বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘রিমল’-এর প্রভাবে আগামিকাল, শনিবার থেকে হাওয়া বদল। রবিবার থেকে সোমবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা প্রবল। উপকূলের জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতাতেও অতিভারী বৃষ্টির আশঙ্কা। ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়ে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

West Bengal Weather Update: ঘূর্ণিঝড় ‘Remal’-এর প্রভাবে শনিবার থেকে হাওয়া বদল! রবি ও সোমবার রাজ্যে প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘Remal’-এর প্রভাবে আগামিকাল, শনিবার থেকে হাওয়া বদল। রবিবার থেকে সোমবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা প্রবল। উপকূলের জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতাতেও অতিভারী বৃষ্টির আশঙ্কা। ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়ে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘Remal’-এর প্রভাবে আগামিকাল, শনিবার থেকে হাওয়া বদল। রবিবার থেকে সোমবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা প্রবল। উপকূলের জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতাতেও অতিভারী বৃষ্টির আশঙ্কা। ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়ে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
উপকূলে শনিবার থেকে জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্র তীরবর্তী এলাকায় পর্যটকদের গতিবিধি নিয়ন্ত্রণের পরামর্শ আবহাওয়া দফতরের।সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। আজ, শুক্রবার তা গভীর নিম্নচাপে পরিণত হবে। শনিবার তা আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। রবিবার ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা।
উপকূলে শনিবার থেকে জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্র তীরবর্তী এলাকায় পর্যটকদের গতিবিধি নিয়ন্ত্রণের পরামর্শ আবহাওয়া দফতরের। সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। আজ, শুক্রবার তা গভীর নিম্নচাপে পরিণত হবে। শনিবার তা আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। রবিবার ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা।
এই ঘূর্ণিঝড়ের নাম ‘রিমল’। নাম দিয়েছে ওমান। আরবি ‘রেমাল’ শব্দের অর্থ বালি। রবিবার বিকেল বা সন্ধ্যার দিকে পশ্চিমবঙ্গের সুন্দরবন ও বাংলাদেশের খুলনা- বরিশাল এলাকায় স্থলভাগে প্রবেশের সম্ভাবনা ঘূর্ণিঝড়ের। সেই সময় গতিবেগ থাকতে পারে ১২০ থেকে ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা। উপকূলের জেলাগুলিতে দুর্যোগের আশঙ্কা।
এই ঘূর্ণিঝড়ের নাম ‘রিমল’। নাম দিয়েছে ওমান। আরবি ‘রেমাল’ শব্দের অর্থ বালি। রবিবার বিকেল বা সন্ধ্যার দিকে পশ্চিমবঙ্গের সুন্দরবন ও বাংলাদেশের খুলনা- বরিশাল এলাকায় স্থলভাগে প্রবেশের সম্ভাবনা ঘূর্ণিঝড়ের। সেই সময় গতিবেগ থাকতে পারে ১২০ থেকে ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা। উপকূলের জেলাগুলিতে দুর্যোগের আশঙ্কা।
রবিবার ঝড়-বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা। শুক্রবার থেকে রবিবার সমুদ্রে যেতে নিষেধ মৎস্যজীবীদের।কলকাতায় রবি ও সোমবার অতি ভারী বৃষ্টির সতর্কতা। শনিবার থেকে ফের হাওয়া বদল হবে। রবিবার ও সোমবার দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে কলকাতাতে।
রবিবার ঝড়-বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা। শুক্রবার থেকে রবিবার সমুদ্রে যেতে নিষেধ মৎস্যজীবীদের।কলকাতায় রবি ও সোমবার অতি ভারী বৃষ্টির সতর্কতা। শনিবার থেকে ফের হাওয়া বদল হবে। রবিবার ও সোমবার দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে কলকাতাতে।
৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা, সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে।
৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা, সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে।
আজ, শুক্রবার আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে সূর্যের তাপে আরো গরম অনুভূত হবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও চরমে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস কম।
আজ, শুক্রবার আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে সূর্যের তাপে আরো গরম অনুভূত হবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও চরমে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস কম।
গতকাল, বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৪ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ৭২.২ মিলিমিটার।
গতকাল, বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৪ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ৭২.২ মিলিমিটার।