প্রবল ঘূর্ণিঝড় রেমাল ধেয়ে আসছে। ভারতীয় মৌসম ভবনের সাম্প্রতিক বুলেটিনে জানানো হয়েছে রিমলের সাম্প্রতিক অবস্থান।

Cyclone Remal update: আসছে ঘূর্ণিঝড় রিমল, কী অবস্থা বকখালির সি বিচে? দেখুন ভিডিও

আগামী রবিবার মধ্যরাতে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মধ্যে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রিমাল৷ এই ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণ চব্বিশ পরগণা জেলাতেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে৷ সেই কারণেই এ দিন বকখালির সমুদ্র সৈকত থেকে পর্যটকদের সরিয়ে দিল পুুলিশ৷ আজ সন্ধেতেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ৷ আগামিকাল সকালে শক্তি বাড়িয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে রিমল৷ শনিবার বিকেলে সর্বশেষ আপডেটে এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামিকাল রাত ১১টা থেকে ১টার মধ্যেই বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ অতিক্রম করবে এই ঘূর্ণিঝড়৷