ঘূর্ণাবর্ত, বঙ্গোপসাগর, গভীর নিম্নচাপ, দূর্গা পুজোয় বৃষ্টি, দুর্গাপুজো, বাংলার পুজো, পুজোয় বৃষ্টি, নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, বর্ষা, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, ঝড় বৃষ্টির পূর্বাভাস, সাইক্লোনিক সার্কুলেশন, ঝড় বৃষ্টি বজ্রপাত, আবহাওয়া, বৃষ্টিপাতের সতর্কতা, তাপপ্রবাহ, হিট ওয়েভ, গরমকাল, গ্রীষ্মের ওয়েদার আপডেট, ওয়েদার আপডেট, ঝড় বৃষ্টির সতর্কতা, বিপরীত ঘূর্ণাবর্ত, বৃষ্টি, নিম্নচাপ, ঝড়-ঝঞ্ঝা, ঝড় বৃষ্টির সতর্কতা, আবহাওয়া, বাংলার আবহাওয়া, তাপপ্রবাহ, বৃষ্টিপাত, গরম, তাপমাত্রা, পারদ, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত সতর্কতা, বৃষ্টির সতর্কতা, দমকা বাতাস, দক্ষিণবঙ্গের আবহাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সতর্কতা, বৃষ্টি, দিঘা আবহাওয়া, আরবসাগরে ঘূর্ণাবর্ত, ২০২৪ ওয়েদার আপডেট, বাংলার আবহাওয়া, আবহাওয়ার পূর্বাভাস, ঝড় বৃষ্টি, বাংলার আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গের আবহাওয়া, উত্তরবঙ্গের আবহাওয়া, বাংলা খবর

Cyclonic Circulation Alert IMD: ঘূর্ণাবর্ত-নিম্নচাপ সতর্কতা…! অক্টোবরের প্রথম-দ্বিতীয় সপ্তাহে কী হতে চলেছে বাংলায়? বিরাট আপডেট দিল IMD

দেশ জুড়ে আবহাওয়ার ভোলবদল। বর্ষার ফিরতি গতিতে এবার দুর্যোগ চোখ রাঙাচ্ছে বাংলার আকাশেও। এই পরিস্থিতিতে এবার বড় পূর্বাভাস দিল মৌসম ভবন।
দেশ জুড়ে আবহাওয়ার ভোলবদল। বর্ষার ফিরতি গতিতে এবার দুর্যোগ চোখ রাঙাচ্ছে বাংলার আকাশেও। এই পরিস্থিতিতে এবার বড় পূর্বাভাস দিল মৌসম ভবন।
ঘূর্ণাবর্ত, নিম্নচাপের জোড়া ফলা ফের বিঁধতে চলেছে বাংলাকে? মাটি হবে দুর্গাপুজোর আনন্দ? বড় আপডেট দিয়ে যা জানিয়ে দিল আইএমডি তা বাড়াচ্ছে উদ্বেগ।
ঘূর্ণাবর্ত, নিম্নচাপের জোড়া ফলা ফের বিঁধতে চলেছে বাংলাকে? মাটি হবে দুর্গাপুজোর আনন্দ? বড় আপডেট দিয়ে যা জানিয়ে দিল আইএমডি তা বাড়াচ্ছে উদ্বেগ।
আবহাওয়ার লেটেস্ট আপডেট জানাচ্ছে, প্রাক পুজো পর্বে আবার নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে! শনিবার ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এই ঘূর্ণাবর্ত থেকে সোমবার নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা।
আবহাওয়ার লেটেস্ট আপডেট জানাচ্ছে, প্রাক পুজো পর্বে আবার নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে! শনিবার ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এই ঘূর্ণাবর্ত থেকে সোমবার নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা।
আপাতভাবে নিম্নচাপ কোন অভিমুখে যায় এবং তার জেরে বাংলায় কতটা বৃষ্টি হয় সেটাই দেখার।
আপাতভাবে নিম্নচাপ কোন অভিমুখে যায় এবং তার জেরে বাংলায় কতটা বৃষ্টি হয় সেটাই দেখার।
তবেএই নিম্নচাপেই শেষ নয়। ভারতের মৌসম ভবন জানাচ্ছে অক্টোবরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি বাড়তে পারে বাংলায়। অর্থাৎ পুজোর মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
তবেএই নিম্নচাপেই শেষ নয়। ভারতের মৌসম ভবন জানাচ্ছে অক্টোবরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি বাড়তে পারে বাংলায়। অর্থাৎ পুজোর মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
আগামিকাল, অর্থাৎ শনিবার উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকার উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। যা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে।
আগামিকাল, অর্থাৎ শনিবার উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকার উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। যা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে।
এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী সোমবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপ তৈরি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।
এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী সোমবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপ তৈরি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।
আজ , শুক্রবার দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
আজ , শুক্রবার দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
শনিবারও দক্ষিণবঙ্গের একটি বা দুটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। রবিবার থেকে কিছুটা বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। সেদিন দক্ষিণবঙ্গের সব জেলার কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
শনিবারও দক্ষিণবঙ্গের একটি বা দুটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। রবিবার থেকে কিছুটা বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। সেদিন দক্ষিণবঙ্গের সব জেলার কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
দক্ষিণবঙ্গের আটটি জেলা, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
দক্ষিণবঙ্গের আটটি জেলা, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
সোমবার দক্ষিণবঙ্গের ছ'টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
সোমবার দক্ষিণবঙ্গের ছ’টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
রবিবার এবং সোমবার উত্তরবঙ্গের প্রতিটি জেলার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আর মঙ্গলবার এবং বুধবার সব জেলার অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোনও জেলায় ভারী বৃষ্টি হবে না।
রবিবার এবং সোমবার উত্তরবঙ্গের প্রতিটি জেলার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আর মঙ্গলবার এবং বুধবার সব জেলার অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোনও জেলায় ভারী বৃষ্টি হবে না।
রবি ও সোমবার নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। ওড়িশা সংলগ্ন এবং উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা।
রবি ও সোমবার নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। ওড়িশা সংলগ্ন এবং উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা।