Cyclone Remal Update: উত্তাল হবে দিঘা, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, দেখুন বিশেষ আপডেট

দিঘা সমুদ্র সৈকতে রিমলের প্রভাবে শুরু হয়েছে জলোচ্ছ্বাস। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে দিঘায় উপকূলে। গার্ড ওয়াল টপকে রীতিমতো ঢেউ উঠছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় রিমল প্রভাব ফেলবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। নির্বাচনের কারণে একদিকে দিঘা প্রায় পর্যটক শূন্য থাকলেও কিছু পর্যটক ভিড় জমিয়েছেন দিঘা সমুদ্র সৈকতে এই জলোচ্ছ্বাস্ দেখার জন্য। বেলা বাড়ার সঙ্গেসঙ্গেই আবহাওয়ার ভোল বদল। শনিবার এ দিন থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর জেলায়। সন্ধ্যের পর থেকেই বাড়তে পারে ঝড় বৃষ্টির পরিমাণ। ঘূর্ণিঝড় রিমলের প্রভাবে দিঘায় জলোচ্ছ্বাস শুরু হয়েছ। নির্বাচনের কারণেই দিঘা প্রায় পর্যটক শূন্য। তবে স্থানীয় বেশ কিছু মানুষ ও গুটিকয়েক পর্যটক জলোচ্ছ্বাস দেখার জন্য দেখার জন্য ভিড় জমিয়েছে। নির্বাচনী বিধিনিষেধের জন্য পর্যটকের সংখ্যা নেহাত কম।