জ্যোতিষকাহন Kali Puja 2024: আর কিছুক্ষণ, ঠিক কখন লাগবে কালীপুজোর অমাবস্যা তিথি, থাকবে কতক্ষণ? কোন সময় সবচেয়ে শুভ? সম্পূর্ণ নির্ঘণ্ট Gallery October 31, 2024 Bangla Digital Desk *কার্ত্তিক মাসের অমাবস্যা তিথিতে কালীপুজো হয়। পঞ্জিকা মতে নিশিতা কালে এই পুজো হয়। এ বছর কার্ত্তিক অমাবস্যা আজ ৩১ অক্টোবর (১৪ কার্তিক), বৃহস্পতিবার। অমাবস্যা তিথি – ৩১ অক্টোবর, ঘ ৩/৭/৪২ থেকে ১ নভেম্বর সন্ধ্যা ৫/৮/৭ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে। *আজ ৩১ অক্টোবর, বৃহস্পতিবার ৩:৫২ মিনিটে অমাবস্যা তিথি শুরু হবে। পরের দিন অর্থাৎ ১ নভেম্বর শুক্রবার ১২:৪৮ মিনিটে অমাবস্যা ছাড়বে। কালীপুজো মধ্যরাত্রি পর্যন্ত চলে, শুরুও হয় রাতেই, তাই ৩১ অক্টোবর পুজো হবে। কালীপুজোর শুভ মুহূর্ত ৩১ অক্টোবর অর্থাৎ আজ বৃহস্পতিবার ১১:৪৮ মিনিট থেকে ১ নভেম্বর শুক্রবার ১২:৪৮ মিনিট পর্যন্ত। *অমাবস্যা তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো হয়। ফলহারিনী অমাবস্যা থেকে কৌশিকী অমাবস্যা, বিভিন্ন সময়ে দেবীর বিভিন্ন রূপের পুজো করা হয়। কার্তিক অমাবস্যায় বিশেষ আচার মেনে দেবীর পুজো সম্পন্ন হয় ঘরে ঘরে এবং বারোয়ারি পুজো মণ্ডপগুলিতে। *এপার বাংলার বাঙালিরা, যারা কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীপুজো করেন না, তাঁরা অনেকেই কার্তিক অমাবস্যায় মা লক্ষ্মীর পুজো করেন। অমাবস্যা তিথিকে পূজিতা হন দেবী লক্ষ্মী এবং গণেশ। এই পুজোকে দীপান্বিতা লক্ষ্মীপুজো বলা হয়। অবাঙালিরা এদিন লক্ষ্মী ও গণেশের পুজো করেন। *বাংলায় কালীপুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। সারা বছর বিভিন্ন অমাবস্যার তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয়। মন্দিরের পাশাপাশি অনেকেই বাড়িতেও কালীপুজো হয়। অনেকে আবার এই দীপাবলিতে বাড়িতে লক্ষ্মী-গণেশের পুজো করেন। দেখে নিন এ বছরের কালীপুজো, দীপান্বিতা লক্ষ্মীপুজো, ভাইফোঁটার দিনক্ষণ, শুভ সময়। *কালীপুজোর নিয়ম বেশ কঠিন। বেশ রাতে পুজো হয়। ভক্তরা দিনভর উপবাসের পরে মা কালীর পুজো দেন। মা কালীর পুজোয় নানা নিয়ম রয়েছে। দীর্ঘক্ষণ ধরে চলে পূজার্চনা। এমনকি কালীপুজোয় অনেক জায়গায় এখনও বলি দেওয়ার প্রথা প্রচলিত রয়েছে। *শাস্ত্র মতে, মা কালী ১১ রূপের আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। কালীপুজো বা দিপাবলীর এই আরাধনাকে শ্যামা পুজো বা মহানিশি পুজোও বলা হয়। কার্ত্তিক অমাবস্যার রাতে কালীপুজো করা হয়। *কালীপুজো এবং দীপাবলির পর পরই বাঙালির ঘরে ঘরে উদযাপিত হয় ভাইফোঁটা৷ আশ্বিন বা কার্তিক মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে দাদা বা ভাইয়ের কপালে মঙ্গলতিলক এঁকে শুভকামনা থাকে বোন বা দিদির তরফে৷ *২০২৪ ভাইফোঁটার শুভ মুহূর্ত- পরের বছর ভাইফোঁটা পড়ছে রবিবার। ২০২৪ সালে ৩ নভেম্বর পড়ছে ভাইফোঁটার তিথি। তবে সরকারি ছুটির তালিকায় সোমাবর ৪ নভেম্বর রয়েছে। তবে ভাইফোঁটার তিথি ৩ নভেম্বর শুরু হচ্ছে। পঞ্চাং বলছে, ৩ নভেম্বর ২০২৪ সালে দুপুর ১ টা ১০ মিনিট থেকে ৩ টে ২২ মিনিট পর্যন্ত ফোঁটা দেওয়ার শুভ মুহূর্ত রয়েছে যাঁরা ‘ভাই দুজ’ পালন করবেন তাঁদের জন্য। *বাঙালিদের মধ্যে খুব একটা প্রচলিত না হলেও কালীপুজোর পরের দিনটি অনেক জায়গায় গোবর্ধন পুজো হিসেবে পালিত হয়। এই দিনেই শ্রীকৃষ্ণ গোকূলবাসীকে রক্ষা করতে গিরি গোবর্ধন তাঁর আঙুলের ডগায় তুলেছিলেন বলে মনে করা হয়।