ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এ হেন সংখ্যাতত্ত্ব নিয়ে এবার নিউজ18 বাংলার জন্য কলম ধরলেন প্রখ্যাত দূরদর্শী জ্যোতিষী চিরাগ দারুওয়ালা, সেই অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কার ভাগ্যে কী রয়েছে ৷

Daily Numerology: সংখ্যাতত্ত্বে ২৪ মে; দেখে নিন কেমন যাবে আজকের দিন; জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এ হেন সংখ্যাতত্ত্ব নিয়ে এবার নিউজ18 বাংলার জন্য কলম ধরলেন প্রখ্যাত দূরদর্শী জ্যোতিষী চিরাগ দারুওয়ালা, সেই অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কার ভাগ্যে কী রয়েছে ৷
ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এ হেন সংখ্যাতত্ত্ব নিয়ে এবার নিউজ18 বাংলার জন্য কলম ধরলেন প্রখ্যাত দূরদর্শী জ্যোতিষী চিরাগ দারুওয়ালা, সেই অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কার ভাগ্যে কী রয়েছে ৷
#সংখ্যা ১ (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে): শ্রী গণেশ বলছেন, আপনার কর্মক্ষেত্রে কিছু উত্থান-পতন আপনাকে কিছুটা নার্ভাস করে তুলতে পারে। তবে এই বিষয়ে খুব বেশি মনোযোগ দেওয়া চলবে না। খুব শীঘ্রই সব কিছু ঠিক হয়ে যাবে। প্রেমের দিক থেকে দিনটা সৌভাগ্য বয়ে আনবে। আচমকা কারও সমর্থন খুব উপযোগী হতে চলেছে। এই দিন উদ্যমী হয়ে প্রচুর কঠোর পরিশ্রম করতে হবে। যত দূর সম্ভব অপ্রয়োজনীয় বিষয় থেকে দূরত্ব বজায় রাখতে হবে। এই সময় সহকর্মীর সাহায্যে কাজ সম্পন্ন হবে।
#সংখ্যা ১ (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে): শ্রী গণেশ বলছেন, আপনার কর্মক্ষেত্রে কিছু উত্থান-পতন আপনাকে কিছুটা নার্ভাস করে তুলতে পারে। তবে এই বিষয়ে খুব বেশি মনোযোগ দেওয়া চলবে না। খুব শীঘ্রই সব কিছু ঠিক হয়ে যাবে। প্রেমের দিক থেকে দিনটা সৌভাগ্য বয়ে আনবে। আচমকা কারও সমর্থন খুব উপযোগী হতে চলেছে। এই দিন উদ্যমী হয়ে প্রচুর কঠোর পরিশ্রম করতে হবে। যত দূর সম্ভব অপ্রয়োজনীয় বিষয় থেকে দূরত্ব বজায় রাখতে হবে। এই সময় সহকর্মীর সাহায্যে কাজ সম্পন্ন হবে।
#সংখ্যা ২ (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে): শ্রী গণেশ বলছেন, এই সময় কাউকে মিথ্যা কথা বলতে হতে পারে। যা পরবর্তীকালে আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। সেই কারণে এই পরিস্থিতিতে পড়া থেকে নিজেকে রক্ষা করতে হবে। খাবার নিয়ে গাফিলতি করা ভাল হবে না। মাদক সেবনে রাশ টানতে হবে, নাহলে তা আপনাকে সমস্যায় ফেলতে পারে। এটি আর্থিক উদ্যমের দিন হতে চলেছে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। বন্ধুত্বের দিক থেকে দিনটা আপনার জন্য অনুকূল। ভ্রমণে যাওয়ার মেজাজ তৈরি হতে পারে।
#সংখ্যা ২ (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে): শ্রী গণেশ বলছেন, এই সময় কাউকে মিথ্যা কথা বলতে হতে পারে। যা পরবর্তীকালে আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। সেই কারণে এই পরিস্থিতিতে পড়া থেকে নিজেকে রক্ষা করতে হবে। খাবার নিয়ে গাফিলতি করা ভাল হবে না। মাদক সেবনে রাশ টানতে হবে, নাহলে তা আপনাকে সমস্যায় ফেলতে পারে। এটি আর্থিক উদ্যমের দিন হতে চলেছে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। বন্ধুত্বের দিক থেকে দিনটা আপনার জন্য অনুকূল। ভ্রমণে যাওয়ার মেজাজ তৈরি হতে পারে।
