নির্ঘণ্ট মেনে দক্ষিণেশ্বরে চলছে মা ভবতারিণীর পুজো। ভবতারিণীর পুজোর আর এক বৈশিষ্ট্য হল, এখানে শাক্ত, বৈষ্ণব ও শৈব, তিন ধারার পুজো একসঙ্গে হয়। যা আর কোথাও দেখা যায় না। এই ত্রিবেণী সঙ্গম ঘিরে আজও একই প্রাঙ্গণে মা কালীর পুজো হয়ে শাক্ত মতে, বৈষ্ণব মতে রাধাকৃষ্ণের পুজো। এবং ১২টি শিবমন্দিরে হয় শৈব ধারার শিব আরাধনা। কালীপুজোর দিন ভোরেই আরতি হয় ভবতারিণীর। সারাদিন দর্শনার্থীরা পুজো দিতে পারেন।