দিঘায় জেলা পরিষদের সভাধিপতিসহ অন্যান্যরা

Cyclone Remal: ‘রিমল’- এর রক্তচক্ষু, পরিস্থিতি খতিয়ে দেখতে দিঘায় জেলা পরিষদের সভাধিপতি

দিঘা: দিঘা সমুদ্র সৈকতে প্রবল জলোচ্ছ্বাস পরিদর্শনে সভাধিপতি। দিঘায় নজিরবিহীন তৎপরতা প্রশাসনের! ঘূর্ণিঝড় রিমলের প্রভাব শুরু হয়েছে। বেলা গড়িয়ে বিকেল থেকে সন্ধে পর্যন্ত সেই প্রভাব আরও বাড়ছে। উত্তাল হয়েছে নদী ও সমুদ্র। চূড়ান্ত তৎপরতা পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের। বিকেলের পর দিঘা উপকূল পরিদর্শনে আসেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক। তিনি দিঘার পরিস্থিতি খতিয়ে দেখেন।

ইতিমধ্যে আছড়ে পড়েছে ভয়ঙ্কর ঘূর্নিঝড় রিমল। ল্যান্ডফল-এর গোটা প্রক্রিয়া চলবে চার ঘণ্টা ধরে। সমুদ্রের পার থেকে ৩০কিমি গভীরে ঘূর্ণিঝড়ের কেন্দ্র।  বছরের এই প্রথম ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে প্রশাসন। ঘূর্ণিঝড় মোকাবিলায় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সেভাবেই প্রস্তুত রয়েছে। রবিবার ঘূর্ণিঝড় মোকাবিলায় দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদে জেলা প্রশাসনের মিটিং হয়।

পর্যটকদের নিরাপত্তার জন্য বাড়তি পদক্ষেপ নেওয়া হয়েছে। সমুদ্র স্নানে একদিকে যেমন নিষেধাজ্ঞা জারি হয়েছে মঙ্গলবার পর্যন্ত। দিঘায় পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার বিকেলের পর দিঘায় আসেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, মিটিং-এর পর দীঘা সমুদ্র সৈকতের ধারে জলোচ্ছ্বাসের তীব্রতা দেখতে যান তিনি। সঙ্গে ছিলেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক সার। দিঘার উপকূল এলাকা পরিদর্শনের পর উত্তম বারিক জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্তরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। খোলা হয়েছে ত্রাণ শিবির। নিচু এলাকার মানুষকে ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পর্যাপ্ত খাবার-দাবারের ব্যবস্থা রয়েছে।’

বেলা গড়িয়ে সন্ধে নামার সঙ্গে-সঙ্গেই দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায় বেড়েছে ঝোড়ো হাওয়া, বৃষ্টির দাপট। রাতে পরিস্থিতি ভয়ঙ্কর হবে বলে মনে করছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের তরফ থেকে ২৪ ঘণ্টা খোলা রয়েছে কন্ট্রোল রুম। এই ঘূর্ণিঝড় মোকাবিলায় সমস্ত রকমের প্রস্তুতি সারা জেলা প্রশাসনের।

সৈকত শী