মীকান্তপুর- ১৫টি আপ ও ১০টি ডাউন লোকাল বাতিল

শিয়ালদহ – বজবজ- ১৫টি আপ ও ১৪টি ডাউন লোকাল বাতিল

শিয়ালদহ – সোনারপুর- ৪টি আপ ও ৭টি ডাউন লোকাল বাতিল

সোনারপুর – বারুইপুর-  ১টি আপ ও ১টি ডাউন লোকাল বাতিল

শিয়ালদহ – বারুইপুর- ৭টি আপ ও ৯টি ডাউন লোকাল বাতিল

শিয়ালদহ – নৈহাটি- ২টি ডাউন লোকাল বাতিল

লক্ষ্মীকান্তপুর – বারুইপুর- ১টি আপ ও ২টি ডাউন লোকাল বাতিল

শিয়ালদহ – ডায়মন্ড হারবার-  ১৫টি আপ ও ১৫টি ডাউন বাতিল

লক্ষ্মীকান্তপুর –নামখানা- ১০টি আপ ও ৯টি ডাউন লোকাল বাতিল

 শিয়ালদহ/বারাসাত–হাসনাবাদ-  ১১টি আপ ও ৯টি ডাউন লোকাল বাতিল

সার্কুলার রেলওয়ে শাখা- ১টি আপ ও ১টি ডাউন লোকাল বাতিল

২৪.১০.২০২৪ তারিখে শিয়ালদহ দক্ষিণ শাখার বিভিন্ন রুটে শেষ ইএমইউ পরিষেবা এক নজরে

শিয়ালদহ–নামখানা: ১৮:৫৫

নামখানা – শিয়ালদহ : ১৭:৩৫

শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর : ১৯:৩৬

লক্ষ্মীকান্তপুর –শিয়ালদহ :  ১৮:৪০

শিয়ালদহ –ডায়মন্ড হারবার : ১৯:৪৫

ডায়মন্ড হারবার –শিয়ালদহ : ১৮:৩২

শিয়ালদহ–ক্যানিং :  ১৯:৩০

ক্যানিং – শিয়ালদহ : ছাড়ার সময় ১৮:৪৫

শিয়ালদহ–বারুইপুর : ছাড়ার সময় ২০:০০

বারুইপুর – শিয়ালদহ : ছাড়ার সময় ২০:২৫

শিয়ালদহ – কোমাগাতা মারু বজবজ : বালিগঞ্জ থেকে ছাড়ার সময় ২০:০০

কোমাগাতা মারু বজবজ–শিয়ালদহ : ২০:৫৩

শিয়ালদহ – সোনারপুর :১৮:৩

 সোনারপুর – শিয়ালদহ :  ১৮:০৪

শিয়ালদহ – হাসনাবাদ : ১৯:৩০

হাসনাবাদ – শিয়ালদহ : ১৮:৫৫

পূর্ব রেলের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, বৃহস্পতিবার রাত ৮টা থেকেই শিয়ালদহ দক্ষিণ শাখায় এবং বারাসত-হাসনাবাদ শাখায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হবে৷