‘রিমল’-এর জন্য নবান্নে চালু কন্ট্রোল রুম (Representative Image)

Cyclone Remal: ‘রিমল’-এর জন্য নবান্নে চালু কন্ট্রোল রুম, রাজ্যের বিভিন্ন জেলার উপর ২৪ ঘণ্টা নজরদারি রাখা হচ্ছে

সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: ঘূর্ণিঝড় ‘রিমল’-এর জন্য আজ, শনিবার থেকেই নবান্নে চালু কন্ট্রোল রুম। ২৪ ঘণ্টা ব্যাপি চালু থাকছে কন্ট্রোল রুম। নবান্ন থেকেই রাজ্যের বিভিন্ন জেলার উপর নজরদারি রাখা হবে। ইতিমধ্যেই জেলায় জেলায় শুরু হয়েছে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম।উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দাদের প্রয়োজনে আজ, শনিবার থেকেই নিরাপদ স্থানে সরানোর নির্দেশ নবান্নের।

আরও পড়ুন– সাগরে চোখ রাঙাচ্ছে ‘রিমল’! ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা কোথায় সবচেয়ে বেশি? জেনে নিন

‘রিমল’-এর জন্য সব জেলাশাসকদের নিয়ে শুক্রবার জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব। প্রায় ৪০ মিনিট ধরে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব। আজ, শনিবার ভোট থাকার কারণে পূর্ব মেদিনীপুর জেলা নিয়ে বিশেষ চিন্তিত নবান্ন। সব জায়গায় টিম প্রস্তুত করে রাখতে হবে। গাছ পড়ে গেলে সঙ্গে সঙ্গে গাছ কাটার ব্যাবস্থা যাতে হয়, তার জন্য পদক্ষেপ করতে হবে। জল জমলে ভোটারদের ভোট দিতে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য পাম্প-সহ সব রকমের পদক্ষেপ নিতে হবে।

আরও পড়ুন– প্রতিটি ক্ষেত্রে আসবে সাফল্য, হবে বিপুল অর্থের বর্ষণ ! জুন মাসে সুবর্ণ সময় আসতে চলেছে এই তিন রাশির জীবনে

এর পাশাপাশি বিদ্যুৎ দফতরের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলতে হবে। জেলাশাসকদের এমনটাই নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। যেখানে যেখানে ভোট, তার প্রতিটা জায়গায় বিপর্যয় মোকাবিলার টিম প্রস্তুত রাখতে হবে। প্রয়োজনে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরাতে হবে। জেলাশাসকদের জরুরি ভিত্তিতে এমনটাই নির্দেশ মুখ্যসচিবের ৷