দক্ষিণবঙ্গ, পূর্ব মেদিনীপুর Low Pressure Alert: সাগরে দুর্যোগের আশঙ্কা, হু হু করে বইবে হাওয়া, নিম্নচাপের কালো ছায়াতেই কি মুক্তি, নাকি সাইক্লোনের ছোবলও Gallery October 18, 2024 Bangla Digital Desk : বর্ষা বিদায় হলেও, দক্ষিণবঙ্গে বৃষ্টির ছাড় নেই। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর পাশাপাশি বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ। ফলে বৃষ্টি বাড়বে। Photo Courtesy- IMD হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ শক্তি বাড়িয়ে উড়িষ্যার উপকূলে অগ্রসর হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর প্রভাবে ওড়িশা সংলগ্ন জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মঙ্গলবার থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা এবং বৃষ্টির ভ্রুকটি। হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় ১৮অক্টোবর শুক্রবার রাজ্যের উত্তর থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বজ্রপাতের সতর্কতার কথা জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলা সহ পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুতিকসহ বৃষ্টির পূর্বাভাস। এর পাশাপাশি অন্যান্য জেলাতেও স্থানীয়ভাবে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা থাকলেও শনিবার থেকে উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। শুক্রবার দক্ষিণবঙ্গের কলকাতা সহ উপকূলবর্তী জেলা ও পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রপাতের সতর্কতার কথা জানিয়েছে হাওয়া অফিস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। বৃষ্টির সম্ভাবনা বেশি উপকূলবর্তী জেলাগুলিতে। শনিবার থেকে শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে। মঙ্গলবার থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। শুক্রবার দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার আকাশ মেঘমুক্ত পরিষ্কার। মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ। জেলা জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় দিঘা সহ জেলায় বজ্রপাতের সতর্কতা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। এদিন দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৮ শতাংশ। এদিন বিকেলের পর থেকে বৃষ্টির পূর্বাভাস জেলা জুড়ে। Input- Saikat Shee