Cyclone Remal: বাংলাদেশে ল‍্যান্ডফল রেমালের! মধ‍্যরাতেই শুরু তাণ্ডবলীলা

ধীরে ধীরে আরও শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে রিমল। আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগরে তীব্র ঘূর্ণিঝড়ের অবস্থান। বাংলাদেশের মংলা থেকে সরাসরি ২২০ কিলোমিটার দক্ষিণে অবস্থান তীব্র ঘূর্ণিঝড়ের।

বাংলাদেশের খেপুপাড়া থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিকে। সাগরদ্বীপ থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভয়ঙ্কর পরিস্থতি দিঘায়। ফুঁসছে সমুদ্র। পাকিয়ে পাকিয়ে উঠছে ঢেউ।