#সংখ্যা ৩ (যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে): শ্রী গণেশ বলছেন, এই দিন কাজের জায়গায় অন্যান্যদের সঙ্গে ভাল সম্পর্ক গড়ে তুলতে পারবেন না। সেই কারণে নিজের উপর মনোযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় নিজের একজন সিনিয়রের সাহায্য নিয়ে কাজ করতে সক্ষম হবেন। এই সময় প্রেমের সম্পর্কে চলা অশান্তি আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে। যতটা সম্ভব শান্তিপূর্ণ ভাবে এই সময় কাজ করতে হবে এবং নিজের জন্য অপ্রয়োজনীয় সমস্যা এড়িয়ে চলতে হবে।
#সংখ্যা ৩ (যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে): শ্রী গণেশ বলছেন, এই দিন কাজের জায়গায় অন্যান্যদের সঙ্গে ভাল সম্পর্ক গড়ে তুলতে পারবেন না। সেই কারণে নিজের উপর মনোযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় নিজের একজন সিনিয়রের সাহায্য নিয়ে কাজ করতে সক্ষম হবেন। এই সময় প্রেমের সম্পর্কে চলা অশান্তি আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে। যতটা সম্ভব শান্তিপূর্ণ ভাবে এই সময় কাজ করতে হবে এবং নিজের জন্য অপ্রয়োজনীয় সমস্যা এড়িয়ে চলতে হবে।
#সংখ্যা ৪ (যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে): শ্রী গণেশ বলছেন, এই দিন কাজের জায়গায় কিছু মানুষের ট্রান্সফারের খবর শুনতে পারেন। কিন্তু মনে রাখতে হবে যে, এই সময় আপনার অবস্থানও তেমন জোরালো নয়। তাই কারও সঙ্গে ঝামেলায় না জড়ানোই ভাল। সরকারের পক্ষ থেকে সঠিক যোগাযোগের অভাবে এটি কঠিন হয়ে উঠতে পারে। কাজের ক্ষেত্রে বিবাদ এবং আপোসের পরিস্থিতি তৈরি হবে। দৌড়াদৌড়ির কারণে বিব্রত হয়ে উঠতে পারেন।
#সংখ্যা ৪ (যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে): শ্রী গণেশ বলছেন, এই দিন কাজের জায়গায় কিছু মানুষের ট্রান্সফারের খবর শুনতে পারেন। কিন্তু মনে রাখতে হবে যে, এই সময় আপনার অবস্থানও তেমন জোরালো নয়। তাই কারও সঙ্গে ঝামেলায় না জড়ানোই ভাল। সরকারের পক্ষ থেকে সঠিক যোগাযোগের অভাবে এটি কঠিন হয়ে উঠতে পারে। কাজের ক্ষেত্রে বিবাদ এবং আপোসের পরিস্থিতি তৈরি হবে। দৌড়াদৌড়ির কারণে বিব্রত হয়ে উঠতে পারেন।
#সংখ্যা ৫ (যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে): শ্রী গণেশ বলছেন, এই দিন আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। কাজের জায়গায় বসের উপস্থিতিতে আপনি স্বল্প অস্বস্তিতে পড়তে পারেন। পড়ুয়াদের এই দিন প্রচুর পড়াশোনা করতে হবে। নিজের বসের সঙ্গে কিছু নতুন বিষয়ে নিয়ে আলোচনা করতে পারেন। এই সময় আচমকা মাথা ব্যথা এবং অবসন্ন বোধ করতে পারেন।
#সংখ্যা ৫ (যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে): শ্রী গণেশ বলছেন, এই দিন আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। কাজের জায়গায় বসের উপস্থিতিতে আপনি স্বল্প অস্বস্তিতে পড়তে পারেন। পড়ুয়াদের এই দিন প্রচুর পড়াশোনা করতে হবে। নিজের বসের সঙ্গে কিছু নতুন বিষয়ে নিয়ে আলোচনা করতে পারেন। এই সময় আচমকা মাথা ব্যথা এবং অবসন্ন বোধ করতে পারেন।
#সংখ্যা ৬ (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে): শ্রী গণেশ বলছেন, আপনি সঠিক ভাবে কাজ করতে পারবেন না কি পারবেন না, সেটা এই দিনে আপনাকে ভাবতে হবে। এই সময় নতুন জিনিস করার ক্ষেত্রে আপনি এগিয়ে যাবেন। তবে যে কোনও ধরনের গাফিলতি এড়িয়ে চলতে হবে। অনুকূল ফলাফল পেতে নিজের কঠোর পরিশ্রম বাড়াতে হবে। পড়ুয়াদের জন্য দিনটা অনুকূল।
#সংখ্যা ৬ (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে): শ্রী গণেশ বলছেন, আপনি সঠিক ভাবে কাজ করতে পারবেন না কি পারবেন না, সেটা এই দিনে আপনাকে ভাবতে হবে। এই সময় নতুন জিনিস করার ক্ষেত্রে আপনি এগিয়ে যাবেন। তবে যে কোনও ধরনের গাফিলতি এড়িয়ে চলতে হবে। অনুকূল ফলাফল পেতে নিজের কঠোর পরিশ্রম বাড়াতে হবে। পড়ুয়াদের জন্য দিনটা অনুকূল।
#সংখ্যা ৭ (যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে): শ্রী গণেশ বলছেন, নিজের পরিকল্পনা ফলপ্রসূ করার সুযোগ পাবেন। কাজের জায়গায় অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলতে হবে। কারণ এই পরিস্থিতিতে কিছু কাজ ভুল হয়ে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে সঙ্গীর কাছ থেকে বিশ্বাসঘাতকতা পেতে পারেন। অপ্রতিরোধ্য আবেগ থেকে নিজেকে রক্ষা করা প্রয়োজন। মানুষকে অতিরিক্ত বিশ্বাস করা চলবে না।
#সংখ্যা ৭ (যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে): শ্রী গণেশ বলছেন, নিজের পরিকল্পনা ফলপ্রসূ করার সুযোগ পাবেন। কাজের জায়গায় অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলতে হবে। কারণ এই পরিস্থিতিতে কিছু কাজ ভুল হয়ে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে সঙ্গীর কাছ থেকে বিশ্বাসঘাতকতা পেতে পারেন। অপ্রতিরোধ্য আবেগ থেকে নিজেকে রক্ষা করা প্রয়োজন। মানুষকে অতিরিক্ত বিশ্বাস করা চলবে না।
#সংখ্যা ৮ (যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে): শ্রী গণেশ বলছেন, আপনার প্রেমিক অথবা প্রেমিকার ব্যবহার আপনাকে সমস্যায় ফেলবে। তাই এই বিষয়ে অতিরিক্ত চাপ নেওয়া চলবে না। এই পরিস্থিতির শীঘ্রই উন্নতি হবে। বর্তমানে প্রচুর কঠোর পরিশ্রম করতে হবে। কিন্তু হতাশ হওয়া চলবে না। পরিস্থিতি আপনার অনুকূলেই থাকবে। আর্থিক লাভের দিক থেকে দিনটা স্বাভাবিক হতে চলেছে।
#সংখ্যা ৮ (যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে): শ্রী গণেশ বলছেন, আপনার প্রেমিক অথবা প্রেমিকার ব্যবহার আপনাকে সমস্যায় ফেলবে। তাই এই বিষয়ে অতিরিক্ত চাপ নেওয়া চলবে না। এই পরিস্থিতির শীঘ্রই উন্নতি হবে। বর্তমানে প্রচুর কঠোর পরিশ্রম করতে হবে। কিন্তু হতাশ হওয়া চলবে না। পরিস্থিতি আপনার অনুকূলেই থাকবে। আর্থিক লাভের দিক থেকে দিনটা স্বাভাবিক হতে চলেছে।
#সংখ্যা ৯ (যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে): শ্রী গণেশ বলছেন, নিজের রাগ নিয়ন্ত্রণ করার প্রয়োজন রয়েছে। নিজের কাজে মন দিতে হবে এবং অন্যদের কাজে নাক গলানোর প্রয়োজন নেই। কারণ মানুষ আপনার কাজ না-ও পছন্দ করতে পারেন। কোনও রকম সংক্ষিপ্ত পথ অবলম্বন করা চলবে না। প্রিয়জনদের সঙ্গে দিনের কিছুটা সময় কাটানো ভাল। নিজের কাজ অন্যদের দিকে ঠেলে না দেওয়াই ভাল। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
#সংখ্যা ৯ (যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে): শ্রী গণেশ বলছেন, নিজের রাগ নিয়ন্ত্রণ করার প্রয়োজন রয়েছে। নিজের কাজে মন দিতে হবে এবং অন্যদের কাজে নাক গলানোর প্রয়োজন নেই। কারণ মানুষ আপনার কাজ না-ও পছন্দ করতে পারেন। কোনও রকম সংক্ষিপ্ত পথ অবলম্বন করা চলবে না। প্রিয়জনদের সঙ্গে দিনের কিছুটা সময় কাটানো ভাল। নিজের কাজ অন্যদের দিকে ঠেলে না দেওয়াই ভাল। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)