ঘূর্ণিঝড়ে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? মুখ্যসচিবের থেকে রিপোর্ট নিলেন মুখ্যমন্ত্রী

Cyclone Remal: ঘূর্ণিঝড়ে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? মুখ্যসচিবের থেকে রিপোর্ট নিলেন মুখ্যমন্ত্রী

সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: ঝড়ে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? মুখ্যসচিবের থেকে তার রিপোর্ট নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘রিমল’-এর জন্য এখনও পর্যন্ত কী ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। গোটা বিষয়টি নিয়ে এদিন বিস্তারিত রিপোর্ট নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যসচিবের থেকে।

এদিকে ঘূর্ণিঝড় ‘রিমল’-এ এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। কলকাতায় ১ জন ও দক্ষিণ ২৪ পরগনাতে ১ জন মারা গিয়েছেন বলেই নবান্ন সূত্রে খবর। সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷

আরও পড়ুন– প্রাকৃতিক দুর্যোগের কারণে মুখ্যমন্ত্রীর রোড শো-র সময়সীমা পিছল

‘Remal’-এ রাজ্যে ক্ষয়ক্ষতি সব থেকে বেশি সুন্দরবন ব্লকে। এখনও পর্যন্ত রাজ্য জুড়ে ১২০০-এর বেশি বিদ্যুৎ খুঁটি পড়ে গিয়েছে। তার মধ্য ৩০০-এর বেশি ইলেকট্রিক পোল পড়েছে শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা জেলায়। সুন্দরবন ব্লকে ৩০০-রও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নবান্নের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে চলছে সমীক্ষা। সুন্দরবন ব্লকের একাধিক জায়গায় হাওয়ার গতিবেগ বেশি থাকায় উদ্ধারকার্য করতে সমস্যা হচ্ছে বলেই নবান্ন সূত্রে খবর।

আরও পড়ুন- ক্রমেই শক্তি হারাচ্ছে ‘Remal’, দিনভর বৃষ্টি চলবে, আবহাওয়ার উন্নতি কবে? জেনে নিন

রাজ্য জুড়ে ১৫০০-রও বেশি ক্যাম্প চলছে। যার মধ্য দক্ষিণ ২৪ পরগনায় ১০০০ ক্যাম্প চালানো হয়েছে। ঝড়ের জেরে দক্ষিণ ২৪ পরগনায় লট ৮-এর জেটি ক্ষয়ক্ষতি হয়েছে। তার জেরে দ্রুত মেরামতি করতে বলা হয়েছে পূর্ত দফতরকে।

দ্রুত উদ্ধারকার্য শুরু করতে হবে। কলকাতায় যেখানে যেখানে জল জমেছে সেখানে পাম্প চালিয়ে জল বের করতে হবে।ক্ষয়ক্ষতি নিয়ে জেলাশাসক দের থেকে ব্লক ভিত্তিক রিপোর্ট চাইলেন মুখ্যসচিব বিপি গোপালিকা বলেই নবান্ন সূত্রে খবর।

এদিন এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী জানান, ‘‘রাজ্য সরকার আইন মোতাবেক ক্ষতিপূরণ দেবে। যারা নিহত হয়েছেন তাদের পরিবারের হাতে আর্থিক সাহায্য পৌঁছে যাবে। পরিস্থিতির মোকাবিলায় যা যা করার দরকার, তা করা হবে। ফসল ও বাড়ি ঘরের যা ক্ষয়ক্ষতি হয়েছে সব দেখে নেওয়া হচ্ছে রাজ্যের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ও হচ্ছে ৷ ’’