Cyclone Remal Update: রাত পোহালেই ঘূর্ণিঝড় ‘রিমল’! সাগরে ফুঁসছে অতি গভীর নিম্নচাপ… দক্ষিণবঙ্গের তিন জেলায় তুমুল ঝড়বৃষ্টি

বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সর্তকতা নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সর্তকতা নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
কলকাতা-সহ ৯ জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি এবং ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি, হাওড়া, নদিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায়। বাকি জেলাতেও ৩০-৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝড়, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা।
কলকাতা-সহ ৯ জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি এবং ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি, হাওড়া, নদিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায়। বাকি জেলাতেও ৩০-৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝড়, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা।
রবি ও সোমবার কলকাতা-সহ জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা ৷ শনিবার সন্ধ্যা থেকে জলোচ্ছ্বাসের সতর্কতা। সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর ৷
রবি ও সোমবার কলকাতা-সহ জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা ৷ শনিবার সন্ধ্যা থেকে জলোচ্ছ্বাসের সতর্কতা। সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর ৷
সকাল থেকে আকাশ পরিষ্কারই ছিল। ভোটও হয়েছে নির্বিঘ্নে। দুপুর গড়াতেই বদলে গেল আবহাওয়া। কলকাতায় শুরু ভয়াবহ বৃষ্টি।
সকাল থেকে আকাশ পরিষ্কারই ছিল। ভোটও হয়েছে নির্বিঘ্নে। দুপুর গড়াতেই বদলে গেল আবহাওয়া। কলকাতায় শুরু ভয়াবহ বৃষ্টি।
শুক্রবার আকাশ পরিষ্কারই ছিল। অসহনীয় গরমে ভুগেছে বঙ্গবাসী। শনিবার দুপুরের পরেই সবটা বদলে গেল।
শুক্রবার আকাশ পরিষ্কারই ছিল। অসহনীয় গরমে ভুগেছে বঙ্গবাসী। শনিবার দুপুরের পরেই সবটা বদলে গেল।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। শুক্রবার সকালে তার অবস্থান ছিল বাংলাদেশের খেপুপাড়ার দক্ষিণ-দক্ষিণপূর্বে ৭০০ কিমি, সাগর দ্বীপের দক্ষিণ-দক্ষিণপূর্ব ৬৬০ কিমি এবং ক্যানিং থেকে দক্ষিণে ৭১০ কিমি দূরে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় 'রিমাল'-এ পরিণত হবে।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। শুক্রবার সকালে তার অবস্থান ছিল বাংলাদেশের খেপুপাড়ার দক্ষিণ-দক্ষিণপূর্বে ৭০০ কিমি, সাগর দ্বীপের দক্ষিণ-দক্ষিণপূর্ব ৬৬০ কিমি এবং ক্যানিং থেকে দক্ষিণে ৭১০ কিমি দূরে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘রিমল’-এ পরিণত হবে।
রবিবার সন্ধ্যায় এই ঘূর্ণিঝড় শক্তি সঞ্চয় করে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় স্থলভাগে প্রবেশ করবে। স্থলভাগে প্রবেশ করার সময় এটি রূপ নেবে সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ৷
রবিবার সন্ধ্যায় এই ঘূর্ণিঝড় শক্তি সঞ্চয় করে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় স্থলভাগে প্রবেশ করবে। স্থলভাগে প্রবেশ করার সময় এটি রূপ নেবে সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ৷
রবি ও সোমবার জোরদার বৃষ্টিপাত হতে পারে ৷ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় অতিভারী বৃষ্টিপাত হবে ১০০-১১০ কিমি বেগে ঝড় বইতে পারে ৷ প্রতীকী ছবি ৷
জানতে পারা গিয়েছে ফলে রবি ও সোমবার জোরদার বৃষ্টিপাত হতে পারে ৷ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় অতিভারী বৃষ্টিপাত হবে ১০০-১১০ কিমি বেগে ঝড় বইতে পারে ৷ প্রতীকী ছবি ৷
কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদে সোমবার জারি থাকবে কমলা সতর্কতা ৷ ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হবে ৷ প্রতীকী ছবি ৷
কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদে সোমবার জারি থাকবে কমলা সতর্কতা ৷ ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হবে ৷ প্রতীকী ছবি ৷
ঝড় বৃষ্টির সম্ভাবনা বহাল রয়েছে দক্ষিণের প্রায় সর্বত্র। দক্ষিণের জেলাগুলিতে তীব্র গতিতে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা। এইদিন দুপুর থেকেই মেঘলা আকাশে ঢেকেছে‌ দক্ষিণবঙ্গের একাধিক জেলা।
ঝড় বৃষ্টির সম্ভাবনা বহাল রয়েছে দক্ষিণের প্রায় সর্বত্র। দক্ষিণের জেলাগুলিতে তীব্র গতিতে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা। এইদিন দুপুর থেকেই মেঘলা আকাশে ঢেকেছে‌ দক্ষিণবঙ্গের একাধিক জেলা।
রিমল’-এর জন্য সব জেলাশাসকদের নিয়ে শুক্রবার জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব। প্রায় ৪০ মিনিট ধরে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব। আজ, শনিবার ভোট থাকার কারণে পূর্ব মেদিনীপুর জেলা নিয়ে বিশেষ চিন্তিত নবান্ন।
রিমল’-এর জন্য সব জেলাশাসকদের নিয়ে শুক্রবার জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব। প্রায় ৪০ মিনিট ধরে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব। আজ, শনিবার ভোট থাকার কারণে পূর্ব মেদিনীপুর জেলা নিয়ে বিশেষ চিন্তিত নবান্ন।