হিঙ্গলগঞ্জে গাছ পড়ে অবরুদ্ধ রাস্তা৷

Cyclone Remal in West Bengal: রিমলের তাণ্ডব, রাতভর আতঙ্ক! একটি কারণেই বড় বিপর্যয় থেকে রক্ষা সুন্দরবন সহ দুই ২৪ পরগণার

জিয়াউল আলম, হিঙ্গলগঞ্জ: রবিবার রাতে ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি বেগে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় রিমল৷ গাছ পড়ে, কাঁচা বাড়ি ভেঙে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগণায় ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে৷ তবু এই ধরনের দুর্যোগে সুন্দরবন সহ দুই চব্বিশ পরগণার নদী তীরবর্ত এবং সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে মাটির বাঁধ ভেঙে জল ঢোকার যে ভয় থাকে, সেই বিপদ এড়ানো গিয়েছে রিমলের ক্ষেত্রে৷

স্থানীয় বাসিন্দা এবং প্রশাসনিক কর্তারা বলছেন, যে সময় রিমল আছড়ে পড়ে, তখন ভাঁটা চলছিল৷ সেই কারণেই ঘূর্ণিঝড়ের সময় জলোচ্ছ্বাস হলেও তার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে৷ ফলে এ যাত্রায় সুন্দরবন সহ দুই চব্বিশ পরগণার উপকূলবর্তী এলাকাগুলি বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে, তা বলাই যায়৷

ঘূর্ণিঝড় রিমলের দাপটে উত্তর চব্বিশ পরগণার হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, দক্ষিণ চব্বিশ পরগণার সাগর, নামখানার মতো এলাকায় ব্যাপক প্রভাব পড়েছে৷ রাত থেকে ঘূর্ণিঝড়ের প্রবল রোষ এবং মুষলধারায় বৃষ্টিতে আতঙ্কের প্রহর গুনেছেন ওই এলাকার মানুষ৷ অনেকেই বাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন৷ অসংখ্য জায়গায় গাছ ভেঙে পড়েছে৷ হিঙ্গলগঞ্জ, সাগর দ্বীপে মাটরি কাঁচা বাড়ি ভেঙেছে, উড়ে গিয়েছে টিনের চাল৷ ক্ষতি হয়েছে পানের বরজেরও৷ বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎহীন হয়ে রয়েছে বহু এলাকা৷

আরও পড়ুন: রিমলের তাণ্ডবে লন্ডভন্ড কলকাতা! গাছ পড়ে, জল জমে দুর্ভোগ কোন কোন রাস্তায়?

তবে ঘূর্ণিঝড় রিমলের পূর্বাভাস পাওয়ার পর থেকেই উপকূলবর্তী এলাকার বাঁধগুলির আপতকালীন মেরামতিতে জোর দিয়েছিল প্রশাসন৷ কারণ অতীতেও আমফান সহ অন্যান্য ঘূর্ণিঝড়ের সময় উপকূলবর্তী এলাকাগুলিতে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে একের পর এক গ্রাম৷ এবারেও সেই আশঙ্কাতেই ছিলেন সুন্দরবন সহ দুই চব্বিশ পরগণার নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা৷ তবে নদীতে ভাঁটা থাকায় সেই বিপদ এড়ানো গিয়েছে৷ এখনও পর্যন্ত কলকাতায় একজনের মৃত্যু ছাড়া দুই চব্বিশ পরগণায় প্রাণহানিরও খবর নেই৷

তবে দুই চব্বিশ পরগণার তুলনায় আর এক উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুরে রবিবারের ঘূর্ণিঝড়ের প্রভাব তুলনামূলক কম পড়েছে৷ আবহাওয়া দফতরের পূর্বভাস মিলিয়ে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ঘূর্ণিঝড়ের দাপটে ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টি হয়েছে৷ এ দিন সকালেও বৃষ্টি শুরু হয়েছে জেলায় জেলায়৷

সহ প্রতিবেদন- বিশ্বজিৎ হালদার