বকখালি সমুদ্র সৈকত 

Cyclone Remal Update: আরও কাছে রিমল… ঘূর্ণিঝড় আসার আগে উত্তাল বকখালির সমুদ্র, বাড়ছে আতঙ্ক

কিছুক্ষণেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়’ রিমল ‘! ঘূর্ণিঝড় আসার আগে উত্তাল বকখালির সমুদ্র। রীতিমতো আতঙ্কে রয়েছে জেলার সাধারণ মানুষ। আবারও কি আমফান বা ইয়াসের মতো ধ্বংসাত্মক প্রভাব ফেলবে ‘ রিমল ‘! ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগে আতঙ্কের ছাপ লক্ষ্য করা যাচ্ছে মানুষের মধ্যে। যদিও সর্বতভাবে সতর্ক প্রশাসন। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার দুপুরের পর থেকেই প্রভাব পড়তে শুরু করবে ঘূর্ণিঝড় রিমল।