উত্তরবঙ্গ, মালদহ Cyclonic Circulation Over Odisha: ওড়িশা-অসম দুই রাজ্যেই ঘূর্ণাবর্ত, বাংলা ঢাকছে কুয়াশায়, ভোরে-রাতে ঠান্ডা, এটাই কি শীতকাল Gallery October 30, 2024 Bangla Digital Desk এই মুহূর্তে ফের বাংলার দুপাশে দুটি সাইক্লোনিক সার্কুলেশন৷ প্রথম সাইক্লোনিক সার্কুলেশনটি বিস্তৃত রয়েছে ওড়িশার উপর দিয়ে৷ এটি ছত্তিশগড় এবং ওড়িশার দিয়ে সমুদ্রতলের থেকে ৫.৮ কিমি উচ্চতায় বিস্তৃত রয়েছে৷ Photo- Representative এছাড়াও আরও একটি সাইক্লোনিক সার্কুলেশন বিস্তৃত রয়েছে অসমের উপর দিয়ে৷ এটি সমুদ্রতল থেকে ১.৫ কিমি থেকে ৩.১ কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে৷ Photo- Representative তবে কোনওভাবেই কালীপুজো, দিওয়ালিতে আবহাওয়া বাধ সাধবে না৷ বৃষ্টির সম্ভাবনা কোনওভাবেই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে নেই। উল্টে হঠ করে অনেকটা নেমে গেছে তাপমাত্রার গ্রাফ। বেলা বাড়লে অবশ্য তা বেশ খানিকটা বেড়ে যাচ্ছে, তাতে একটা অস্বস্তি হচ্ছে তবে রাত ও ভোরে হালকা শিরশিরে ভাব অনুভূত হচ্ছে। Photo- Representative মালদহ: আকাশ পরিষ্কার থাকছে। তবে সকালের দিকে কুয়াশায় ঢাকা চারদিক। হঠাৎ গৌড়বঙ্গের জেলাগুলির আবহাওয়ার পরিবর্তন। মঙ্গলবার সকালেও আকাশ কুয়াশায় ঢাকা ছিল। দিনভর আকাশ পরিষ্কার থাকবে। তবে মাঝেমধ্যে আকাশ মেঘলা হতে পারে। বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই মালদহ সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। আগামী কয়েক দিন হালকা মেঘলা আকাশ থাকবে। সকালে কুয়াশা থাকলেও এখনও গৌড়বঙ্গের জেলাগুলিতে ঠান্ডা পড়েনি। দিনে তাপমাত্রা কিছুটা গরম থাকছে। জেলাগুলির তাপমাত্রা কিছুটা হলেও পরিবর্তন হয়েছে। আপাতত গৌড়বঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে। সপ্তাহব্যাপী গৌড়বঙ্গের জেলাগুলির আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই। সকালে কুয়াশা থাকছে। তবে এখনি জেলাগুলিতে শীত পড়ার সম্ভাবনা ক্ষীণ।