গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খন্ডে অবস্থান করছে নিম্নচাপ। আগামী ২৪ ঘণ্টায় পুরোপুরি ঝাড়খন্ডে সরে যাবে এই নিম্নচাপ। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। যার অভিমুখ বিহার হয়ে উত্তর প্রদেশ।

Weather Update Today: কলকাতার আকাশে কালো মেঘের ঘনঘটা, বৃষ্টি নিয়ে যা জানাল হাওয়া অফিস…

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এটি আগামী ৪৮ ঘণ্টা পর নিম্নচাপে পরিণত হওয়ার সামান্য সম্ভাবনা। উত্তর বঙ্গোপসাগরে এই নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বলে অনুমান করছেন আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানীরা। এই ঘূর্ণাবর্তটি দক্ষিণ দিকে হেলে রয়েছে ৷ তাই এর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।

আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা থাকছে। দক্ষিণবঙ্গের চার জেলায় আজ, শুক্রবার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মূলত পশ্চিমের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