ঘূর্ণিঝড়ে কলকাতা সহ বেশ কয়েকটি জেলাতেও দুর্যোগের আশঙ্কা৷

Cyclone Remal warning: রিমল তো আসছেই, ঘূর্ণিঝড়ের সময় ছোট ছোট এই জিনিসগুলি মাথায় না থাকলেই বড় বিপদের ভয়!

কলকাতা: আগামিকাল মধ্যরাতেই আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রিমল৷ বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা বেশি হলেও এই ঘূর্ণিঝড়ের জেরে রাজ্যের অন্তত তিনটি জেলায় যথেষ্ট ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে৷ আবহাওয়া দফতর ইতিমধ্যেই সতর্ক করে জানিয়ে দিয়েছে, দক্ষিণ চব্বিশ পরগণা জেলায় ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার৷ যা ১৩০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে৷

ঘূর্ণিঝড়ের সময় অবশ্যই কয়েকটি বিষয় মাথায় রাখা উচিত৷ যা উপেক্ষা করলে বড় বিপদ ঘটতেই পারে৷

ঘূর্ণিঝড়ের সময় বাড়ির ভিতরে থাকলে কী করবেন, কী করবেন না-

প্রবল ঝড়বৃষ্টির সময় বাড়ির মেন সুইচ বন্ধ করে দেওয়া উচিত৷ যাতে কোনও ভাবেই বিদ্যুৎ সংযোগ থেকে কোনওভাবে অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটে৷

খেয়াল রাখতে হবে, ঝড়ের সময় যে বাড়িতে আপনি রয়েছেন সেটি যেন যথেষ্ট শক্তপোক্ত হয়৷ নাহলে ঝড়ের সময় বিপজ্জনক কোনও বাড়িতে থাকলে অবশ্যই সেখান থেকে বেরিয়ে নিরাপদ জায়গায় চলে যাওয়া উচিত৷

বাড়ির ভিতরে থাকলে ঝড়ের সময় অবশ্যই দরজা জানলাগুলি শক্ত করে বন্ধ করে দেওয়া উচিত৷

আবহাওয়ার পূর্বাভাস এবং প্রশাসনের পক্ষ থেকে কী পরামর্শ দেওয়া হচ্ছে, তা অবশ্যই জেনে রাখা উচিত৷

ঝড়, বৃষ্টির পরই জলবাহিত রোগের প্রকোপ বাড়ে৷ তাই জল ফুটিয়ে অথবা ফিল্টারে পরিশুদ্ধ করে নিয়ে পান করা উচিত৷

বাড়ির বাইরে থাকলে কী করবেন?

ঝড়বৃষ্টিতে বিদ্যুতের তার যেখানে সেখানে ছিঁড়ে পড়ে বিপদ ঘটার আশঙ্কা থাকে৷ তাই বাড়ির বাইরে থাকলে এ বিষয়ে সাবধান হওয়া উচিত৷

এমন কোনও শেড অথবা বাড়ির নীচে আশ্রয় নেওয়া উচিত যা যথেস্ট শক্তপোক্ত এবং নিরাপদ৷