এমনই সতর্কতা জারি করা হয়েছে। ধীরে ধীরে সমুদ্রে শক্তি বাড়াচ্ছে রিমল। ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার পর্যটন কেন্দ্রগুলিতে জারি করা হয়েছে সতর্কতাবার্তা। ব্লক প্রশাসনের পক্ষ থেকে খুলে দেওয়া হয়েছে ত্রাণ শিবিরগুলি।

Cyclone Remal Speed Update: কত কিমি বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমল? বৃষ্টি কতটা হবে? দেখুন লেটেস্ট আপডেট

শনিবারই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়। রবিবার স্থলভাবে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন উপকূল থেকে বাংলাদেশের বরিশালের মাঝে ল্যান্ডফলের সম্ভাবনা। সেই সময় গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণে দুর্যোগ। শনিবার থেকেই দক্ষিণবঙ্গে জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা। উপকূলের জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল হবে সমুদ্র। ঘূর্ণিঝড়ে কলকাতায় দুর্যোগ। রবি ও সোম কলকাতায় অতিভারী বৃষ্টি। কলকাতায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা। অতিবৃষ্টিতে ভাসতে পারে কলকাতা। দু’দিন কলকাতায় ঝড়-বৃষ্টির সতর্কতা।